| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমি দিক্বজয়ী বীর,
পৃথিবীর সমস্ত রাজ্য আমার আতঙ্কে অধীর।
সব রণকৌশল,কূটনীতি ব্যর্থ,
আমাকে থামাতে পারে না কোনো সীমানা প্রাচীর।
খুব বেশিদিন নেই,
চেঙ্গিস খান,আলেকজান্ডারের সাথে
আমার নামও উচ্চারিত হবে এক কাতারেই।
আমি জানি না আমার আসল শক্তি সামর্থ্য,
কী পরিমাণ জয় লিখা আছে আমার হাতে।
যুদ্ধের শমন পাঠানো রাজাকে করেছি দমন,
সন্ধির নামে ঘাতক পাঠানো রাজাকে করেছি বন্দী।
আমার দ্বারা হয়নি কখনো পশ্চাৎপসরণ,
আমার সাথে খাটেনি কোনো চোরাগুপ্তা হামলার ফন্দি।
এইতো তোমার আমার হলো মুখোমুখি সেদিন।
কানাকানি পড়ে গেলো,একদম শেয়ানে শেয়ানে টক্কর।
তুমিও জানো,এসব কথা পুরোটাই ভিত্তিহীন
তোমাকে হারাতে লাগবে আমার মোটে এক কি দুই চক্কর।
কোনো অস্ত্র-বিদ্যা শেখা আর বাকি নেই আমার,
দেখার বিষয় এটাই,তুমি কোন কৌশল নিয়ে এসো।
তোমার আলাদা কোনো নৈপুণ্য আমার চোখে ধরা দিলো না।
অবশেষে বলেছিলে,তুমি আমাকে ভালোবাসো।
কারণ জানতে,এই অপরাজেয় আমাকে ধ্বংস করার
মতন তোমার হাতে আর কোনো অস্ত্র ছিলো না।
এপ্রিল ১৬,২০২৩
"সম্মুখ সমরে"
©মোহাম্মদ আখতারুজ্জামান উচ্ছ্বাস
©somewhere in net ltd.