![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিশোরী তোমার হাসির প্লাবনে
ভেসে গেছে ভালবাসার মাঠ ঘাট প্রান্তর,
থই থই জলে ডুবসাঁতারু পানকৌড়ির
ঠোঁটের মত চঞ্চল সেই ভালবাসা।
হ্যাঁ এই তো এই জলার নিচেই ছিল আমার
শান্ত সবুজ মাঠ, তাতে শুভ্র হাঁসের ছানার মত ফুটেছিল
নতুন হাস্নাহেনা, জারুল, মাধবীলতাদের বন,
নেই কিছুই, ডুবে আছে সব মায়ার জলে।
ভেসে গেছে কলমিলতা, কচুরিপনার বেগুনি ফুল
লালনীল অলিন্দ নিলয়
তাই শুধু চেয়ে আছি আজ তোমার স্বচ্ছ জলে
সখী ফুটবে তুমি কবে বল?
তুমি ফুটলেই ছুটে যাব হাজার শিকড় ফুড়ে
খেলব জলে অসভ্য বুনো জলকেলি
শুকব হৃদয়ের ঘ্রাণ সখী,
ফুটন্ত সেই খোঁপার ফুলে!
ডানার ঝাপটায় মুছে দেব
তোমার সঞ্চিত সব কুমারী শিশিরকনা
দেখে নিও, একদিন তুলে নেব জলার প্রতিটি বিন্দু
এই ভ্রমরের তৃষ্ণার ঠোঁটে!
১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: শতদ্রু ভাই, প্রেমের কবিতার বড় কঠিন চ্যাপ্টার "বিরহ"। ওটা তে একবার ডুব দিলে আর বের হওয়া মুশকিল। চেষ্টা করছি বের হয়ে আসার।প্রকৃতিপ্রেম বিষয়টা আপনি খেয়াল করেছেন দেখে খুশী হলাম। আপনার মত থিঙ্কট্যাংক হইতে পারলে ধন্য হুতুম। উৎসাহের খনি আপনি বুঝলেন ভাই!! যাইহোক পুনরাই ঘায়েল হওয়ার কোন সম্ভবনা নেই। কক্ষপথেই আছি ভাই তবে সঠিক নক্ষত্র বেছে নিয়েছি
২| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৪
লেখোয়াড়. বলেছেন:
আপনার কয়েকটি কবিতা পড়লাম।
খুব ভাল লাগল।
একটা ব্যপার লক্ষ্যণীয়............... যেখানে যেখানে সেই, তাতে, তাই এই শব্দগুলো ব্যবহার করেছেন, সেখানে ওগুলো ব্যবহার না করলে আরো ভাল লাগত বোধকরি।
ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫১
ভ্রমরের ডানা বলেছেন: আপনার মূল্যবান পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ লেখোয়ার ভাই। সখ করেই লেখি। তবে উন্নতির চেষ্টা থাকবে। আপনি যা বলেছেন তা আমিও লক্ষ্য করেছি। বাদ দিয়ে দেব। অশেষ শুভ কামনা ভাই।
৩| ১০ ই জুলাই, ২০১৫ সকাল ১০:০৯
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৬
ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাললাগায় প্রীত হলাম। শুভেচ্ছা ও শুভকামনা জানবেন ভাই।
৪| ১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
উর্বি বলেছেন: কবিতা ভালো হইসে
কবিতা তো কবিতাই তাই না!
বাস্তবতা খালি ঠুয়া আর ঠুয়া
১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩২
ভ্রমরের ডানা বলেছেন: ধইন্ন হলাম! প্রশংসা পেয়ে একখানা লুঙ্গি ড্যান্স দিবার মুঞ্ছায়।
কবিতা শুধু কবিতা নয়, চিত্রকর ওটা জীবনের দর্পণ।
বর্তমানের বাস্তবতা অনেক রঙিন।
৫| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:১৩
আরণ্যক রাখাল বলেছেন: কবিতা তো কবিতাই! বেশ লাগে মাঝে মাঝে এরকম ভাবালুতা!
সুন্দর সুখপাঠ্য!
১১ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর কমেন্টে আপ্লুত হলাম। জী ভাই কবিতা আসলেই কবিতা। কিন্তু কখনো তা আমার কাছে হয়ে যায় জীবনের দর্পণ। এই ভাবালুতার রাজকীয়তা মনে কেমন জানি রাজা রাজা ভাব এনেছে, যদিও সিংহাসনের কোন বেবস্থা নেই তবুও ভাব তো এনেছে। এতেই সুখ!
৬| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০০
উর্বি বলেছেন: হুহ.।। কঠিন না ছাই । সবই ভাব দেখানোর ধান্দা
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা লেখায় ভাব দেখানো জায়েজ
৭| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭
জেন রসি বলেছেন: বাহ! বাহ!
চমৎকার কবিতা।
বালিকার মধ্যে প্রকৃতি নাকি প্রকৃতির মধ্যে বালিকা??
+++
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: যতদূর মনে পড়ে বালিকাকে বলেছিলাম পানির মত।
তাই প্রকৃতি আর বালিকা একই জিনিস আমার কাছে।
অনুপ্রাণিত করে গেলেন জেন রসি। শুভকামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৫ সকাল ৮:১৪
শতদ্রু একটি নদী... বলেছেন: ভাল্লাগছে। ইদানিং ভীষনভাবে প্রকৃতিপ্রেম খেয়াল করতেছি। অভিমানও কইমা গেছে মনে হয়, সেইখানে ফিরা আসতেছে আত্মবিশ্বাস। পুনরায় কেউ মনে হয় ঘায়েল হবেই