নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৪


মাননীয় প্রধানমন্ত্রী আপনার নির্দেশ নাকি সবাই শোনে। তবে কি সম্রাট শাহজাহান এদের থেকে আলাদা?
লতিফ সিদ্দিকী হজ্জ্ব নিয়ে কটুক্তি করায় আপনার নির্দেশে পদত্যাগ করেছিল এবং জেলে গিয়েছিল।
তবে এখন কেন অন্য নীতি?
নাকি ভবিষ্যতে লগি, বৈঠা হাতে নিয়ে মানুষ পিটানোর জন্য ছাত্রলীগের পাশাপাশি শ্রমিকলীগের প্রয়োজন হবে ভেবে তাদের নেতা ( বাপ) কে ঘাটাতে সাহস পাচ্ছেন না?
যদি তাই হয় তাহলে শাহজাহান কে ক্ষমতা হস্তান্তর করে আপনি আপনার মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করুন!
গত দশ বছরের মধ্যে এই প্রথম-
( ......... ) এর মানসকন্যা,
(..........) অফ হিউম্যানিটি
একটু বিপদে পড়েছেন।
কারন তিনি বাচ্চাদের গায়ে কোন ট্যাগ বসাতে পারেন নি।
জামাত,শিবির বলে ছাত্রলীগ নামিয়ে পেটাতে পারছেন না।
তিনি ভেবেছিলেন আজ স্কুল ছুটি দিলে কাল শুক্রবার সহ পরশু শনিবার, এ তিনদিন সব ঠান্ডা হয়ে যাবে।
তবে তার এ কুটচাল ছাত্ররা বুঝে ফেলেছে।
বুঝতে পারেনি শুধু কোটা সংস্কার আন্দোলন কারীরা।
তাই তার মিষ্টি কথায় ভুলে ক্লাসে ফিরে গিয়েছিল।
তবে বাচ্চাদের কথা আলাদা......
কারন বাচ্চারা এখনো ভোটাধিকার পায় নি।
১৮ র উপরে হলেই একটা পথ বের করতে পারতেন
এখন পিটালে শিশু নির্যাতন মামলা খেতে পারেন।

## কবি সুকান্ত, আপনি নিশ্চয় অন্যলোক থেকে দেখছেন এদেশের বুকে আঠারো নেমে এসেছে।
ত দশ বছরের মধ্যে এই প্রথম-
( ......... ) এর মানসকন্যা,
(..........) অফ হিউম্যানিটি
একটু বিপদে পড়েছেন।
কারন তিনি বাচ্চাদের গায়ে কোন ট্যাগ বসাতে পারেন নি।
জামাত,শিবির বলে ছাত্রলীগ নামিয়ে পেটাতে পারছেন না।
তিনি ভেবেছিলেন আজ স্কুল ছুটি দিলে কাল শুক্রবার সহ পরশু শনিবার, এ তিনদিন সব ঠান্ডা হয়ে যাবে।
তবে তার এ কুটচাল ছাত্ররা বুঝে ফেলেছে।
বুঝতে পারেনি শুধু কোটা সংস্কার আন্দোলন কারীরা।
তাই তার মিষ্টি কথায় ভুলে ক্লাসে ফিরে গিয়েছিল।
তবে বাচ্চাদের কথা আলাদা......
কারন বাচ্চারা এখনো ভোটাধিকার পায় নি।
১৮ র উপরে হলেই একটা পথ বের করতে পারতেন
এখন পিটালে শিশু নির্যাতন মামলা খেতে পারেন।

## কবি সুকান্ত, আপনি নিশ্চয় অন্যলোক থেকে দেখছেন এদেশের বুকে আঠারো নেমে এসেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: কবি শব্দের মূল অর্থ দার্শনিক। প্রতিটি চল্লিশ উর্ধ মানুষই দার্শনিক। তবে সকল মানুষই কবি নন। ভাব রস শব্দের ছন্দ মিলালে কেউ হয়ত ছড়াকার হইতে পারে কিন্তু তাকে কবি বলা যাবে না। একজন প্রকৃত কবি আসলে একজন দর্শন শিল্পী। যখন কেউ তার দার্শনিক অনুভূতিকে শৈল্পিকভাবে প্রকাশ করে সেটাই কবিতা। কবিতা একটি যেমন একটি গান হইতে পারে তেমনি কবিতা একটি ভাষন হইতে পারে বা একটি ভাস্কর্য হইতে পারে।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড বলেছেন: এটা কবিতা ছিল না। সম্প্রতিক ঘটনার উপর আলোকপাত মাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.