| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কয়েকটা নাম না জানা গাছ
কিন্নর বাতাস,রোদ, বৃষ্টি, রাত
বহুরঙা আকাশ,একথালা চাঁদ
এলোমেলো দূর্বাঘাস,মেঠো পথ,বাঁক
বিছিয়ে রাখা নদী, পতঙ্গ,পক্ষী,কাক
চৌচালাঘর গবাদী,দুলন্ত হেলেঞ্চা শাক
তারার বিছানাদি, শীত,গ্রীষ্মের ছোঁয়াচ
এইটুকুই আঁটে পুরো খোলা পাল্লায়
আমার বদ্ধ ঘরের ছোট্ট জানালায়
এই দিয়ে নৌকা বায় জ্ঞান-মাল্লায়
এটুকুই দেখি, বুঝি এর থেকে কিছুটা কম
এরও কম রয়ে যায় মনে জীবিত-নেয় দম
আজ তাই বলে দেই ভুলে সব হায়া-শরম
এইটুকুই পৃথিবী আমার,এতটুকুই জীবন
মূর্খের ডায়রির শেষ পাতা।
এপ্রিল ২০,২০২২
©somewhere in net ltd.