![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্পূর্ন একটি কাল্পনিক চরিত্র,আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু কাল্পনিক,বাস্তব জীবনে কারো সাথে কিছু মিলে সেটা শুধু কাকতাল মাত্র,এজন্য আমি দায়ী থাকবোনা। লেখার সর্বস্বত্ব সংরক্ষিত
Arun Chowdhury নিয়া যে Video clip বাইরাইসে, সেইটাতে যেই মাইয়াটা আছে, সে কি Chowdhury'র নামে যৌন হয়রানীর অভিযোগ তুলসে? তুলে নাইক্কা। তারমানে বেপারটা Mutual আসিল। Chowdhury কৈসে, আমি আমার নামকরন স্বার্থক করব আর বিনিময়ে তুমি অমুকটা পাইবা। মাইয়াও রাজী হয়া গেসে। হৈলোনা মিউচুয়াল? এইখানে সৎ ব্যাক্তিটা কে? চৌদরি না ঐ মাইয়া? দুইটাই সমান সৎ বা অসৎ। আমগো দেশের মিডিয়া জগৎ হৈল একটা "মিউচুয়াল" জগৎ। কারন, সুযোগসন্ধানীর তুলোনায় সুযোগ কম। আমি ক্যারিয়ারের কথা কৈতাসি। কাজেই সুযোগসন্ধানীরা গড ফাদার গদমাদার ধৈরা ছলেবলে নিজের পরিস্থিতি মজবুত করতে ব্যাস্ত। আর, এরি ফাঁকে ঘটতাসে নৈতিক স্খলন। মিডিয়ার লোকজন, যারা কিনা দেশের মানুষের অনেকটা পথনির্দেশকের মতন, তারা সবাই যদি ব্যাক্তিজীবনে লুজ ক্যারেকটার হয় তাইলে সাধারন মানুষ, যারা অহর্নিশ এদেরকে দেখতাসে টিভির পর্দায়, পত্রিকার পাতায় তারাতো দিশাহারা হৈবৈ। কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার কোন উপায় জানা আছেকি কারো? পুরা সমাজটাইতো অসুস্থ। এরা মিডিয়া ব্যাক্তিত্ব বৈলা এইসব এত সহজে পাব্লিকের নজরে আসতেসে। কিন্তু ক্যারিয়ারের প্রতিটা ক্ষেত্রেইতো এইসব হৈতাসে। কেউ কি কোন সময় মুখ খোলে? কোন ঘুষদাতা কি কোন দিন আইসা বলে যে আমি অমুকরে ঘুষ দিয়া আইসি অমুক কাজের জন্য? নাকি কোন মহিলা কোনদিন প্রকাশ করে যে আমি অমুকরে শরীর দিয়া আইসি তমুক স্বার্থসিদ্ধির লাইগা? নিজস্বার্থ সিদ্ধির কারনে ক্ষমতাবান লোকদের অন্যায় আব্দার মুখবুঁইজা মাইনা নিতে নিতে আমরা শুধু দুর্নিতীকেই পাকাপোক্ত আসন করে দিয়েছি নিজ হাতে। দেশটা এখন পরবর্তী প্রজন্মের লাইগা বসবাসের অযোগ্য হয়া উঠসে। এখন "বাঁচতে হলে দুর্নিতী শিখতে এবং তার সাথে আপোস করতে হবে" অবস্থা আমাদের। দেশটা খালি দেখতেই উপ্রেদিয়া ফিটফাট দেখা যায়, ভিত্রে কিন্তু একবারে ফকফকা, সবাই দুর্নিতি গ্রস্ত। একমাত্র নিরাময় হৈল একটা প্রলয়ংকরী ভূমিকম্প, প্রকৃতির প্রতিশোধ, পম্পেই নগরীর পতনের মতন......
২| ২৪ শে জুলাই, ২০১১ দুপুর ২:৪০
আমি পাগল না! বলেছেন: ভাই হেব্বি লেখা লেখছেন !!!!
৩| ২৪ শে জুলাই, ২০১১ বিকাল ৩:১৬
কাঠুরিয়া. বলেছেন:
একমাত্র নিরাময় হৈল একটা প্রলয়ংকরী ভূমিকম্প, প্রকৃতির প্রতিশোধ, পম্পেই নগরীর পতনের মতন...
খুবই কঠিন কথা বলছ মামু!!
৪| ২৪ শে জুলাই, ২০১১ রাত ৮:২৭
ফারহান আহমেদ বলেছেন: ভালা কইসেন
৫| ২৫ শে জুলাই, ২০১১ রাত ১:১৫
রাখালছেলে বলেছেন: এই যে এখন ধর্ষন মৌসুম চলছে, এস জন্য দায়ী কি শুধুই ছেলে ???? মেয়েদের কাপড় পড়ার ধরন কে আপনি বা আমি কি শ্লীল বলব ?? তাদের কথাবার্তা আচর আচরন কি এখন সুস্থ পর্যায়ে পড়ে । অরুন চৌধুরীর ব্যাপারটা প্রকাশ পাওয়ার পর থেকে খালি পুরুষটাই খারাপ । কারও কাছেই কি মনে হয়েছে ব্যাপারটা জোর জবরদস্তিমুলক কোন ঘটনা । মেয়েটার সায় ছিল বলেই তো সব.......।
মিডিয়াতে মেয়েরা আসে নিজেকে লাইম লাইটে আনার জন্য। আমি সবাই কে দোষ দিচ্ছি না কিন্তু আমার যতটুকু জানা আছে তাতে মনে হয় মেয়েরা তাদের অন্যতম হাতিয়ার হিসেবে তার দেহকে ব্যবহার করে । এটা একটা চরম সত্য। মানেন আর না মানেন আমার কিছু যায় আসে না। বহু মেয়ে আছে নিজের সব কিছু বিলিয়ে দিয়ে নাম কামাতে চায় ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১১ দুপুর ২:৩৫
১১স্টার বলেছেন: হাচা কইচেন