নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

"ইন্টারপোলের প্রেসিডেন্টকে উদ্ধার করে ফিরিয়ে আনতে বাংলাদেশী পুলিশের সহায়তা নেয়া হবে।"

২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:১১

বারেক রহমানকে ধরতে ১৯০টি সদস্যরাষ্ট্রের পুলিশের মধ্যে রেড নোটিশ দেয়ার আগে তার সম্পর্কে এবং তার অপরাধের ডিটেইলস জানতে ইন্টারপোলের প্রেসিডেন্ট মিস Mireille Ballestrazzi ঢাকায় শাহজালাল এয়ারপোর্টে অবতরন করলেন। ইমিগ্রেশানে আসতে না আসতেই তার গুরুত্বপূর্ন ডকুমেন্টস, পাসপোর্ট সমেত লাগেজ হাওয়া হয়ে যায়। চরম বিরক্ত হয়ে ভদ্রমহিলা বাংলাদেশের পুলিশের স্মরণাপন্ন হলেন।



ভদ্রমহিলা: উড ইউ প্লিজ হেল্প মি, আয়্যাম মিরেলি, ফ্রম ইন্টারপোল। আ'ভ লস্ট মা লাগেজ।

পুলিশ (বাড়ী নোয়াখালী): এই বেডি কিয়া কয়, আঁই ত কিছু বুইজতাম হাইত্তেচিনা। এই...তুঁই কোতুন আইছো, দেখতে তো মনে হয় বিদেশী। লগে টেঁয়া হইসা আছেনি? হয়্যার? মানে... ফরম হয়্যার?

: ও ইয়া, আম ফ্রম ইন্টারপোল

: এতি মনে অয় হাগল অইগ্যাছে। হুন বিদেশী মহিলা, এইদেশে কোন ইন্টারপোল টোল নাই। এইদেশে চানখারপোল আছে। মাগার তোঁয়ারে দেই আরঁ খুব একটা সুবিধার মনে অইতেছেনা। তোঁয়ার পাঁছফুট দেখাও।

: (ভদ্রমহিলা একমাত্র পাসপোর্ট শব্দটি বুঝতে পারলেন) ওহ নো....

: এ্যাই... এ্যাই নো টো বইলা কোন লাভ নাই। আমারে এখনো তুঁই চিনতা হারনঅ। বুইঝতাম হাইচ্ছি তুঁই বিনা পাঁছফুট আর ভিষায় চলি আইছো। লগে কত ডলার আছে। ডলার দিলে ছাড়া হাইবা নইলে মহিলা জামায়াতের জঙ্গি বইলা টানা রিমান্ডে, হিয়ার হরে লাল দেলানে। তার আগে আঁল্লগে থানায় চলো। (পুলিশ একরকম টেনে হেঁছড়ে ওই মহিলাকে গাড়িতে তুলে থানায় নিয়ে গেল)



.... এরপর অনেকদিন চলে গেল ইন্টারপোলের প্রেসিডেন্ট এর আর কোন খবর পাওয়া গেলনা। হঠাৎ একদিন আন্তর্জাতিক মিডিয়ায় ইন্টারপোলের বরাত দিয়ে হেডলাইন হলো: "ইন্টারপোলের প্রেসিডেন্টকে উদ্ধার করে ফিরিয়ে আনতে বাংলাদেশী পুলিশের সহায়তা নেয়া হবে।"



নিউজ দেখে আমাদের প্রধানমন্ত্রী মুচকি হেঁসে বলে উঠলেন: "বলেছিলামনা, আমাদের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সারা বিশ্বে সুনাম ছড়িয়েছে। আর বিরোধী দল এই আইন শৃংখলা বাহিনীর উপর আক্রমন করে। এই বিএনপি-জামায়াত শুধু জাতির নয়, সারা বিশ্বের শত্রু।"



(ইহা একটি ফান পোষ্ট, বাস্তব জীবনে কারো সাথে ঘটনা মিলে গেলে ধরে নিবেন এটা নিছক কাকতাল)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৪২

এম এম কােজম বলেছেন: না হেসে পারলাম না। তাই ধন্যবাদ না জানিয়েও পারলাম না। বিশেষ করে শেষের দিকটা একদম ফাটাফাটি হয়েছে বস! অনেক অনেক ধন্যবাদ।

২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৬

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.