নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আসুন জেনে নেই মহাসেন পরবর্তী আমাদের সরকারীদল আর বিরোধীদলের স্টেইটমেন্ট।

১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

নাশকতার আশংকায় আইন শৃংখলারক্ষাকারী বাহিনী মহাসেন কে ঢাকায় কোন সভা সমাবেশ এর অনুমতি দেয়নি। আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে মহাসেন বিএনপি-জামায়াতের পক্ষ হয়ে কাজ করছে। মহাসেন মূলত সরকার পতন এবং সেই সাথে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্যই সক্রিয় হয়েছে। জামায়াত তাদের পেছনে বিপুল পরিমান টাকা ঢেলেছে বলে আমাদের কাছে খবর আছে। আমাদের সরকার সবসময় মুক্তিযুদ্ধের স্বপক্ষে সোচ্চার এবং জনগণের জান মালের নিরাপত্তা দিতে তৎপর। ......সরকারী দল।



এই সরকার গণবিরোধী। তারা বিরোধীদলের নেতা কর্মীদের খুন, গ্রেফতার আর গুম করে সংলাপের নাটক করছে। এমনকি মহাসেন নামক এক সাক্ষী সরকারের অপকর্মের বিরুদ্ধে সাক্ষ দিতে আসলে তাকেও সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীর মত অপহরণ করে ভারতে পাঠিয়ে দিয়েছে। জনগণ আর একমূহুর্তও এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। ......বিরোধীদল।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

হাসান মাহবুব বলেছেন: হ ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.