নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতিচারণ একটা আরামদায়ক ব্যাপার বলেই আমার ধারণা হয়েছে।
তো, একটা জিনিস আকষ্মিকভাবেই আবিষ্কার করলাম যে, আমি নিজের স্মৃতির চেয়ে অপরের স্মৃতি, অনুভূতির অলিগলিতেই বেশি ঘোরাফেরা করে ফেলছি। তাই চেষ্টা করা শুরু করলাম নিজের স্মৃতিগুলো জাবর কেটে দেখতে। ব্লগ, কবিতা, গল্প, উপন্যাসের যে ভুলভুলাইয়াতে পড়ে আছি তা থেকে বের হয়ে স্বকীয়তায় ডুব দিয়ে দেখতে।
অবাক করা ঘটনা! কিছুই মনে আসছে না কেন?! আমার নিজের বলে তো তেমন কোন স্মৃতিই মনে পড়ছে না! যা কিছু মনে পড়ছে সবই তো কিছুদিনের মাঝে ঘটে যাওয়া ঘটনা। “স্মৃতি” বলে যে একটা গোল্ডেন ক্যাটাগরি আছে, তাতে আমার কোন কিছুই ঠিক মত যায় না।
যাবেই বা কেমন করে? আমি তো এখনো ছোট মানুষ! আঠারো বছরের এই জীবনটা দৈর্ঘ্য, অভিজ্ঞতা কিংবা জ্ঞান, কোন হিসেবেই বড় নয় যে! আমাকে তাহলে তো বুড়ো হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই স্বাদের জন্য!
এই!! একটা মনে পড়েছে! যখন আমি চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ি তখনকার ঘটনা; ভাইয়া আমাকে আরো কিছুদিন আগে থেকেই বই উপহার দিতো। মোটামুটি দ্বিতীয় শ্রেণী থেকে শুরু করে প্রতিবার ঢাকা থেকে আসার সময় সবসময় সঙ্গে করে কিছু বই আমার জন্য নিয়ে আসতো। চতুর্থ শ্রেণী পর্যন্ত এই বইয়ের ক্যাটাগরি বিভিন্ন কমিকস এবং ছোটদের জন্য বিভিন্ন গল্পই হতো। একদিন বাসায় ভাইয়ার অসংখ্য বইয়ের মাঝে একটা থ্রিলার বই পেলাম। এই প্রথম বড়দের মত বড় কোন বই পড়ার সাহস করেছিলাম।
বইটার নাম আমার এখনো মনে আছে, জুল ভার্নের “মাইকেল স্ট্রগফ”! পড়তে শুরু করার পড় বেশ অনেকগুলো ঘন্টা আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। ভাইয়াকে সাথে সাথে কল করে বইয়ের নাম উল্লেখ্য করে বলেছিলাম, আমার জন্যে প্রতিবার এইটার মত বই ই আনতে হবে। খুবসম্ববত ভাইয়া আমার এই হঠাৎ এমন ব্যবহারে বেশ থতমত খেয়ে গিয়েছিলো।
সেই বার থ্রিলার উপন্যাসের জাদু, জুল ভার্নের মোহ প্রথমবারের মত উপলব্ধি করেছিলাম এবং বেশ ভালোভাবেই উপলব্ধি করেছিলাম; যে মোহ আজও আমার পিছু ছাড়ে নি বরং কিছুদিন পরপরই জুল ভার্নের ভিতরই টেনে নিয়ে যায়!
বড় বই পড়ার সূচনা আমার ওই বইটার মাধ্যমে হওয়ায় আজও আমার নিজেকে আমার নিজের কাছেই ভাগ্যবান ঠেকে। আমার ভাগ্যটা যেন সবসময় এমন চমকপ্রদ হয় সে আকাঙ্খা থাকবে।
বাপরে! শুরুতে আমার স্মৃতি মনে পড়ছিল না, এখন সেই বাচ্চাকালের কথাগুলো মাথায় গিজগিজ করতে শুরু করে দিয়েছে! যাক, আজকে রাতটা সেই সব স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে ফেলা ই যায়!
শুভরাত্রি।
০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬
শোভনের শোভন বলেছেন: আমি অবশ্য ভোর রাতে পোস্ট করেছিলাম।
হা হা।
ধন্যবাদ, ওমেরা আপনাকে!!
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৭ সকাল ৯:১৯
ওমেরা বলেছেন: শুভ সকাল !!!!