নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

তিনারা সবাই আগে আলেম-ওলামা ছিলেন

১১ ই মে, ২০১৪ রাত ১১:৫৬

২০০৪ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আমার এক বন্ধু জাল ভোট দিতে গেছে। ভোট কেন্দ্রে প্রবেশের আগে আমার ওই বন্ধুটি যার ভোট দিতে যাচ্ছে তার নাম পিতার নাম এলাকা আর ভোটার নাম্বার মুখস্ত করে গেছে।



বিপত্তি বাঁধলো ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসার তাকে নাম, পিতার নাম জিজ্ঞেশ করার পর হঠাৎ জানতে চাইলো আপনার পেশা কি?

বেচারা ভ্যাবাচ্যাকা খেয়ে নিজেরটা বলে দিলো- ছাত্র।

প্রিসাইডিং অফিসার তার দিকে চোখ বড় বড় করে বললো- কিন্তু এখানে তো লিখা আছে আপনার পেশা হলো- ব্যবসা।

বন্ধুুটি মূহুর্তে নিজেকে সামলে নিয়ে বললো- আরে ভাই এত প্রশ্ন করেন ক্যান্? আগে ব্যবসায়ী ছিলাম এখন ছাত্র। ব্যালট পেপার দেন, ভোট দিয়া চইলা যাই।



আজ দেখলাম বাংলাদেশ আওয়ামী ওলামালীগ এর ব্যানার নিয়ে পর্দা বিহীন মহিলাদের মানববন্ধন এর ছবি নিয়ে ভার্চুয়াল মিডিয়ায় ব্যাপক ঝড়। সবাই প্রশ্ন করছে এই গেট আপ এর মহিলারা কি করে ওলামালীগ হয়?

আরে ভাই এত প্রশ্ন করেন ক্যান? তিনারা সবাই আগে আলেম-ওলামা ছিলেন সাথে লীগ শব্দটি যোগ করার পর তাদের অবয়ব এমন হয়ে গেছে। সবকিছু কি বলে দিতে হয়? কিছু কিছু বুঝে নিতে হয়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ১২:০০

মোমের মানুষ-২ বলেছেন:

২| ১২ ই মে, ২০১৪ রাত ২:০৭

মুহামমদল হািবব বলেছেন: :D

৩| ১২ ই মে, ২০১৪ রাত ৩:৩৪

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: বদলে যাও বদলে দাও , দিন বদলের খেলায় সবই সম্ভব।

ওলামা লীগের খুব সুরত দেখিয়া তেতুলের কথা মনে পড়িল। আওয়ামী কারিশমা দেখিয়া তাজ্জব হইয়া গেলাম জনাব
:D :-B B-) ;) :) :D :D

৪| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:২৭

হেডস্যার বলেছেন: =p~

৫| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৩৩

মুক্তকণ্ঠ বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.