নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে নিরন্তর ছুটে চলা

টার্বো মেডিসিন

সত্যের সন্ধানী।

টার্বো মেডিসিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

প্রতিক্ষার কাল
অক্ষরবৃত্তঃ৮+৬,৮+৬,৮+৮+৮+৬,৮+৬।

আমার মনের ব্যথা থাক পড়ে থাক,
কে দিয়েছে আজ ওরে অবেলার ডাক!
মনের গহীন কোনে
বড় ব্যথা ক্ষণেক্ষণে
জীবনের প্রয়োজনে
সবি ঠিক ঠাক;
কালেকালে স্বপ্নঘোর যাক ঝরে যাক!

তুমি আমি দু'জনায় দূরে বসবাস
দুটি হিয়া করে শত বেদনা বিলাস
এই ভাবে দিন যায়
দু'জনায় অসহায়
একেবারে নিরুপায়
গ্রাসে সর্বনাশ;
কুয়াশা আঁধারে ঘেরে যেন চারিপাশ।

নেই তো প্রেয়সী আজ কিছু হারাবার
বেদনা সম্বল হলো পান্থ চল-বার
হবে প্রেম যে মলিন,
ভাবিনি তো কোন দিন
বুকে দাঁগে সীমাহীন
ব্যথার সম্ভার;
বাকি কিছু নেই আর প্রেম জম-বার।

বলতে পারো গো কেন নয়নেতে জল
এ বুঝি ভালোবাসার অভিরাম ফল!
ঝরে কত জাগে আশা
তৃপ্তিহীন ভালোবাসা
তবু প্রাণে প্রাণ ঠাসা
চলে অবিরল;
এমন ভালোবাসা জগতে বিরল!

এক হয়ে যাব সেই আশে বাঁধি বুক
মিলনের ক্ষণে যবে লাগাতার সুখ
সত্যিকার প্রেম কভু
অপ্রেম করেনা প্রভু
অপেক্ষা সয়না তবু
সুখেরা বিমুখ;
প্রতিক্ষার সুখ আশে সময় বহুক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.