নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো আমি থেকে যাবো জ্বালাময়ী নাম হয়ে; কিন্তু হায়!
আমি তো হতে চেয়েছিলাম তোমার স্নিগ্ধতার সমার্থক!
দরকার পড়ে তো আমাকে ভুলে যেও, মুছে দিও আমার অস্তিত্বকে তোমার পৃথিবী থেকে, তবুও;
তোমার মাঝে এভাবে অপ্রিয় কালিমা হয়ে বেঁচে থাকা, কালো অনলে দগ্ধ হওয়ার চেয়েও বেশি যন্ত্রণা দেয়;
পুড়ে-জ্বালিয়ে-ছাড়খাড় করে ভাজে আমার দেহের প্রতিটি অঙ্গ, অঙ্গানুকে।
জানি আমি,
তুমিও মুছতে পারবে না আমাকে, ঠিক যেমন আমি পারিনি;
যখন প্রতিবার-প্রতিদিন চোখে চোখ পড়বে,
সাথে উথলে পড়বে একগাদা স্মৃতি-
সূক্ষ-ক্ষুদ্র, কিন্তু ভীষণ মায়াময়ী!
সেই সব কিছু, যেখানে তুমিই আমার প্রথম, আর আমি তোমার প্রথম;
স্মৃতিগুলোর জ্বলা কখনোই শেষ হবে না।
কুল কাঠের আগুন?
নাহ! যেকোন আগুনের চেয়ে বেশিই ভয়ঙ্কর!
বিঃদ্রঃ ইহাকে কোন প্রকারের কবিতা বলে দাবি করি নি।
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯
শোভনের শোভন বলেছেন: ইহা বাক্যমালা।
আমি কখনো কবিতা লিখি নি,
তেমন আগ্রহও নেই, আসলে এই জিনিসটা আমার সাথে ঠিক যায় না,।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭
ওমেরা বলেছেন: আমি আসলে কবিতা বুঝি না , তাহলে এটা কি ভাইয়া ?