নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিনহাজ আহমদ শোভন; সাধারন একটা ছেলে, যার চোখে মাঝে মাঝে সাধারন কিছু ব্যাপার অসাধারণ ঠেকে, আবার অসাধারণ কিছুকে খুবই সাধারন। তুচ্ছ ব্যাপারে কথা বলি। সৃষ্টিকর্তা বোধহয় আলস্য নামক গুনটা আমার মাঝে একটু বেশি মাত্রায় দিয়েছিলেন। :)

শোভনের শোভন

আমি একজন আশাবাদী বলছি, [email protected]

শোভনের শোভন › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি - মনের অক্ষম ক্ষোভ শব্দের মাঝে ঝাড়া।

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৩



হয়তো আমি থেকে যাবো জ্বালাময়ী নাম হয়ে; কিন্তু হায়!
আমি তো হতে চেয়েছিলাম তোমার স্নিগ্ধতার সমার্থক!
দরকার পড়ে তো আমাকে ভুলে যেও, মুছে দিও আমার অস্তিত্বকে তোমার পৃথিবী থেকে, তবুও;
তোমার মাঝে এভাবে অপ্রিয় কালিমা হয়ে বেঁচে থাকা, কালো অনলে দগ্ধ হওয়ার চেয়েও বেশি যন্ত্রণা দেয়;
পুড়ে-জ্বালিয়ে-ছাড়খাড় করে ভাজে আমার দেহের প্রতিটি অঙ্গ, অঙ্গানুকে।

জানি আমি,
তুমিও মুছতে পারবে না আমাকে, ঠিক যেমন আমি পারিনি;
যখন প্রতিবার-প্রতিদিন চোখে চোখ পড়বে,
সাথে উথলে পড়বে একগাদা স্মৃতি-
সূক্ষ-ক্ষুদ্র, কিন্তু ভীষণ মায়াময়ী!

সেই সব কিছু, যেখানে তুমিই আমার প্রথম, আর আমি তোমার প্রথম;
স্মৃতিগুলোর জ্বলা কখনোই শেষ হবে না।
কুল কাঠের আগুন?
নাহ! যেকোন আগুনের চেয়ে বেশিই ভয়ঙ্কর!

বিঃদ্রঃ ইহাকে কোন প্রকারের কবিতা বলে দাবি করি নি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

ওমেরা বলেছেন: আমি আসলে কবিতা বুঝি না , তাহলে এটা কি ভাইয়া ?

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

শোভনের শোভন বলেছেন: ইহা বাক্যমালা।

আমি কখনো কবিতা লিখি নি,
তেমন আগ্রহও নেই, আসলে এই জিনিসটা আমার সাথে ঠিক যায় না,।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.