নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সূর্যোদয়ের সাথে সাথে শুরু হল একটি স্বপ্নেরও
ধনীর স্বপ্ন ,গরীবের স্বপ্ন ,মজুরের কিংবা শ্রমিকের স্বপ্ন ।
এ স্বপ্ন দেখা নতুন নয় ,রোজ ই দেখি
সপ্নের গল্পে হয়ত নতুনত্ব থাকে !
পান্তা আর ইলিশ খেয়ে যে বাঙালিপনা জাহির করে-
অথবা যে নিত্য কাচা লঙ্কা দিয়ে পান্তা খায় ,
তাদের স্বপ্ন দ্যাখার গল্পটা একই ,
শুধু পার্থক্য হয়ত রঙে -
কারও রঙিন কারো বা সাদাকালো ।
তাতে স্বপ্ন দ্যাখার মাহাত্ত কমেনা একটুকুও
সেই সেদিনের গ্রাম্য মেলা নেই
নদীর পাড়ের বট তলায় কিন্তু ,
তাতে রম্নার বট তলার মেলার রঙ কি -
একটি বারও ফিকে মনে হয়েছে ?
রাখালের বাঁশের বাঁশির স্থানে আজ আধুনিক ভুভুজেলা
তাতে কি বাঁশের বাঁশীতে একটু মরীচিকা ধরেছে ?
নাকি ডাকাতিয়া বাঁশি আর বাজেনা -
কালের হয়েছে পরিবর্তন সভ্যতার ও
কিন্তু বাঙালী সংস্কৃতি অম্লান
গ্রাম্য কিশোরী বেণী দুলিয়ে মেলায় যাবার -
দৃশ্যপটে কিঞ্চিৎ পরিবর্তন
শহুরে তরুণীরাও মেলায় যায় ;
কেউবা রঙিন শাড়ি পরে কেউবা জিন্স
তাতে স্বপ্ন দেখা কি থেমে থাকে
স্বপ্নের রঙ কি বদলায় ?
কিশোরীর কালো চোখে সাদা স্বপ্ন
যা হয়ে যায় সাদাকালো
আর আধুনিক তরুণীর ক্রিতিম রঙ মাখানো
চোখেমুখের স্বপ্ন নিত্য রঙিন ।
©somewhere in net ltd.