নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে নিরন্তর ছুটে চলা

টার্বো মেডিসিন

সত্যের সন্ধানী।

টার্বো মেডিসিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৬

কবির কানন

অক্ষরবৃত্ত মুক্তক ছন্দঃ৮+৬,৮+৬,৮+৮+৮+৬,৮+৬
(দুর্ভিক্ষে আক্রান্ত সকল কবি বাহাদুর কে)

গাছে কবি পাছে কবি রাস্তার দু'পাশে
হাটে কবি মাঠে কবি সবুজের ঘাসে
কবিদের ঠেলা বেশি
একেবারে ঘেঁষাঘেঁষি
কবি কবি রেষারেষি
চলে বারো মাসে;
ডানা ছাড়া কত কবি বাংলার আকাশে।

কেউ কেউ ভাবে সে তো খুব বড় কবি
কবিতার সাথে জুড়ে দেয় নিজ ছবি
আপা কিযে অপরূপ
লাইক কমেন্ট স্তুপ
হতবাক আমি চুপ!
লাজে মরে রবি;
আয়নাতে দেখতো যদি আপা প্রতিচ্ছবি!

কিসে ছন্দ মাত্রা তাল গদ্য পদ্য এক
কবি হয়ে গ্যাছে সবে খেয়ে যেন ছ্যাক
কি কঠিন শব্দ লেখে
তেলে আর জলে মেখে
অভিধান কে যে দেখে
এমন অনেক;
কলুষিত হয়ে গেছে মানব বিবেক।

যারা বের করেছেন দু'চারটা বই
রীতিমতো কবি বনে ফেলে হৈ চৈ
কবি বানায় টাকায়
মূল প্রতিভা পাকায়
নিজেরে খুব হাকায়
কাব্য সুধা কই!
সেলিব্রেটি হয়ে যান অর্থ ভান্ডার লই।

কেউ ব্যস্ত নিজে জ্ঞানী করতে প্রমাণ
তার ভুল ধরতে গেলে বড় অপমান!
উনি যাই বল-বেন
তাই মেনে চল-বেন
কিছু বললে জ্বল-বেন
মলবেন কান;
ভুল হলেও উনার পাহাড় সমান!

এমন কবিও আজ আছে ভুরি ভুরি
নিজে কিছুটা লিখেন কিছু তার চুরি
ছন্দ ছাড়া কবি আর
চোরা কবি একাকার
সাহিত্যের হাহাকার
মাথা যায় ঘুরি;
ওরা নাকি সেলিব্রেটি করে বাহাদুরি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.