![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মামা, তোমাদের আন্দোলনের নিত্য নতুন খবর পড়ি আর মুচকি মুচকি হাসি । তোমরা কি এখনও বুঝতে পার নাই যে, আঃ লীগ আমাদের সামনে জামাত শিবিরের মূলা ঝুলায় রাখছে । জামাতীগো ফাঁসি দিলে আঃ লীগ কিসের চেতনা বেইচ্চা খাইব ।মামা ব্যাপার না , ৫ বছর পর আবার চেতনা বেচা হবে তখন তোমরা চেতনা খরিদ করিয়া উহা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া খেজুরের গুড় দিয়া মাখাইয়া খাইও । আর পরে জাবর কাটিও । তোমাদের তুমুল আন্দোলনের জন্য আঃ লীগ এক পিস চেতনা (কাদের মোল্লা) বিক্রয় করতে বাধ্য হয়েছে । কিন্তু এখনই সব স্টক ছেড়ে দিলে তো ব্যাবসা গায়েব হয়ে যাবে । বিঃ দ্রঃ ৫ বছর পর মার্কেটে কয় পিস চেতনা বেচা হবে তা এখন বলা যাচ্ছে না । তবে আমি একটা জিনিস বুঝি না । যে তোমরা কি আসলেই এগুলো বুঝ না , নাকি বুঝেও বুঝতে চাও না । কারন একটা যায়গায় সবার খুব মিল কেউ গদি তথা লাইম লাইট থেকে দূরে যেতে চায় না ।
২| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:২২
উমার বলেছেন: ভাই অমন অলুক্ষনে কথা কইয়েন না ডর লাগে ।
৩| ০২ রা জুন, ২০১৪ রাত ৯:২২
উমার বলেছেন: ভাই অমন অলুক্ষনে কথা কইয়েন না ডর লাগে ।
৪| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:১৪
জগ বলেছেন: "শাহবাগী হনুমান" অথবা "হনুবাগী শাহমান" - এই দুইটার মধ্যে কোন শব্দটা বেশি শ্রুতিমধুর?
৫| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:০৫
উমার বলেছেন: @ জগ । আপনার দুইটা শব্দই আমার খুপড়ির উপর দিয়া গেল । কোনটাই পছন্দ হয় নাই । আমি এই ধরনের শব্দ ব্যবহারের পক্ষপাতি নই । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ রাত ৯:১৭
পংবাড়ী বলেছেন: হাসিনা মুলা ঝুলায়, কাদের মোল্লাকে ঝুলায়, ফারুককে ঝুলায়, সাঈদীকে ঝুলাবে; হাসিনার কথা কইয়েন না, কোনদিন আপনারে আবার