নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

সারা বছর সাজ গোঁছ আর মেকআপ নেয় খালেদা জিয়া, অথচ নাটক করে শেখ হাসিনা।

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১৪

আবু বকর সিদ্দিক এর অপহরণকারীরা কত দয়ালু। গরু আর মুরগীর মাংস দিয়ে ভাত খেতে দেয়। মাইক্রোবাসে করে পিক এন্ড ড্রপ করে। কোন মুক্তিপণ তো চায় ই না উল্টো ছেড়ে দেয়ার সময় নগদ ৩০০ টাকা ও দেয়। আহা তারা কত বড় উদার এবং পয়সাওয়ালা।





অথচ দেখুন, ইলিয়াস আলীর অপহরণকারীরা ঠিক তার বিপরীত। তারা মনে হয় অনেক গরীব। ইলিয়াস আলীর হাতে মাত্র ৩০০ টা টাকা ধরিয়ে দিয়ে তাকে যে কোথাও নামিয়ে দেবে সেই সামর্থটা ও নাই তাদের।





আচ্ছা, সরকার কি ইলিয়াস আলীর অপহরণকারীদের কে এক হাজার টাকার একটা নোট দিয়ে বলতে পারে না- "যাও এক হাজার টাকা দিলাম। তিনশো টাকা ইলিয়াস আলীর হতে দিয়ে তাকে মিরপুরে নামিয়ে দিয়ে এসো। বাকী সাতশো টাকা দিয়ে তোমরা চা-সিঙ্গাড়া খেয়ে নিও।"





পাগলা মেহের আলী মধ্যরাতে রাস্তায় একা একা হাঁটে আর মাঝে মাঝে বিড়বিড় করে বলে-

"ওরে !! সারা বছর সাজ গোঁছ আর মেকআপ নেয় খালেদা জিয়া, অথচ নাটক করে শেখ হাসিনা। এত ভাল অভিনেত্রী অথচ অস্কার পায়না ক্যারে।"

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে !! সারা বছর সাজ গোঁছ আর মেকআপ নেয় খালেদা জিয়া, অথচ নাটক করে শেখ হাসিনা। এত ভাল অভিনেত্রী অথচ অস্কার পায়না ক্যারে।"


অস্কারে মুনে হয় রাজাকারেরা বসে আছে;) নইলে পায়না ক্যারে =p~ =p~

২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: পাষাণী মন যাকে মনে অয় ডুবায়া দ্যায়।

৩| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩২

নিকষ বলেছেন: পাগলা মেহের আলী মধ্যরাতে রাস্তায় একা একা হাঁটে আর মাঝে মাঝে বিড়বিড় করে বলে-
"ওরে !! সারা বছর সাজ গোঁছ আর মেকআপ নেয় খালেদা জিয়া, অথচ নাটক করে শেখ হাসিনা। এত ভাল অভিনেত্রী অথচ অস্কার পায়না ক্যারে।"

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.