নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের পথে নিরন্তর ছুটে চলা

টার্বো মেডিসিন

সত্যের সন্ধানী।

টার্বো মেডিসিন › বিস্তারিত পোস্টঃ

কবিতা সত্যের কথা বলে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:০২

চাঁদ_বিহন(আদি- অন্ত্য-মিল)
আনিয়ন বিন হায়দার(মাসঊদ)
স্বরবৃত্তঃ৪+৪+৪+১/২

আজ আকাশে মেঘের ভিড়ে নেই তারকার সাজ,
সাজ নেই তবু আকাশ জুড়ে রঙের কারুকাজ।
কারুকাজের ফাঁকেফাঁকে তারার ঝিকিমিকি,
ঝিকিমিকি নেই হৃদয়ে জ্বলছে ধিকিধিকি।
ধিকিধিকি জ্বলছে আগুন করছি অনুভব,
অনুভব আর অনুরাগে চাঁদ বুঝি নিরব?
নিরব কেন বুঝিনা গো কিসের অভিমান!
অভিমান আর অভিযোগ আজ সবি যে সমান।
সমান শুধু হয়নি আজো দুটি মনের টান
টান যতটা আমার হৃদে হচ্ছে বহমান
বহমান নেই তার হৃদয়ে বুঝে গেছি খুব
খুব করে আজ দিলাম তবু তারই মাঝে ডুব।
ডুব দিয়েছি চাঁদের রূপে জোছনা ভালোবেসে
ভালোবেসে সকল ব্যথা ভুলি অবশেষে।
অবশেষে যাই ফিরে যাই চাঁদের সীমানায়
সীমানায় সে চুপটি করে থাকে বাহানায়।
বাহানায় রয় তবু আমি ভোলাই সকল মান,
মান ভুলে সে দূর করে দেয় কভু ব্যবধান।
ব্যবধান ফের যায় যে বেড়ে আমার কর্ম দোষে,
কর্মদোষে চান্দ্র আমার ফেটে পড়ে রোষে!
রোষে সে যে লুকিয়ে থাকে মেঘের আড়ালে,
আড়ালে রয় পাইনা যে তাই দুটি হস্ত বাড়ালে।
বাড়ালে টান মোহ মায়া যত আছে প্রেম,
প্রেম জমেছে চাঁদের তরে হলাম যে তার শ্যাম।
শ্যাম হয়েছি তার হৃদয়ের এটাই বড় পাওয়া,
পাওয়া ঠিকেই চাঁদ দিয়েছে নেই আর কিছু চাওয়া।
চাওয়া-পাওয়ার হিসেব কি আর চাঁদের প্রেমে চলে?
চলে শুধু মান-অভিমান রাতের কোলাহলে।
কোলাহলে আমার সাথে চাঁদের লুকোচুরি,
লুকোচুরি খেলে ক্লান্ত কৃষ্ণ অন্তঃপুরি।
অন্তঃপুরি নিথর আজি নেই বলে গো চাঁদ,
চাঁদ বিহনে আকাশ তলে আমিও উম্মাদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.