![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোপন কথা রহিবে না গোপনে
০১.
মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা করতে হলে "যৌবনযাত্রা" নামক পর্ণো সাইট ডেভেলপ করে আমাদেরই কারো না কারো মা বোনের অশ্লীল ভিডিও আপলোড করন লাগে। মুহতারাম অমি পিয়াল ভাই থেকে জানিতে পারিলাম।
০২.
তথাকথিত প্রগতিশীলদের বিরুদ্ধে যায় এমন কোন ইংগিতপূর্ন গল্প লিখলে এবং তা কোন কাগজে ছাপালে ওই লেখক এবং প্রকাশককে প্রকাশ্যে মাদার*দ বলে গালি দেয়া নৈতিক দায়িত্ব। আল্লামা আরিফ জেবতিক ছাহেব থেকে জানিতে পারিলাম।
০৩.
মদীনা সনদের আলোকে দেশ চালাতে হলে আল্লাহর উপর পূর্ণ আস্থা তুলে দিয়ে ঘটা করে দেশের সংবিধান সংশোধন করতে হয় এবং ধর্মনিরপেক্ষ সংবিধান রচনা করতে হয়। যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ থেকে জানিতে পারিলাম।
০৪.
মানসিক ভারসাম্যহীন হতে না চাইলে মুক্তমনা আধুনিক শিক্ষিতশ্রেণী এবং ক্ষমতাশীলদের থেকে দূরে থাকতে হয়। প্রচন্ড তাপদাহে দুটো কম্বল গায়ে দিয়ে রমনা পার্কে ঘোরাঘুরি করা জনৈক পাগল থেকে জানিতে পারিলাম।
কত অজানারে....। ছোট বেলায় হাতের লিখার নতুন খাতায় উপর দিয়ে লিখে রাখা একটি বাক্য মনে পড়ে গেল...."হে প্রভু আমাকে জ্ঞান দাও।"
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
জাহাঙ্গীর জান বলেছেন: মদিনা সনদের সময়ের লোক সংখ্যা আর বর্তমান পেক্ষাপট ভিন্ন মদিনা সনদ,এখন কাজে আসবেনা ডান্ডা সনদ প্রয়োজন মদিনা সনদের সময় মানুষের মাধ্যমে মানুষ্যত্ব ছিলো এখন হাইওয়ানের জামানা নয় কি ?
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৯
নবকবি বলেছেন: জানার মাত্র শুরু। আওয়ামী আর প্রগিতশীলেদর ভণ্ডামির আরো অনেক জানতে এখনো বাকি আছে।