নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে নিরন্তর ছুটে চলা

টার্বো মেডিসিন

সত্যের সন্ধানী।

টার্বো মেডিসিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

আশানীল-(তিন)

ছন্দঃঅক্ষরবৃত্ত মুক্তক ছন্দ
মাত্রাঃ৮+৬,৮+৬,৮+৮+৮+৬,৮+৬

আমার কল্পনা নারী প্রিয় আশানীল
সাজের বেলায় সেই উড়ন্ত গাংচিল।
কামার কুঁচায় উড়ে
সারাটা বিকেল জুড়ে
জলে ডুব ঘুরে-ঘুরে
খেলাতে সামিল;
দেখে মুগ্ধ বাক রুদ্ধ শান্ত হয় দিল।

কখনো সে হয়ে যায় ডুমুরের ফুল
বৈশাখে হয় তো কভু আমের মুকুল
হিজলের ছায়া কভু
রয়নার মায়া তবু
কত সাজে গড়ে প্রভু
টবটবি তুল;
কখনো বা হাসনাহেনা নয় তো বকুল।

কবু সে নিশিতে হয় কুকিলের গান
বিরহীনির বিহনে ক্লান অভিমান
ব্যথাতুর দুটি মন
মানেনা তবু বিহন
আত্মার এই বাঁধন
থরথর প্রাণ!
তাকে আমি দেখি তায় নেই ব্যবধান।

রাতের আকাশে সে যে কভু ধ্রবতারা
তার রূপে হয়ে পড়ি কত দিশেহারা
কভু পূর্ণিমার চাঁদ
মেঘপাল গড়ে ফাঁদ
তবু রূপেতে উম্মাদ
একি সৃষ্টি ধারা;
তার মোহে পড়ে কভু হই ছন্নছাড়া।

শ্রাবণের দুপুরে সে অবিরাম বৃষ্টি
বালিকার মুখে কভু শুভ্র হাসি মিষ্টি
আকাশের সাদা মেঘ
দখিনের বায়ুবেগ
শহীদের আত্মত্যাগ
লোভাতুর কৃষ্টি;
মায়ের নয়নে কভু মমতার দৃষ্টি।

প্রতিদিন ভাবি তারে কত শত রূপে
অলখে সে বাস করে অতি চুপেচুপে
চারিদিক অন্ধকার
হিয়া জুড়ে হাহাকার
পাইনা খুঁজে আকার
বিবেক বিরুপে;
আমার বসত যেন ভাবনার কূপে।

কখনো সে হয়ে উঠে মহিয়সী নারী
তার হাত জুড়ে যেন ক্ষুর-তরবারি
সত্যি তার বুকে বাস,
কারো সুখ সর্বনাশ
না পাওয়া দীর্ঘশ্বাস
করে অনাহারী;
মানবতা নাশ করে কভু মারামারি।

আমার কব্য ঘুমায় তার শান্ত বুকে
ঘাড় কপালের তিলে নয় তো বা মুখে
নিশি কালো চুল মাঝে
তার নারীত্বের লাজে
দেহ জুড়ে ভাঁজে ভাঁজে
ছন্দ বাস সুখে;
বুকের বিষাদ কভু ধরা দেয় রুখে।

আমার নিজের মতো করি তারে ফীল
আমাদের মাঝে কভু নেই গড়মিল
আপনার ইচ্ছে মত
সুখে দুঃখে পাল গত
তবু হইনা বিব্রত
যারে করি ফীল;
আমার কল্পনা নারী প্রিয় আশানীল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.