নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে নিরন্তর ছুটে চলা

টার্বো মেডিসিন

সত্যের সন্ধানী।

টার্বো মেডিসিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:৫৫

আমি কি করে লিখব হে স্বাধীনতা


আমি কি করে লিখব হে স্বাধীনতা,
তুমি তো করছ আমার মায়ের বিরোধীতা!
আমার লজ্জ্বা করে অতি
ক্ষিণ পদ গতি;
তোমায় নিলাম মেনে
কি দিলে তুমি এনে?
ইচ্ছে মত বলতে বারণ,
ইচ্ছে মত চলতে বারণ,
আমার ইচ্ছে গুলির নেই কোন দাম
বুকের ভেতর ঘুমরে কাঁদে,
সত্যি কথায় সত্য কাজে
মিথ্যার হানা অপবাদে!
মৌল চাহিদা গুলো আজো হয়নি পূর্ণ তবে,
প্রতি কাজে প্রতি পলে হাজার ভয়ের অনুভবে,
আমি বড়ই ক্লান্ত
আমি পরিশ্রান্ত!
আজো আমরা ভারত,চীন, আমেরিকার;
তাঁবেদারি করি কখনো রাশিয়ার।
আমরা এখনো বিশ্ববৈশ্যতার স্বীকার।

আমি কি করে লিখব হে স্বাধীনতা!
আমি নির্বাক হয়ে যাই,
আমাদের মাঝে কোন দেশপ্রেম নাই!
সততা,নিষ্ঠা,ন্যায়-নীতি সব ছেড়ে
ক্ষমতা,অর্থের লোভে গেছি পড়ে।
রাজনীতির দ্বন্দে জিম্মি হল জাতি,
আমলা,দালাল কোটিপতি হচ্ছে রাতারাতি ;
গরীবেরা গরীব হচ্ছে দেশে হাহাকার,
অর্থশালী বিত্তবান হচ্ছে নিরাকার!
সাধারণের জন্যে রুদ্ধ সব দ্বার,
এই তো ফল হায়রে স্বাধীনতার!

আমি কি করে লিখব হে স্বাধীনতা!
আজো কাঁটা তারে ঝুলে থাকে ফেলানীর লাশ,
প্রতি দিনেই হচ্ছে মা-বোনদের সর্বনাশ।
আজো বাঁধাগ্রস্ত প্রতিভা বিকাশ,
আজো একতরফা চলে হিসাব-নিকাশ।
মুক্তিযোদ্ধা ভাতা পায় কত রাজাকার,
বঞ্চিত জনতা কত অধিকার!
দুর্নীতির কালো থাবায় দেশটা অচল,
কালো বিড়াল গণতন্ত্রে রয় অবিচল।
খুন,গুম,রাহাজানি
দল নিয়ে টানাটানি
মানিদের মানহানি,
সবি জনতার কোরবানি।
আজি স্বরণ করি বঙ্গবন্ধুর শাশ্বত সেই বানী,
'সবাই পেল সোনার খনি,আমি চোরের খনি।'
তাই,মনে বড় ব্যথা,
কি দিলে আমাদের হে স্বাধীনতা!
কি নিয়ে লিখব আজ কবিতা!
আমার লজ্জ্বা করে খুব,
স্বাধীনতা জাতিকে আজ করছে যে বিদ্রূপ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.