নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নগরের নাগরিক

এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়।

নগরের নাগরিক

গোপন কথা রহিবে না গোপনে

নগরের নাগরিক › বিস্তারিত পোস্টঃ

এদেশের রাজনীতিবীদদের কথায় বিশ্বাস করতে নেই।

০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৮

ছোটবেলায় পড়া একটা জোকস:

০১.

একবার বাংলাদেশের একজন মস্তবড় রাজনীতিবীদ তার চ্যালা চামুন্ডাদের নিয়ে এলাকায় গেলেন নির্বাচনী প্রচারাভিযানে। বিজয়ী হইলে হ্যান কইরা ফেলামু, ত্যান কইরা ফেলামু টাইপের প্রতিশ্রুতি দিতে দিতে মুখে ফেনা তুলিয়া প্রায় ভোর রাতে ওই নেতা সাঙ্গ পাঙ্গ লইয়া আবার ঢাকায় ফিরতে ছিলেন। পথে তাদের গাড়ি এক্সিডেন্ট করিয়া রাস্তার পাশে এক কৃষকের ধান ক্ষেতে উল্টে পড়লো।



ভোর বেলা ওই কৃষক তার জমিতে এসে দেখলো উক্ত রাজনীতিবীদ তার চ্যালা চামুন্ডা সহ এক্সিডেন্ট কইরা ধান ক্ষেতে চিত্‍ হইয়া পইড়া আছে। কৃষকটি তাদের সবাইকে সম্মানের সাথে দাফন এর ব্যাবস্থা করিলো।



এর কয়েকদিন পর উক্ত রাজনীতিবীদ এর কোন হদিস না পেয়ে পুলিশ গেল ইনভেস্টিগেশনে। খুজতে খুজতে পুলিশের তদন্তকারী দল খবর পেল রাজনীতিবীদের গাড়ি রাস্তার পাশে গ্রামের কৃৃষকের একটা ধান ক্ষেতে এক্সিডেন্ট করেছে। যথারীতি উক্ত কৃষককে খুজে বের করে পুলিশ তার কাছে জানতে চাইলো তার ধান ক্ষেতে কি ওমুক নেতার গাড়ি এক্সিডেন্ট করেছে কিনা।



কৃষক উত্তর করিলেন- হ্যা, আমার ধান ক্ষেতে তাদের গাড়ি এক্সিডেন্ট করিয়াছে।

পুলিশ কৃষককে পাল্টা প্রশ্ন করিলো- ওই নেতা সহ বাকী লোকগুলো এখন কোথায়।

কৃষক বলিলো- তাদের সবাইকে আমি কবর দিয়ে দিয়েছি।

ও মাই গড...। পুলিশ অবাক হইয়া জানতে চাইলো- তাদের সবাই কি স্পট ডেড ? মানে এক্সিডেন্ট এর সাথে সাথেই মারা গেছে?

কৃষক বলিলো- না........... কবর দেয়ার সময় তাদের অনেকেই অনেক কাকুতি মিনতি করে বলেছিল- তারা মরে নাই। আহত হয়েছে। তাদের যেন কবর দেয়া না হয়।

পুলিশ এবার আরো অবাক হয়ে জানতে চাইলো- তাহলে তুমি তাদের জীবিত জেনে ও কবর দিলে কেন?



কৃষক এবার ঠোটে হাসি ফুটিয়ে বলিলো- আরে মিয়া বুঝেন না? আপনি ওদের কথায় বিশ্বাস করতে কন? এত বোকা পাইছেন আমারে? এদেশের রাজনীতিবীদদের কথায় বিশ্বাস করতে নেই। তারা যখন বলেছে তারা মরে নাই আহত হয়েছে, তার মানে নির্ঘাত তারা মারা গেছে।



০২.

উপরের গল্পটি বেশ পুরোনো এবং প্রায় সবারই জানা।



আজ যখন বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশের মধ্যকার সমুদ্রসীমার বিবাদ নিয়ে নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিসি আদালতের রায় দেয়ার পর বাংলাদেশ-ভারতের উভয় পক্ষই খুশি হয়। আর দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েও আমাদের তথাকথিত রাজনীতিবীদগণ এবং সরকার দাত কেলিয়ে বলেন বাংলাদেশের জয় হয়েছে। তখন ওই কৃষকের মতো আমরাও বলতেই পারি............



এদেশের রাজনীতিবীদদের কথায় বিশ্বাস করতে নেই। তারা যখন বলেছে বাংলাদেশে জিতেছে তার মানে বাংলাদেশ...............................(আপনারাই বুঝে নিন)।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৮

নিষ্‌কর্মা বলেছেন: একদম সত্য কথা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.