নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

হানী

হানী › বিস্তারিত পোস্টঃ

ঘোড়ার ডিমের বাচ্চা :)

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০২

হাসা হাসিতে মন ভাল থাকে । হাসাহাসি স্বাস্থ্যের জন্যে ভাল :) চলেন সব্বাই মিলে ......কারো হাসি না পাইলে হাসি হাসি মুখ কইরা থাকিবেন আর হাসি পাইলে দাঁতের দিকে খেয়াল রাখিবেন যেন দাঁত না খুলে :)





বহুকাল আগে আমার বাড়ির পাশের বাড়ির পাশের বাড়িতে বাস করিত এক গন্ড বোকা লোক । সে ছিল একেবারেই মহা বোকা । তো তার মা তাকে বিবাহ করাইল । তবে তার ভাবনা হইল, তার ছেলে তো মহা বোকা । কি জানি শ্বশুরবাড়িতে যাওয়ার সময় কি করে :(

ছেলে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মাকে জিজ্ঞাসা করিল, কি নিয়া যাব , বল না মা ? মা এমনিতেই তাকে নিয়া বড় ভাবিতেন । এই কথায় বিরক্ত হইয়া বলিলেন , ঘোড়ার ডিম নিয়া যা ! মায়ের কথা শুনিয়া সে বাজারে গেল । গিয়া দোকানদারকে জিজ্ঞাসা করিল, ও ভাই , আপনের দোকানে ঘোড়ার ডিম আছে ? দোকানদার তো মনে মনে বলিল, পাইছি একখান...মনের মতন ! সে বলিল, হ্যাঁ হ্যাঁ...আছে । পাশেই ছিল ইয়া বড় এক মিষ্টি কুমড়া । দোকানদার ঐটা দেখাইয়া দিল...এই যে ঘোড়ার ডিম । সে বহুত টাকা দিয়া কিনিয়া শ্বশুরবাড়ি চলিল ।হঠাৎ এক গাছের নিচে ক্লান্ত হইয়া ধপপাস করিয়া বসিয়া পড়িল । কুমড়াটা রহিল পাশে । আর পাশেই ছিল জঙ্গল । বেচারা তন্দ্রা মতন আসিয়াছিল । ঝোপ হইতে এক শেয়াল মামা বাহির হইয়া তার কুমড়াটা মুখে লইয়া দে দৌড় ........! বেচারা শব্দ শুনিয়া তাকাইয়া দেখে কিছু একটা তার কুমড়ার লগে লগে যায়....! সে ওমনি চিল্লাইতে চিল্লাইতে পেছন পেছন দৌড়.....আমার ঘোড়ার ডিমের বাচ্চা হইছে....!!! :)

মন্তব্য ৮০ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: + মার্কা পোষ্ট। তাই +

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৯

হানী বলেছেন: থ্যাংকু.....:)

২| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৮

রাতমজুর বলেছেন: কিনাদি রে লিংক দিয়েন গল্পের

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১০

হানী বলেছেন: ওক্কে ভাইয়া....:)

৩| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১০

শূণ্য উপত্যকা বলেছেন: :) ++++

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১১

হানী বলেছেন: :)

৪| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৫

সিস্টেম বলেছেন: B-)

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৭

হানী বলেছেন: :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৭

মাহবু১৫৪ বলেছেন: +++++

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৭

হানী বলেছেন: :)

৬| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৮

মোঃ সফিকুল ইসলাম বলেছেন: :-B

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২০

হানী বলেছেন: :)

৭| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১৯

গুরুজী বলেছেন: =p~

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২১

হানী বলেছেন: :) :)

৮| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২২

ব্লগী তানীম বলেছেন: মুন্নি বদনাম হুয়ি ...ডার্লিং তেরে লিয়ে !!
+ :) :)

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৪

হানী বলেছেন: :)

৯| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৩

নিশাচর ছেলে বলেছেন: হা হা ++++++++

একটা রম্য কবিতা লেখেছিলাম , সময় থাকলে দেইখেন ।

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৫

হানী বলেছেন: ওক্কে....:)

১০| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৩

রাজসোহান বলেছেন: হাহা মজা পাইসি ;)

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৬

হানী বলেছেন: হিহিহিহি....

১১| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৪

বাবুনি সুপ্তি বলেছেন: হি হি হি :P

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৭

হানী বলেছেন: হিহিহিহি ....আপু....

১২| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৪

নিশাচর নাইম বলেছেন: =p~ =p~

২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:২৭

হানী বলেছেন: :)

১৩| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩২

মাথা পাগলা ⎝⏠⏝⏠⎠ বলেছেন: হালকার উপর ঝাপসা মজা পাইলাম। +

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫০

হানী বলেছেন: :)

১৪| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৩

মাহমুদ ইব্রাহীম বলেছেন: পুরান জিনিশ...। যাউকগা.. পুরান চাইল নাকি ভাতে বারে...।+++++

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫০

হানী বলেছেন: হেহেহেহেহে.....

১৫| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৪

গরম কফি বলেছেন:
ওক্কে

১৬| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৬

মেঘমালাকম বলেছেন: হাসতেই আছি!!!!!!!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫১

হানী বলেছেন: হাসতেই থাকেন :)

১৭| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৯

দ্বীপ রয় বলেছেন: এভাবে অনেক্ষন ধরে দৌড়াতে দৌড়াতে সেই ব্যাক্তি ভীষন ক্লান্ত হয়ে পড়লো এবং নিরাশ হয়ে অগত্যা শ্বশুর বাড়ীর দিকে রওয়ানা হলো।সে একটি খালের পাড় ধরে আনমনে পথ চলতে লাগলো।কিছু দূর যাবার পর সে প্রকৃতির ডাক অনুভব করলো এবং খালের পাড়ের একটি ভাঙ্গা জায়গাতে কাপড় খুলে আয়েশে প্রাকৃতিক কর্ম সারতে বসে পড়লো।ঐ ব্যাক্তি যে জায়গাতে পায়খানা করছিলো ঠিক তার নিচেই একটা মস্ত বড় কচ্ছপ জলের মধ্যে পিঠ উচু করে ছিলো। পায়খানা যখন কচ্ছপের পিঠে পড়লো,কচ্ছপ তখন ধীরে ধীরে চলতে শুরু করলো।বোকা লোকটি সেই দৃশ্য দেখে প্রচন্ড অবাক হলো এবং ভাবলো বাহ্‌ রে আমার পায়খানা তো চলতে শিখে গেছে!! এই কথা ভাবতে ভাবতে লোকটি অনেক দূর পর্যন্ত কচ্ছপের ভেসে চলা দেখতে দেখতে এগিয়ে চল্লো এবং সন্ধ্যা ঘোরে শ্বশুর বাড়ীতে পৌছে গেলো।
শ্বশুর শ্বশুড়ী জামাই দেখে তো মহা খুশী!! অনেক রকমের খাবারের আয়োজন করলো এবং জামাইকে খেতে দিলো। জামাই ও মনের সুখে তৃপ্তি সহকারে খেয়ে রাতের বেলা ঘুমাতে গেলো। রাত্রী দ্বি-প্রহরে বোকা লোকটির আবার পায়খানা চেপে গেলো।লোকটি মনে মনে ভাবলো আমি কেনো কষ্ট করে বাইরে যাব? আমার পায়খানা তো চলতে শিখে গেছে! ও এমনিতেই হেটে হেটে চলে যাবে। ভেবেই লোকটি বিছানার উপর মশারির ভিতর আরামে পায়খানা করে দিলো! কিন্তু এ কি! পায়খানা কেনো যাচ্ছে না? সে আচমকা ধমকাতে শুরু করে দিলো-এই পায়খানা যা,যা বলছি-তখন যেতে পারলি আর এখন যাচ্ছিস না কেনো,যা? কিন্তু পায়খানা আর যায় না! এদিকে গন্ধে বউয়ের গেলো ঘুম ভেঙ্গে,তার বউ তো তার এমন কান্ড দেখে অবাক! এ কোন পাগলের সাথে তার বিয়ে হয়েছে ভেবেই সে গেলো অজ্ঞান হয়ে। আর ওদিকে শ্বশুর শ্বাশুড়ী সালা সম্বন্ধিরা ঘুম থেকে উঠে সব কিছু দেখে বোকা লোকটিকে দিলো বেদম প্রহার।মারতে মারতে তাকে দিলো বাড়ী থেকে বের করে। লোকটি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ীর দিকে যেতে লাগলো আর ভাবতে লাগলো-হায় রে! এখন যদি আমার ঘোড়ার ডিমার বাচ্চাটা থাকত তাহলে কত ভালোই না হতো,আমাকে কষ্ট করে হেটে যেতে হতো না!!!!!

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৬

হানী বলেছেন: হেহেহেহেহেহেহেহেহেহে......................................

১৮| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪২

রাইসুল সাগর বলেছেন: হু হা হি হি+++ =p~ =p~

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০৭

হানী বলেছেন: হি হি হি

১৯| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৪

কি নাম দিব বলেছেন: =p~ =p~ =p~

নিলাম আমার সংকলনের জন্য। :)

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১২

হানী বলেছেন: ধন্যবাদ আপু..... :)

২০| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪৫

পাহাড়ের কান্না বলেছেন: হা হা দ্বীপ রয় আবার গল্পেরে টাইন্না পুরা গন্ধ ছড়ায়া দিছে

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৩

হানী বলেছেন: হে হে হে

২১| ২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৫৭

সায়েম মুন বলেছেন: হানী'র পোষ্ট পইড়া হাসতিয়াছি। সাথে দ্বীপ রয় এর বাড়াইন্না গফ হাসি বাড়ায় দিলো। ওরে কেউ আমারে ধর, পইড়া গেলাম B-)) =p~ =p~

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৪

হানী বলেছেন: হি হি হি

২২| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৪

রাষ্ট্রপ্রধান বলেছেন: খিখি খি খি B-)) B-)) B-)) B-))

নানাজানকে ভাই বল্লা :-& :-& :-& :-& :-&

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৫

হানী বলেছেন: নানাজান কেডা..???

২৩| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:০২

চতুষ্কোণ বলেছেন: মজা পাইসি :)

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৬

হানী বলেছেন: হি হি হি

২৪| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ২:২৯

ফারহান আহমেদ বলেছেন: নানী ভালা

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৮

হানী বলেছেন: নানা কিরাম আছেন...? :)

২৫| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ২:৩৫

""শ্রাবণী"" বলেছেন: হিহিহি... :) =p~ :P

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৯

হানী বলেছেন: :)

২৬| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০২

টাপুর বলেছেন: Aktu haisa nei....ha ha haa haaaaa. Plus plus plus

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২০

হানী বলেছেন: হাসুন হাসুন

২৭| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:০১

জিসান শা ইকরাম বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~
মামু হাসতেই আছি

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২১

হানী বলেছেন: মামা হাসতে থাক....:)

২৮| ২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২৪

সবুজ সাথী বলেছেন: ঐডা মুনে হয় কুমড়া না বাঙ্গী আছিলো। :)

কুমড়া শিয়ালে খায়না।:)

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২১

হানী বলেছেন: হইতারে.....

২৯| ২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৪

অেচনা পথিক বলেছেন: :) :) :)

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৭

হানী বলেছেন: :)

৩০| ২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪১

ইউনুস খান বলেছেন: khek khek

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫

হানী বলেছেন: হি হি

৩১| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৬

নুইসা পাগলা বলেছেন: ভাল হৈসে এবার ১০০ টাকা দেন

২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯

হানী বলেছেন: টেকা নাই :)

৩২| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫০

ক্যামেরাম্যান বলেছেন: :)

২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩০

হানী বলেছেন: :)

৩৩| ২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

মুনতা বলেছেন: বহুকাল আগে আমার বাড়ির পাশের বাড়ির পাশের বাড়িতে বাস করিত এক গন্ড বোকা লোক ।
বোকা লোকটা কি এখনও আপনার প্রতিবেশী??? :P :P B-))

২৪ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

হানী বলেছেন: না আফা না ভাই.....লোকটা একুন আর নাই আমার বাড়ির পাশে....

৩৪| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৪১

আবু সালেহ বলেছেন:
হা হা হা হাহা...................

২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩০

হানী বলেছেন: হেহেহেহে...

৩৫| ২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:১৮

ফাইরুজ বলেছেন: =p~ =p~ =p~ =p~আর কতক্ষন হাসবো কে জানে ;)

২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩১

হানী বলেছেন: হাসতে থাকুন......:)

৩৬| ২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৪

জিসান শা ইকরাম বলেছেন:
মামু ,
সামুতে তুমি আমার সিনিয়র :)

সন্মান করুম আজ হতে;)
আস্-সালামু আলাইকুম , দোয়া করবেন আমার জন্য :)

২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩২

হানী বলেছেন: মামা............:(
দোয়া করব , তবে সিনিয়র কওয়াতে রাগ করলাম.....:(

৩৭| ২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৭

নিউটন বলেছেন: হেহে মজা পাইছি

৩৮| ২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:২৭

নিউটন বলেছেন: হেহে মজা পাইছি

২৭ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩৩

হানী বলেছেন: হেহেহেহেহে.......................

৩৯| ২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:০৫

দু-পেয়ে গাধ বলেছেন: ঘোড়ার ডিমটা কত দামে বিকাইছিল জান্তে মঞ্চায়। আমার কাছেও একখান আচে কেউ কি কিনতে ইচ্চুক?

২৭ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:১২

হানী বলেছেন: হাটে গিয়া দাম হাকান.....পাইয়া যাবেন উপযুক্ত খরিদ্দার...:)

৪০| ২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৭:৩২

আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: +

২৮ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪০

হানী বলেছেন: :)

৪১| ২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১:০৭

হাম্বা বলেছেন: আমার ঘোড়ার ডিমের বাচ্চা হইছে....!!! :)

২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৭

হানী বলেছেন: খিক খিক ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.