![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা
প্রাচীন রাজ-অশোক গাছের নিচে তোমার
সবুজ স্মৃতি, আজও নীল কপোতির মত
ডেকে যায় আমাকে প্রতিনিয়ত
চক্কর কেটে কেটে বাকবাকুম বাকবাকুম।
আজও কান পেতে রই বাতাসের গানে
তোমার নুপুরের গান শুনব বলে,
তোমার আদুরে তিরস্কারে জর্জরিত করব
মগজের অবশিষ্ট প্রতিটি নিউরন।
স্বপ্ন
এখনো স্বপ্ন দেখি অদ্ভুত রাতের তারার সাথে
ঝর্ণা হয়ে নামছি জাফলং থেকে নায়াগ্রা,
মদের পেয়ালায় জ্বলে ওঠা আনন্দের
বুদবুদের সাথে মিলিয়ে জাচ্ছি প্রতিটি চুমুকে।
ফেনিল ঢেউের প্রতিটি চুম্বনে
ছুঁয়ে জাচ্ছি তোমার রঙিন আলতা,
বাতাসের প্রতিটি ঘূর্ণির বাঁকে জড়িয়ে
ধরছি তোমায় দক্ষিণাবর্তের সাইক্লোন হয়ে।
ভেসে চলা জোড়া ডলফিনের সাথে
আটলান্টিকের স্রোতের নাচে, কখন বা
অদ্ভুত প্রজাপতির ডানায় উড়ে
আমাজনের সবুজ চিরে অ্যাঞ্জেল, গুয়াজু।
ঘাসফুলের শিশিরের মত প্রতিটি
ভোঁরে ঝরে পড়ছি তোমার মনের
পেয়ালায়, আমাজন থেকে সুন্দরবনের
প্রতিটি বৃক্ষের পাতায় পাতায়।
পাতাগোনিয়ার সাদা গ্লেসিয়ারের বুকে
নীল আকাশের মেঘে তোমার বাসর,
লা প্লাটার অভিসারে আফ্রিকান গ্রে
প্রতিটি শিরায় বয়ে যায় ক্রিস্টাল নদী।
উপলব্ধি
আফসোস এলিটা, কেন যে মুছে ফেলছি সব কটি
কবিতা, লাইনে লাইনে নতমস্তক প্রেমিক ছায়া।
আমি আজ খোলসে শামুকের মাংসপিণ্ডের মত
লুকিয়ে থাকা শতসহস্র বছরের জীবন্ত জীবাশ্ম,
তোমারি অপেক্ষায়।
১৯ শে মে, ২০১৫ দুপুর ১:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: ওকে ভাইয়া ঠিক করে নিচ্ছি। আপনার প্রসংসায় আবারও ধন্য হলুম। ভাল থাকবেন বয়ে চলা সবুজ নদীর মত।
২| ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:৩৬
খেয়ালি দুপুর বলেছেন: স্বপ্ন এবং উপলব্ধি ভাল লেগেছে ভিষণ।
১৯ শে মে, ২০১৫ দুপুর ২:০০
ভ্রমরের ডানা বলেছেন: আমার ব্লগে স্বাগতম খেয়ালি দুপুরগুলোয় কিছু উড়োচিঠি। আপনার ভাল লেগেছে জেনে আপ্লূত হলাম। ভাল থাকবেন।
৩| ১৯ শে মে, ২০১৫ দুপুর ২:০৬
শতদ্রু একটি নদী... বলেছেন: এলিটারে আমি নিজের অধিকারে নিতে চাই। আপনে সইরা দাড়ান। মারামারিতে বিশ্বাসী না।
১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:১৫
ভ্রমরের ডানা বলেছেন: এলিটা রে কেও নিজের অধিকারে নিতে পারবে না। তার তেজ আমি চিনি। আমি তো কবেই সইরা গেছি রে ভাই। দেখেন পারেন কিনা।
৪| ২০ শে মে, ২০১৫ রাত ৮:৫৭
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
শিরায় বয়ে যায় ক্রিস্টাল নদী,
মুছে যায় সব কটি কবিতা
কোনদিন তাতে যদি ।
নতমস্তক প্রেমিক ছায়া
নীল কপোতির মত যদি যায় ডেকে
শামুকের মাংসপিণ্ডের মত তাকে
রাখিও না খোলসে ঢেকে ।
শুভেচ্ছান্তে ।
২০ শে মে, ২০১৫ রাত ৯:১০
ভ্রমরের ডানা বলেছেন: আহমেদ জী এস ভাই
এই কবিতা এমনি লিখি নাই
মন বলে সুখ কি হায় হায়
এলিটারে পাবার নাই জানা উপায়।
যদিও শিরায় ক্রিস্টাল নদী
বাধার স্রোতে তবু ভাসি নিরবধি।
হয়ে তাই নিরুপায়
খোলসে ঢাকি নিজেরে হায়!
আপনার কমেন্টে ইনফিনিটি প্লাস। খুব সুন্দর লেগেছে ছন্দময় উত্তর
৫| ২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৪০
জুন বলেছেন: আমি আজ খোলসে শামুকের মাংসপিণ্ডের মত
লুকিয়ে থাকা শতসহস্র বছরের জীবন্ত জীবাশ্ম।
বাহ খুব ভাললাগলো আপনার কবিতা ভ্রমরের ডানা ।
+
২১ শে মে, ২০১৫ বিকাল ৪:২৮
ভ্রমরের ডানা বলেছেন: পাঠ ও কমেন্টে আপ্লূত হলাম। শুভেচ্ছা নিবেন জুন।
৬| ২২ শে মে, ২০১৫ রাত ৯:৪১
উর্বি বলেছেন: একটু বেশিই ভালো হয়েছে
২৩ শে মে, ২০১৫ রাত ২:৫৩
ভ্রমরের ডানা বলেছেন: আপ্লূত হলাম। এখন মিষ্টি খাওয়ান।
৭| ২৩ শে মে, ২০১৫ রাত ৩:৫৪
উর্বি বলেছেন: পুডিং চলবে কি??
২৩ শে মে, ২০১৫ ভোর ৪:০৬
ভ্রমরের ডানা বলেছেন: ওই তেরি!!! চলবে না পুরাই টিনটিনের মত দৌড়াবে। কই কই
দেন দেন খাই
আমি ভীষণ পুডিং প্রেমিক
এই ছবিখানার জন্য আপনারে আমি দাবাত দিলাম, কাচ্চি দাবাত। গ্রহন করুন মেম!!
টিনটিন আমার বেষ্ট কার্টুন চরিত্র। ডেক্সটপের ওয়াল পেপারের জন্য ছবিখানা ধার চাইলাম। দিলে দেন নাইলে চুরি করে ডেক্সটপ বেকগ্রাউন্ডে দিয়ে দিলাম
৮| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:১০
উর্বি বলেছেন: এই আকা ছবিই আমার তৈরী প্রতিকী পুডিং। আমি তো নিজে সেভাবে বানাতে পারি না তবে মা অসাধারন রাঁধুনি। যেহেতু রান্না পারি না তাই প্রতিকী পুডিং সেই জন্যই দেয়া
হায় হায়! এই সামান্য পচা ছবির কারনে একেবারে দাওয়াত। লজ্জায় মরি মরি
আমি আবার ভীষন লজ্জাবতী
২৩ শে মে, ২০১৫ ভোর ৪:২০
ভ্রমরের ডানা বলেছেন: দারুণ লেগেছে প্রতীকী পুডিং টা। অসাধারণ ছিল। গোগ্রাসে খেলাম। আর আপনি আপনার মায়ের কাছে আসল পুডিং রান্না সিখে নিয়েন। রান্না করা ও শেখা। একটা আর্ট। সায়মা আপুর রান্নার রেসিপি গুলা দেখিয়েন।
আর ছবিটা মতেও পচা নয়। আলরেডি ডেক্সটপ ওয়াল স্থান হয়ে গেছে
লজ্জাবতীর কথা শুনে ফুলের কথা মনে পরে গেল। ফুলটা গিফট করলাম। নেন
৯| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৩১
উর্বি বলেছেন: সাদরে গ্রহন করলুম। রং টাও চমতকার লজ্জাবতীর।
অবশ্যই শিখব
২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৩৫
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ চিত্রকর। রান্নাবিদ হইলে আপনার কদর দ্বিগুণ দরে বাড়বে।
অবশ্য আম্নিতেও কদর কম নয়।
১০| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৪৫
উর্বি বলেছেন: ওমা তাই নাকি?? আমার কদর আবার আছে??
ঘাসফুল কে কেই বা কদর করে??
২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৫১
ভ্রমরের ডানা বলেছেন: কত মানুষের ঘাশফুল প্রিয় জানেন। অনেক জুটি কে দেখেছি ঘাশফুলের বাগানে। সবাই করবে। আমার ঘাসফুল অনেক প্রিয় একটা ফুল। অজানা একটা সৌন্দর্য আছে !!
১১| ২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৫৬
উর্বি বলেছেন: হয়তো। কি জানি! জানি না
২৩ শে মে, ২০১৫ ভোর ৪:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: সবাই জানে। আপনিও জেনে যাবেন। ঘাসফুলের সৌন্দর্যের প্রাচুর্য আপনার মনে অবশ্যই দাগ কাটবে। এই আশা রাখছি
১২| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:০২
উর্বি বলেছেন: আমি এমনিই ঘাসফুল ভীষন ভালোবাসি যে। তবে সকলেই একই ভাবে বুঝে না যে
২৩ শে মে, ২০১৫ ভোর ৫:০৪
ভ্রমরের ডানা বলেছেন: চট্টগ্রামের মেয়ে না হা হা হা !! ধরে ফেলেছি না যে। কি বলেন যে!
১৩| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:০৬
উর্বি বলেছেন: না। আমি কুষ্টিয়ার মেয়ে,বাবার চাকুরী সুবাদে জন্ম খুলনাতে, নানু বাড়ি রাজশাহী
২৩ শে মে, ২০১৫ ভোর ৫:১০
ভ্রমরের ডানা বলেছেন: ইয়া মাবুদ!! সারা দেশ চষে বেরিয়েছেন তবে। আমি তো কুয়োর ব্যাঙ থেকে গেলাম।
১৪| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:১৩
উর্বি বলেছেন: আহা! মন খারাপ কেন?? সময় হলে আপনিও ঘুরবেন মিতা
২৩ শে মে, ২০১৫ ভোর ৫:১৭
ভ্রমরের ডানা বলেছেন: প্রবল ইচ্ছা আছে! টেকনাফ থেকে তেতুলিয়া ঘোরার ইচ্ছা আছে। বাংলার প্রতিটি জেলার মাটি নিয়ে গন্ধ শোঁকার ইচ্ছা আছে।
১৫| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:২০
উর্বি বলেছেন: প্রত্যেক জেলার এক মুঠী ভালোলাগাও অন্তরে ভরে রাখবেন কিন্তু। দেখবেন তা এক প্রশান্ত মহাসাগর হয়ে গিয়েছে
২৩ শে মে, ২০১৫ ভোর ৫:২৫
ভ্রমরের ডানা বলেছেন: সহস্র মহাসাগরেও শেষ হবে না ভাল লাগা।
আমারও দেশের ও মাটির গন্ধে
ভরে আছে সারা মন
গান টা মনে পরে গেল! চমৎকার গান।
শোনেন ভাল লাগবে।
view this link
১৬| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:২৭
উর্বি বলেছেন: শুনছি মিতা। আসলেই আপনি জাদুকর। একদম উপযুক্ত সময়ের গান
২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৩২
ভ্রমরের ডানা বলেছেন: আমি জাদুকর হইলে গায়িকা ফরিদা পারভিন কে কি বলবেন মিতা। আমার বয়সী হইলে উনারে যেমনেই হোক প্রেমের রস্তাব দিতাম মিতা।
আনসাং লেডি। কি সুন্দর গলা!
১৭| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৩৫
উর্বি বলেছেন: মিতা! আহা! উনি আমার গানের প্রতিযোগিতার বিচারক ছিলেন। তখনই কাছাকাছি যাবার সুযোগ পাই। আসলেই মানুষ হিসেবে অসাধারন মহিলা উনি
২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৪০
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা, ছবি, গান। ওয়াও ! কি সুন্দর প্যাকেজ! আপনার বরের ভাগ্য বটে! টিভি কিনা লাগবে না। নাচ হলে তো সিনেমা দেখার খরচ ও বেঁছে যাবে। জয় মিতার জয়!
১৮| ২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৪৪
উর্বি বলেছেন: পেঁচী মূখীর আবার বর
হইসে তাইলে! হুহ! যার পোড়াকপাল তার আবার বর :/
২৩ শে মে, ২০১৫ ভোর ৫:৫০
ভ্রমরের ডানা বলেছেন: মিতা যে কি বলেন না! আপনি পেঁচী মুখী হইলে আমরা মুখপরা হনুমান
১৯| ২৩ শে মে, ২০১৫ ভোর ৬:২৮
উর্বি বলেছেন: তবে তাই সই
২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
দেখা নাই কেন চিত্রকর??
২০| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৯
রোদেলা বলেছেন: আজও কান পেতে রই বাতাসের গানে
তোমার নুপুরের গান শুনব বলে,
তোমার আদুরে তিরস্কারে জর্জরিত করব
মগজের অবশিষ্ট প্রতিটি নিউরন।
-------------------------------------
তিনটি কবিতাতেই মুগ্ধতা।
২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:২১
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠ করে ধন্য করলেন কবি। অফুরন্ত ভালোবাসা রইল।
২১| ২৫ শে মে, ২০১৫ সকাল ১১:০৪
উর্বি বলেছেন: কেউ নেই বুঝি এখানে
২৬ শে মে, ২০১৫ রাত ১২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: কে বলেছে এখানে কেও নেই
এখানে পড়ে রয়েছে কত শত লাল গোলাপ, শুকনো শিউলি, ভোরের ঝরা বকুল
স্বপ্নের শতদলেরা বিলায় রূপের বাহার।
কে বলেছে এখানে কেও নেই
এখানে ঝাঁকে ঝাঁকে শীত পাখিদের দল ধানক্ষেত বসায় মৌসুমি জলসা
ফড়িঙের মত মন নাচানাচি করে বাগানে বাগানে।
কে বলেছে এখানে কেও নেই
শতশত প্রেমিক প্রেমিকা হাত ধরে ছুটাছুটি করছে এখানে
ভ্রমরের নিস্পাপ চুমুতে আলোকিত হচ্ছে প্রতিটি ফুলের পাপড়ি।
২২| ২৬ শে মে, ২০১৫ রাত ১২:৪৫
উর্বি বলেছেন:
ভীষন মিস করছিলাম
০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৭
ভ্রমরের ডানা বলেছেন: এই কমেন্ট এর মানে বুঝলাম না।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ সকাল ১০:৩০
শতদ্রু একটি নদী... বলেছেন: উপলব্দহিটাই বেশি ভালো।
বাকী দুইটাও ভালো। কেবল দাড়ি কমা কিছু দিয়েন। বানানও উল্টাপ্সল্টা হইছে কিছু।
++