![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরুত্তেজ(পিরামিড)
(পঞ্চদশী সমারোহী কবিতা)
বিশ্বাস কর আমি তোমায় দেইনি ফাঁকি,
চেষ্টার কিছুই আর ছিলনা তো বাকি।
এক বার দুই বার তিন'টি বার;
ব্যথা হয়ে গেলো সব সাধনার!
এতে বলোনা কি দোষ আমার
হিয়া জুড়ে বেদনা তোমার
দেখে তো আমি হতবাক
ভুলেছি ভাষা অবাক!
ওগো কি কথা বলে,
শত ব্যথা ছলে
জুড়াবে প্রাণ
অভিমান
ভাঙ্গবে
তব
যে।
সে
ভাষা
হারিয়ে
বসে আছি,
বৃথা'ই বাঁচি।
বলে মনে হল
নয়ন জলে ঢল;
বুঝলেনা কিছু আর
হৃদয় জুড়ে হাহাকার!
প্রতি দিন হাসি মাখা মুখ
দেখে ভরে উঠত যেন বুক;
আজ মুখে নেই কেন সেই হাসি
যেই হাসিটা কে বড়ই ভালোবাসি।
হয়নি বিদায় বলে আজ হাসি মাখা;
সারাটা হৃদয় আমার করতেছে খাঁখাঁ!
©somewhere in net ltd.