![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোপন কথা রহিবে না গোপনে
একজন আশরাফুল কয়েক লাথ টাকার লোভে পড়ে অথবা বাধ্য হয়ে নির্দ্দিষ্ট কয়েকটি ম্যাচে ইচ্ছে করে খারাপ খেললে আমরা তাকে ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং বলি। তার জন্য লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। তার কঠিন শাস্তি দাবি করি।
আর শুধু মাত্র এক প্যাকেট সিগারেট আর এক কাপ চা এর লোভে আমরা রাতারাতি সৎপ্রার্থী বাদ দিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ডাকাত, ঋণখেলাপীদের মত দালাল অসৎ লোকদেরকে পাঁচবছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করতে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়না। নির্বাচনের পর বাঁকী পাঁচবছরই ওই অসৎ লোকদের ক্ষমতার আগুনে আমরা জ্বলে পুড়ে মরি অথচ মেয়াদ শেষে আবারো ওই কয়েকটি টাকা মূল্যের চা-সিগারেটের বিনিময়ে ভোট ফিক্সিং করি।
স্পট ফিক্সার হিশেবে শুধু আশরাফুল নয়, ইলেকশান ফিক্সার হিশেবে আমাদের সকলেরই আজীবন কঠিন শাস্তি হওয়া উচিৎ।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:২৫
সাফায়াত কাদির বলেছেন: সহমত