নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনহাজ আহমদ শোভন; সাধারন একটা ছেলে, যার চোখে মাঝে মাঝে সাধারন কিছু ব্যাপার অসাধারণ ঠেকে, আবার অসাধারণ কিছুকে খুবই সাধারন। তুচ্ছ ব্যাপারে কথা বলি। সৃষ্টিকর্তা বোধহয় আলস্য নামক গুনটা আমার মাঝে একটু বেশি মাত্রায় দিয়েছিলেন। :)

শোভনের শোভন

আমি একজন আশাবাদী বলছি, [email protected]

শোভনের শোভন › বিস্তারিত পোস্টঃ

#১৮ বছর বয়সীর মুক্তিযুদ্ধের ইতিহাস জানা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪



মুক্তিযুদ্ধ আমদের জাতির ইতিহাসে একটি বড় ও গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতির ঐকতানের এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য অতি গৌরবের। আমাদের জাতির এই ঐতিহ্য ও অর্জনের ইতিহাস এ জাতির সকল সন্তানের পক্ষে জানা খুব জরুরি।

আমি ছোট থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার ইতিহাস সম্পর্কে জেনেছি বেশ কিছু আলাদা মাধ্যম থেকে।
বিদ্যালয়ের পাঠ্যক্রমে বিভিন্ন শ্রেণীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর মূল্যবোধ, ইতিহাস সম্পর্কে বেশ কিছু গল্প, প্রবন্ধ, রচনা রয়েছে যা পড়ে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জেনেছি এবং সে বিষয়ে বিদ্যালয়ে শিক্ষকের আলোচনা থেকেও অনেক ঘটনা ও পরিস্থিতি উঠে এসেছে যা আমাকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে ধারণা দিয়েছে।
আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তিনি পারিবারিক আড্ডায় অথবা জিজ্ঞেস করা হলে নানা সময়েই তার মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিচারণ করতেন এবং তখনকার ঘটনা বলতেন। তার গল্পাকারে বলা ঘটনাগুলো মুক্তিযুদ্ধের সময়ের আক্ষরিক অবস্থা সম্পর্কে আমার ধারণাগুলিকে আরো স্পষ্ট করেছে।
সারাবছর, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পর্কিত দিবসগুলো পালনের সময় টেলিভিশনে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে অনুষ্ঠান, পত্রপত্রিকায় লেখা, দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন পর্যায়ে আলোচনা-সভার আয়োজন করা হয় যা শুনে এবং দেখে আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও সে সময়ের ঘটনার প্রেক্ষিতে লেখা নানান ইতিহাস, উপন্যাসের বই আমাকে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন বাস্তব ও তাৎপর্যপূর্ণ ঘটনা জানিয়েছে যা আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞানকে সমৃদ্ধ করেছে।

আমি মুক্তিযুদ্ধের সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে এখনো পর্যন্ত যা যা জানি তা হচ্ছে মূলত উপরোক্ত সবগুলো ক্ষেত্র থেকে জানা ঘটনার সম্মিলিত ফল। এবং আরো জানতে চাই, জানার চেয়েও বেশি করে অনুভব করতে চাই।


--মিনহাজ শোভন
-আঠারো বছর বয়স পর্যন্ত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার বাবার জন্য শুভেচ্ছা।
ইতিহাস জানা, লজিক্যালী বুঝা মানুষের জীবনের অংশ, শিক্ষার অংশ; সভ্যতাকে বুঝার জন্য ইতিহাস বুঝতে হবে।

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শোভনের শোভন বলেছেন: সহমত।
মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।

২| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৫

টুনটুনি০৪ বলেছেন: ভালো পোষ্ট করেছেন।

আপনার জন্য শুভ কামনা।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:০৭

শোভনের শোভন বলেছেন: ধন্যবাদ রাইসাপু। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.