![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মফিজঃ মেসি একাই একশ , ১ মেসি= পুরো ব্রাজিল দল । মেসি অন্য গ্রহের খেলোয়াড় জাদুকর । বল্টুঃ মেসি যদি একাই একশ হয় তবে আর্জেন্টিনা জার্মানির চেয়ে (মেসি+১০)-১১=৯৯ টা প্লেয়ার বেশি নিয়েও ম্যাচ জিততে পারল না ? তাহলে আর্জেন্টিনা কেমন দল ১১০ জন নিয়েও ১১ জনের সাথে পারে না । আবুলঃ ১ মেসি সমান যদি পুরো ব্রাজিল দল হয় তবে আর্জেন্টিনা ১১ জন প্লেয়ার নামায় কেন ? অবশ্য একটা ব্যাপার মেসি না হয় সারা মাঠ খেলল কিন্তু বল ধরবে (গোলকিপার) কে ? বল্টুঃ ব্যাপার না আর্জেন্টিনার স্ট্রাইকারদের হাত দিয়ে বল ধরার অভ্যাস আছে । সুযোগ পেলেই তারা তাদের এই প্রতিভা প্রকাশ করে । বিঃ দ্রঃ মেসির সমালোচনা করার জন্য এই পোস্ট নয় , তাঁর সমালোচনা করার যোগ্যতা আমার নেই এবং আমি তা করিও নাই । ৪ টা ব্যালন ডি অর , ১ টি গোল্ডেন বুট জয়ীর প্রতি সম্মান রেখেই বলছি এই পোস্ট মফিজ মার্কা ফ্যান দের জন্য মেসি বা আর্জেন্টিনা দলের জন্য নয় । দিন শেষে মেসিও একজন মানুষ ।
২| ১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০৭
উমার বলেছেন: Messi পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় । ৪ টা ব্যালন ডি অর-ই তাঁর হয়ে কথা বলবে । তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণিত । তবে একাই এগারো বা একশো জন নন ।
৩| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২৫
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৪ ভোর ৫:৪৮
এম এস নিলয় বলেছেন: