![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাত দে
ভাত দে হারামজাদী
নইলে গদি ছাড়,
গদিতে বই বুলি ছাড়বি
নেই তো সে কারবার!
বলতে হবে আজকে তোকে
স্বাধীনতা কার,
স্বাধীনতা বুঝি আমায়
ভাতে মারবার!
আজকে দেশের বেহাল দশা
ডিজিটাল হৈ চৈ,
বলস না মা আজকে আমার
ভাত কাপড় কই?
কোথায় আমার কাগজ কলম
কোথায় আমার শিক্ষা,
স্বাধীনতা করাচ্ছে আজ
কেন আমায় ভিক্ষা?
তোরা কেন মহাসুখে
থাকিস দশ তলায়,
স্বাধীনতা কেন আমায়
শোয়ায় বাঁশ তলায়?
লজ্জা সরম বুঝি গো তোর
কমছে দিনে দিনে,
তোর খাবার দামী আর
আমার ডাস্টবিনে!
চাইনা মাগো আর কোন দিন
এমন স্বাধীনতা,
ধিক্কার তোর মানষিকতা
ধিক্কার মানবতা।
চাইনা শ্যালার স্বাধীনতা
উপাধি আর জাত,
বেঁচে থাকার জন্যে যে চাই
এক মুঠো ভাত।
খোদার দোহাই বন্ধ কর মা
বুকের হাহাকার,
এবার আমায় দেনা শান্তি
বাঁচার অধিকার।
ক্ষুধার জ্বালা সয়না প্রাণে
নইলে গদি ছাড়,
ভাত দে হারামজাদী নইলে
গলা টিপে মার!
রাতঃ১ঃ২৪ টা।
১৭/০৯/'১৬ খ্রীঃ
মাস্কাট, ওমান।
©somewhere in net ltd.