![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোপন কথা রহিবে না গোপনে
সাল ৩০১৩।
বুড়ো দাদু অনলাইনে ভিডিও কনফারেন্সে তার নাতি নাতনীদের গল্প শুনাচ্ছেন।
..... সে অনেক অনেক বছর আগের কথা বঙ্গদেশে কিছু আজব মানুষের বাস ছিল। তারা তাদের শাসন করার জন্য প্রতি পাঁচ বছর পর পর গুটি কয়েক হিংস্র জানোয়ারকে ভোট দিয়ে নির্বাচিত করতো। ওই জানোয়ারেরা নির্বাচনের আগে মধুর মধুর কথা বলতো এবং হরেক রকম বাহারী প্রতিশ্রুতি দিতো। নির্বাচনে জয়ী হয়েই জানোয়ারগুলো সবকিছু ভুলে মেতে উঠতো মানব শিকারে। রাতের আঁধারে গুলি করে, বোমা মেরে, বিল্ডিং ধসিয়ে দিয়ে, আগুনে পুড়িয়ে তারা মানুষ শিকার করতো। ওইসব জানোয়ারদের উচ্ছিষ্টভোগী কিছু পশুকে তারা রাতের টিভি টকশোতে ইনভাইট করতো, যারা লেজ নাড়িয়ে, দাঁত কেলিয়ে, উল্লাশ করে শাসক জানোয়ারদের মানুষ খুনকে বৈধতা দিতে নানা রকম যুক্তি উপস্থাপন করতো। মানুষগুলোও বোকা দৃষ্টিতে সব দেখতো আর পরিকল্পনা করতো পরেরবার নির্বাচনে তারা বিরোধী জানোয়ারদের ভোট দিবে। তারা জানত সব জানোয়ারই ক্ষমতায় গেলে মানুষ শিকার করে। কিন্তু তাদের সামনে আর কোন বিকল্প ছিলনা, কারণ মানুষদের পক্ষ থেকে কেউ নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করলে সব জানোয়ার এক হয়ে তাদের ঠেঙ্গিয়ে দিত।
বুড়ো দাদু হঠাৎ স্ক্রিণে তাকিয়ে দেখেন তার নাতি নাতনিরা কেমন বিরক্তি নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। দাদু জিজ্ঞেশ করলেন কিরে এই গল্প ভাল লাগছে না শুনতে?
নাতি নাতনিরা সমস্বরে বলে উঠলো : দাদু ওই সব জানোয়ারদের বাদ দিয়ে শুধু মানুষের গল্পই বল।
দাদু দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বগতোক্তি করলেন- জিবনের কোথাও মানুষের স্থান নেইরে। সব জায়গায় দৈত্য, দানব, জ্বীন, ভুত, পশু জানোয়ারদেরই স্থান। পুরোনো দিনের গল্পেও....।
২| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৬
দেখি তাই বলি বলেছেন: রূপকথায় কিন্তু লালকমল, নীলকমল, ডালিম কুমাররাও থাকে। আমরা কী এমনই অভাগা যে তারা কোনদিনও আসবে না?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৫৩
লামাজ বলেছেন: Right story in right time.
Thanks