নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

পন্ডিত শিয়াল সাহেব! মৌচাকে ঢিল ছুঁড়ে মৌমাছিদের প্রতিহত করার চাইতে মুরগী সাপ্লাই দেয়া খুব সহজ।

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

নিরবে মধু সংগ্রহকারী মৌমাছিদের মৌচাকে ঢিল ছুঁড়ে বনের ধুর্ত শিয়াল পন্ডিত ঘোষণা করলেন মৌমাছিদের বিরুদ্ধে হরতাল ডেকে তাদের প্রতিহত করবেন। শিয়াল পন্ডিতের সাথে বনের রাজার ভালই খাতির। এদিকে শিয়ালদের দ্বারা আক্রান্ত হয়ে অস্তিত্ব রক্ষায় প্রাণপণ ছুঁটে আসা মৌমাছিদের ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি অংশের একটুখানি চোখ রাঙ্গানি দেখেই প্রতিহত করতে আসা শিয়াল পন্ডিত পড়িমরি করে লেজ গুটিয়ে পালিয়ে বাঁচলেন।



তারপর সুবিধা বুঝে গর্ত থেকে মাথা বের করে শিয়াল পন্ডিতের সেকি নাকি কান্না- "তাঁরা আঁমায় টাঁর্গেট কোঁরেই আঁক্রমণ কোঁরেছিলোঁ। আঁর এঁকটু হোঁলে আঁমাকে মেঁরেই ফেঁলতো। বোঁনের রাঁজা কেঁন তাঁদের এই পঁথে ঢুঁকতে দিলেঁন। তাঁরা এই পঁথ দিয়ে না গিঁয়ে অঁন্যপথ দিয়েই তোঁ যেঁতে পাঁরতেন। এ্যা....এ্যা....."



বনের অন্য প্রাণীরা দূর থেকে তা দেখে মুচকি হাসে আর টিপ্পনি কাটে- "বাবা শিয়াল তোমাকে যে কে মৌচাকে ঢিল ছুঁড়তে বললো আর কেইবা প্রতিহত করতে বললো। প্রতিহতই যখন করতে গেলে তখন আবার প্রতিপক্ষ মৌমাছিদের অন্যপথ দিয়ে যাবার বায়না ধরো কেন্? মুরোদ থাকলে মুখোমুখি দাঁড়াও। নয়তো দালালি আর ধান্ধাবাজি বাদ দিয়ে ভাল কাজ করো। কাউকে প্রতিহত করা লাগবেনা, মৌমাছি সহ সকল প্রাণীই তোমার বন্ধু হয়ে যাবে।"



মোরাল অব দ্য স্টোরি: পন্ডিত শিয়াল সাহেব! মৌচাকে ঢিল ছুঁড়ে মৌমাছিদের প্রতিহত করার চাইতে মুরগী সাপ্লাই দেয়া খুব সহজ।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

স্বপ্নতরী (রাজু) বলেছেন: তাঁরা আঁমায় টাঁর্গেট কোঁরেই আঁক্রমণ কোঁরেছিলোঁ। আঁর এঁকটু হোঁলে আঁমাকে মেঁরেই ফেঁলতো। বোঁনের রাঁজা কেঁন তাঁদের এই পঁথে ঢুঁকতে দিলেঁন। তাঁরা এই পঁথ দিয়ে না গিঁয়ে অঁন্যপথ দিয়েই তোঁ যেঁতে পাঁরতেন। এ্যা....এ্যা.....


:P


মাইরের ভয়ে তিনি "চন্দ্রবিন্দু" দেখা শুরু করেছিলেন...

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬

নগরের নাগরিক বলেছেন: হেহেহেহে..... =p~ =p~ =p~ =p~

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

সামি আদনান বলেছেন: :
.... .....
" "
...

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮

সামি আদনান বলেছেন: osaaaaaam

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

নগরের নাগরিক বলেছেন: টেংকু টেংকু.....

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

ইউরো-বাংলা বলেছেন: একমত ;)

Click This Link

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

এনোমালী বলেছেন: ১০০ তে ১০০

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

মিতাহামিদা০০৭ বলেছেন: ঠিক বলেছেন ,ভীমরুলের চাকে ঢিল মারার চাইতে মুরগী সাপ্লাই অনেক ভালো ! দেখা যাক - বনের রাজা পালটালে হয়তো সেই কাজটাই করবেন সেয়াল পণ্ডিত !+

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

শাহীন উল্লাহ বলেছেন: nice
vai tar kache ki orginal deshi murgi pawa jabe????

naki abar pakistani cock k deshi bole chaliye dibe???

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

রাফিউল আলম ইমন বলেছেন: আপনার পোস্ট ভালো লাগলো… ভালো লিখেছেন, শুভকামনা এবং + …সাথে থাকুন… :)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুরোদ থাকলে মুখোমুখি দাঁড়াও। নয়তো দালালি আর ধান্ধাবাজি বাদ দিয়ে ভাল কাজ করো। কাউকে প্রতিহত করা লাগবেনা ------

১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

কাফের বলেছেন: একাত্তরের জানোয়ার
খেউড়ে ওঠো আরেকবার

১১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬

নীল বেদনা বলেছেন:
ঈশপ বেঁচে থাকলে নিশ্চয়ই আপনার কাঁধে চাপড় দিয়ে বলতেনঃ সাব্বাস বেটা

১২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

ওছামা বলেছেন: আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করোনা, আমাদের ধর্মবিশ্বাস বেচে দিওনা। আমাদের শ্বাস নিতে দাও।আমরা সাধারন মানুষ আজ ক্লান্ত, বিধ্বস্ত, বিভ্রান্ত।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

উযায়র বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত

Click This Link

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

আহলান বলেছেন: ভাই আপনি কার কথা বল্লেন ... মুরগী সাপ্লায়ার শা.ক? ;) ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.