নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ডান আর বাম......শরীর কিন্তু একটাই- বাংলাদেশে।

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০০

০১.

রানা প্লাজাই শুধু ধ্বসে পড়েনি। ধ্বসে পড়েছে রাষ্ট্র কাঠামোর এক একটি পিলার। গত দুদিনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আমরা ধ্বসে পড়া সেই রাষ্ট্রকেই দেখেছি। উদ্ধার করবে কে? ধ্বসে পড়া রাষ্ট্রের চাপায় যে পিষ্ট হয়ে আছে মানবিকতা। পিষ্ট হয়ে আছি আমি, আপনি, আমরা সবাই। আমাদের লাশগুলোর দিকে হা করে আছে ওই শকুন মখা, হাসিনারা।

ধ্বংসস্তুপ থেকে লাশগুলো আবার দাঁড়াক। লাশের মিছিলে শ্লোগান উঠুক। এবার কন্ঠ ছাড়ো জোরে...।



০২.

ডান আর বাম......শরীর কিন্তু একটাই- বাংলাদেশে।

সো শরীরের বিপদে ডান পন্থী আর বাম পন্থী বলে কিছু নাই। আসুন এক হয়ে দূর্যোগ মোকাবিলা করি।





০৩.

দেয়াল পিষ্ট এক একটি নিরিহ শ্রমিকের বিভৎস লাশের উপর নেংটো মখা'র উল্লাস নৃত্যে বারবার ঘুম ভেঙ্গে যায়। এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা।





০৪.

"...তারপরে আরেকটি বিষয় আমার নজরে আসছে, সেটা হলো এই, যে ওই এলাকায় মৌলবাদি বিএনপি এদের হরতালের জন্য আহবান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে- যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটে লোক সেখানে যেয়ে এইযে ভাঙ্গা দালান ছিল বা যা ফাটল ধরা দালান ছিল সেই দেয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এটার যে গেইট বা দরজা ছিল সেটা ধরে নাড়াচাড়া করে এটাও এধরণের আ.. একটি ঘটনা বা দূর্ঘটনা ঘটানের কারণ হিসেবে বা সম্ভাব্য কারণ হিসেবে বিবেচিত হতে পারে।" ....বিবিসিকে স্বরাষ্ট্রমন্ত্রী।

ছোটবেলায় ইদুরের গর্তে না বুঝে অনেকবার হিসু করেছি। আজ জেনে বুঝে স্বেচ্চায়, স্বজ্ঞানে আরেকবার হিসু করতে চাই, তবে ইদুরের গর্তে নয় মখা নামক এক জানোয়ারের মুখে। নিদারুন এই শোকের মূহুর্তে জাতির সাথে ঠাট্টা মশকরা করার অধিকার এই শুয়োরের বাচ্চাকে কে দিয়েছে।



০৫.

পদ্মার জল শুকিয়ে যায়। চোখের জল শুকায় না। শোকাহত, বাকরুদ্ধ......

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫

হায়দার সুমন বলেছেন: ছোটবেলায় ইদুরের গর্তে না বুঝে অনেকবার হিসু করেছি। আজ জেনে বুঝে স্বেচ্চায়, স্বজ্ঞানে আরেকবার হিসু করতে চাই, তবে ইদুরের গর্তে নয় মখা নামক এক জানোয়ারের মুখে। নিদারুন এই শোকের মূহুর্তে জাতির সাথে ঠাট্টা মশকরা করার অধিকার এই শুয়োরের বাচ্চাকে কে দিয়েছে।

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: রানা প্লাজা নয় যেন বিধ্বস্ত বাংলাদেশ!!!!!


আমজনতা আটকে আছে চাপা পড়ে গণতন্ত্র নামক ভবনের ধ্বংসস্তুপে!

মুক্তির জন্যও চাই আম জাগরন

দেখেন না সরকার কেমন লজ্জাজনক ভাবে আলোর ভ্যবস্থা করতে না পারার লজ্জা নিয়েও আবার বড় বড় কথা কয়?

আর আমজনতা, কুপিটা, টর্চটা নিয়া দৌড়ায়। কথা কবার টাইম নাই।

এই আমজনতাই বাঁচাবে বাংলাদেশ-ইনশাল্লাহ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: +++

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৮

জীবনকেসি বলেছেন: ছোটবেলায় ইদুরের গর্তে না বুঝে অনেকবার হিসু করেছি। আজ জেনে বুঝে স্বেচ্চায়, স্বজ্ঞানে আরেকবার হিসু করতে চাই, তবে ইদুরের গর্তে নয় মখা নামক এক জানোয়ারের মুখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.