নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উমার

উমার › বিস্তারিত পোস্টঃ

টেলিটক ও বাংলাদেশ ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

টেলিটক ও বাংলাদেশ । দুটোর মধ্যে অসাধারন মিল । দুটোই সেল্ফ সার্ভিস । কাস্টমার কেয়ার আছে । কিন্তু কাস্টমার ম্যানেজার নিজের কেয়ার নিয়েই ব্যস্ত । দেশে সরকার , প্রশাসন , মন্ত্রী আছে কিন্তু জনগনের প্রতি কোন দায়বদ্ধতা নেই । লঞ্চ ডুবি তে কত মানুষ মারা গেল । মন্ত্রী এর দায়ভার নিলেন না । কোন কোন আবাল আবার প্রশ্ন করে , মন্ত্রী কি লঞ্চ চালাচ্ছিলেন ? তাহলে কি কাজের জন্য উনি নৌ মন্ত্রী হয়েছেন বলতে পারেন ? কেবল নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য ? পরপর দুটি ঘটনায় ৪ জন খুন হলেন । স্বরাষ্ট্র মন্ত্রী বললেন সিরিয়াস কিছু না । আরেকদিন খবরে পড়লাম এক বাবা বলছেন লাশের দরকার নাই কোথায় পুতে রাখা হয়েছে তা তিনি জানতে চান যেন কবর জিয়ারত করতে পারেন । কত মা,বাবা,ভাই,বোন,স্ত্রী,পুত্র তাদের কাছের মানুষের কবর খুজে পাচ্ছে না । সেখানে আমাদের ডিমান্ড তো অনেক বেশি । আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারন্টি চাই । এখন এই দেশে যখন শুনি , জন্ম আমার ধন্য হল মাগো বা সার্থক জন্ম মাগো জন্মেছি এই দেশে এ ধরনের গান কবিতা । তখন মনে হয় এই লোকের মনে হয় মাথার তার ছিড়ে গেছে । নিজেকে একবার ঐ পরিবারের একজন মনে করুন যার বাবা রাষ্ট্রিয় অব্যবস্থাপনার কারনে মারা গেছে । যার একমাত্র উপার্জনক্ষম ছেলে গুম হয়ে গেছে । জানে না ঐ স্ত্রী তার স্বামী আসবে কিনা , সে অপেক্ষা করছে নাকি সবই মরিচিকা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সেলুকাস, কী বিচিত্র এই দেশ!

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৩

উমার বলেছেন: সবচেয়ে বিচিত্র এদেশের মন্ত্রী নেতা গুলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.