নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আরে ধুর, ফটোশপ, সবই ফটোশপ।

২৬ শে জুন, ২০১৪ রাত ১২:৩২

: ভাই মুসা তো ফাটাইয়া দিছে আজ

: তাই নাকি? কি করেছে সে আবার?

: আরে দেখেন নাই? মেসির দুটো গোলেরই কি দূর্দান্ত জবাব ই না দিয়ে দিলো সে

: কি ভাবে?

: মেসি গোল দেয় আর সাথে সাথেই সে পরিশোধ করে।

: মুসায় গোল পরিশোধ করছে মেসির? কও কি।

: হুমমম। আপনি দেখেন নাই?

: আরে ধুর, ফটোশপ, সবই ফটোশপ। না দেখছি ভালই হইছে। তয় মুসা গোল দিছে এইটা আমি বিশ্বাস করি না।

: কেন?

: তুমি জানো না ওই শালা একটা ফাউল। সে দুইটা গোল দিছে বললো, আর তোমরা সেটা বিশ্বাস কইরা ফেলাইলা?

: মানে?

: আরে মানে বোঝো না? এর আগে সে এভারেস্টে এর চুড়ায় না উইঠা আমাগোরে ফটোশপ দিয়া বোকা বানাইছে। হেরপর নৌকায় চড়ে বাংলা চ্যানেল পাড়ি দিছে। আর এখন আইসা আবার মেসি না টেসির বিরুদ্ধে দুই গোলের গল্প ফাদছে। শালা পুরাই ফাউল।



: আরে ভাই আমি তো নাইজেরিয়ার ফুটবলার আহমেদ মুসার কথা বলতেছি।

: ও.............। তা আগে কইবা না । আমি তো ভাবছি তুমি মুসা ইবরাহিম এর কথা কইতাছো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ রাত ১২:৫৬

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা

২| ২৬ শে জুন, ২০১৪ রাত ২:৪৪

আবিরে রাঙ্গানো বলেছেন: আহমেদ মুসা আসলেই দুর্দান্ত গতি সম্পন্ন একজন স্ট্রাইকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.