নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে নিরন্তর ছুটে চলা

টার্বো মেডিসিন

সত্যের সন্ধানী।

টার্বো মেডিসিন › বিস্তারিত পোস্টঃ

প্যারা কবিতা

২৮ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৬

বেদনা বিলাস(প্যারা কবিতা)
উৎস্বর্গঃভালোলাগার কবি বেলাল মঞ্জু কে।

ছন্দঃ১ম প্যারা, মাত্রা বৃত্ত। ২য় প্যারা,অক্ষরবৃত্ত, ৩য় প্যারা স্বরবৃত্ত।
মাত্রা=৬মাত্রায়,অক্ষরে ৮ স্বরে ৪।
প্রতিটি প্যারা আলাদা একটি কবিতা।আর তিনটি কবিতা নিয়ে এক সাথে আরেকটি কবিতা।


বিকেল বেলায় কথা মনে পড়ে হায় শোনো বলি;
ভাবছি হেলায় হিয়া আজ নিরুপায় যাচ্ছে জ্বলি!
সব কাজ ছেড়ে ইচ্ছে জাগে আজ মনে তোমাকে ছুঁই,
বসে রই ঘরে বাঁঁচিবার প্রয়োজনে মিলে যাই দুই।
করি অনুভব ফেলে আসা দিন গুলি বেদনায় নীল;
হারানো সে সব কেমন করে যে ভুলি! গহীনে ফীল!
প্রেম আর প্রীতি মিশে ছিলো একাকার তবু বারবার;
ফেলে আসা স্মৃতি হিয়া জুড়ে হাহাকার করি অধিকার।
আমি আসহায় যেন প্রেম গেছে মরে খুঁজি তোমায়;
মন পুড়ে যায় শান্তি নাই আজ ঘরে এই বসুধায়।
সখি তুমি কই আছো কোন দূরদেশে দেখা দাও আজ;
আশে বেঁচে রই যেন পাগলের ভেশে ব্যথায় বিরাজ!
ফের দেখা হবে কভু কোন এক দিন বুনি আশা;
বেদনার রবে ভালোবাসা সীমাহীন খুঁজি ভাষা।
হিয়া পুড়ে লাল তোমার সামনে গিয়ে বোঝাব বলে;
কেটে যাক সাল নেব বুকেতে জড়িয়ে প্রেম কৌশলে।


বিকেল বেলায়
**************

বিকেল বেলায়
ভাবছি হেলায়,
সব কাজ ছেড়ে
বসে রই ঘরে।
করি অনুভব
হারানো সে সব,
প্রেম আর প্রীতি
ফেলে আসা স্মৃতি।
আমি আসহায়
মন পুড়ে যায়,
সখি তুমি কই
আশে বেঁচে রই।
ফের দেখা হবে
বেদনার রবে,
হিয়া পুড়ে লাল
কেটে যাক সাল।

মনেপড়ে
**********
কথা মনে পড়ে হায়
হিয়া আজ নিরুপায়;
ইচ্ছে জাগে আজ মনে
বাঁঁচিবার প্রয়োজনে!
ফেলে আসা দিন গুলি
কেমন করে যে ভুলি?
মিশে ছিলো একাকার
হিয়া জুড়ে হাহাকার!
যেন প্রেম গেছে মরে
শান্তি নাই আজ ঘরে;
আছো কোন দূরদেশে
যেন পাগলের ভেশে।
কভু কোন এক দিন
ভালোবাসা সীমাহীন,
তোমার সামনে গিয়ে
নেব বুকেতে জড়িয়ে।

প্রেম কৌশল
*************
শোনো বলি
যাচ্ছে জ্বলি,
তোমাকে ছুঁই
মিলে যাই দুই।
বেদনায় নীল
গহীনে ফীল!
তবু বারবার,
করি অধিকার।
খুঁজি তোমায়,
এই বসুধায়;
দেখা দাও আজ
ব্যথায় বিরাজ!
বুনি আশা,
খুঁজি ভাষা;
বোঝাব বলে
প্রেম কৌশলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.