![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি
রুপ
তোমারি
চাঁদ মুখের
সখি, ঝলকিত
নয়ন, তিথিডোর।
হাওয়ার তীব্র কাঁপন
থরথরি, উদ্ভাসিত ভোর।
চাঁদনী রাতে রুপের পেয়ালা,
ধীরে দুলে দুলে ওঠে কবি প্রাণ,
যমুনার তীরে মেতে মেতে ওঠে সে,
হুকুমে মালিকা চিরযৌবনা নূরজাহান।
আগ্রার তখে ঘুমায়নি সে, উত্তপ্ত দুটি চোখ,
বুকে যেন তার সেলিমনামা,অঘোষিত বিক্ষোভ।
এমন করে আমার লাগি হায় জ্বলিবে যেবা আমরণ,
তাহা লাগি শীরে তাজ খুলি খোদা,রাঙায়ে দিব চরন!
সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১১
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ গেমু ভাই আপনি প্রথম হয়েছেন! কি খাবেন বলুন? চা কফি। নাকি মুরগী পোলাও! যা চাবেন তাই খাওয়াব আজ!
২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:৪৭
রিপি বলেছেন:
চমৎকার লেগেছে।
নূরজাহান কবিতাটা পড়ে নিশ্চয় অনেক খুশী হত।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯
ভ্রমরের ডানা বলেছেন: আমি নিশ্চিত আমার গর্দান যেত! তবে সুযোগ পেলে তবুও এই কবিতা উপহার দিতাম! ছবিতে এত সুন্দর না জানি বাস্তবে কত সুন্দর ছিল! জাহাঙ্গীরের নজর ভাল ছিল বটে!
৩| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮
ফারিহা নোভা বলেছেন: চমৎকার হয়েছে।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৪
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!! ধন্যবাদ!!
আবার আসবেন! ব্লগে দাওয়াত রইল!
৪| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩০
আরণ্যক রাখাল বলেছেন: গুড
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ!
৫| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
আরাফআহনাফ বলেছেন: "আগ্রার তখে ঘুমায়নি সে, উত্তপ্ত দুটি চোখ,
বুকে যেন শাহজাহাননামা, অঘোষিত বিক্ষোভ।
এমন করে আমার লাগি হায় জ্বলিবে যেবা আমরণ,
তাহা লাগি শীরে তাজ খুলি খোদা,রাঙায়ে দিব চরন!"
দারুন শোনালেন। খুব রাজ রাজ ভাবের কবিতা।
+++++
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০২
ভ্রমরের ডানা বলেছেন: তাই নাকি ভাই, এমনটা ভেবে কবিতা লিখিনি কিন্তু! মনে যা এসেছে লেখে দিছি! হা হা হা!!
যাই হোক আপনার কবিতা ভাল লেগেছে জেনে ভীষণ খুশি! প্লাসে আবারো ধন্যবাদ।
৬| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১
সুমন কর বলেছেন: এবার মোটামুটি ! +।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, আপগ্রেডের চেষ্টা করছি, দেখি হয় কি না!
সাথে আছেন দেখে খুব ভাল লাগছে! মিসিং শতদ্রু ভাই। উনি আমাকে অনেক কেয়ার করতেন! আপনার মতই!
৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: ত্রিকোণমিতি এর মত লেখা কবিতা।
একটা লাইক ছিল তা রেখে গেলাম।
ধ্যবাদ, ভাল থাকুন।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭
ভ্রমরের ডানা বলেছেন: লাইক করার জন্য ধন্যবাদ শাহারিয়ার ভাই। তবে কবিতার নাম কিন্তু পিরামিড কবিতা! ব্লগে এই পিরামিড ফরমেটে লেখা যায় না। তাই এমন ত্রিভুজ সেপ তবে খাতায় লেখলে পিরামিড হয়!
৮| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: পুরান স্টাইল।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৪
ভ্রমরের ডানা বলেছেন: মাহাবুব ভাই, আরেকটা লেখেই ক্ষান্ত দিব! ল্যান্ড মার্ক বলে ১০ সংখ্যাটা মন্দ নয়! প্লিজ ডোন্ট মাইন্ড ব্রাদার! লাস্ট ওয়ান!
৯| ৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫
প্রামানিক বলেছেন: এ ধরনের কবিতা লিখতে মেধা মগজ খাটানো দরকার আপনি সেটা খাটিয়েছেন। ধন্যবাদ
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫
ভ্রমরের ডানা বলেছেন: প্রামানিক ভাই সব লেখাতেই মগজ খাটানো লাগে। আপনার সুন্দর সুন্দর ছড়া দেখে আমারো তাই মনে হয়, মাঝে মাঝে হিংসা হয়! ইস আমি যদি এমন লেখতে পারতাম! হা হা হা!!
১০| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল তো। চলুক
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ! আপনার উপস্থিতি অনুপ্রাণিত করেছে।
১১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো হয়েছে।
তবে মাঝেমধ্যে ভিন্নতা দিতে পারেন।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ রাজপুত্র ভাই, নতুন কবিতার দিকে যাব শীঘ্রই। আর একটা লেখেই এই ধারার সমাপ্তি! এরপর নতুন কিছু লেখব ভাবছি।
ইদানিং লেখতে ভাল লাগছে না মাথা ঘুরান্টি দেয়।
১২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৪
শায়মা বলেছেন: নুরজাহান নুরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে মেঘলা মতীর দেশে ইরানী গুলিস্থান
কবিতা পড়ে এই গান দিলাম।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৮
ভ্রমরের ডানা বলেছেন: শ্রীকান্ত আচার্যের কন্ঠে খুবি চমৎকার একটি গান শোনালেন আপু!!! খুব ভাল লেগেছে
"এনেছিলে তুমি তনুর পেয়ালা ভরি
বলি বলি দিলরূবা নবাবের গান
নুরজাহান, নুরজাহান" কলিটি।
কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ আপুনি!!!
১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৬
কথাকথিকেথিকথন বলেছেন: যে স্টাইলই হোক কবিতা ভাল লেগেছে ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ। আপনি এসে ধন্য করে দিলেন।
কবিতা ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম!
১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ভাই! ভাল থাকবেন। শুভকামনা!
১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০
চাঁদগাজী বলেছেন:
আপনি ফানী ফরমেট চালু করছেন কবিতার গঠনে
০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
ভ্রমরের ডানা বলেছেন: মোটেই নয় গাজী ভাই, পাশ্চাত্য সাহিত্যকর্মে এর ভুরিভুরি উদাহরণ আছে। বাংলা সাহিত্যে তেমন করে কেউ ভাবে নি! এভাবে কেউ সিরিজ লেখেছে বলেও আমার মনে হয় না।
কিছু মনে করবেন না! আপনার সন্দেহ দূর করার জন্য কিছু প্রমান দিচ্ছি। দেখুন
আবার দেখুন
ইনি নিজেই লেখেছেন
নতুন তো তাই এমন মনে হয়েছে আপনার! এসব কবিতা লেখা কিন্তু সহজ নয়! একটা থিম নিয়ে এভাবে লেখা অনেক কষ্টকর! আমার অভিজ্ঞতা কম হতে পারে তবে নিজে লেখতে গিয়ে বুঝেছি।
সুন্দর মন্তব্যে ধন্যবাদ গাজী ভাই।
১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৭
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ গেমু ভাই আপনি প্রথম হয়েছেন! কি খাবেন বলুন? চা কফি। নাকি মুরগী পোলাও! যা চাবেন তাই খাওয়াব আজ!
হায়! হায়! নোটিফিকেশনের জন্য মিস করলাম নাকি? খাওয়াবেন আইজকা?
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: ভাই নিন প্লিজ!
কাশ্মীরি মাটন বিরিয়ানি! পুরাই ইয়াম্মি ভায়া!
১৭| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: নূরজাহান অামার অন্যতম প্রিয় একটা চরিত্র । অারও একজন অাছেন সুলতানা রাজিয়া ।
০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮
ভ্রমরের ডানা বলেছেন: ইতিহাস পড়তে ভালই লাগে রুপক ভাই। মজা আছে! কিন্তু ডোন্ট আস্ক মি এনি সাল! প্লিজ!
হা হা হা!
১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭
জুন বলেছেন: নুর জাহান এর ১ম স্বামী শের আফগান এর মত আপনাকেও বঙ্গদেশে নির্বাসন দিত সম্রাট জাহাঙ্গীর ।
তবে পিরামিড কবিতা ভালো হয়েছে ভ্রমরের ডানা ।
+
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:২১
ভ্রমরের ডানা বলেছেন: তাই নাকি আপু! এই ইতিহাস জানা ছিল না! তবে নুরজাহান যে অনেক সুন্দরী ছিল সেটা প্রমানিত হল আবারো। জাহাঙ্গীর লোকটা ভাল ছিল বলে মনে হয় না!
কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ আপু! শুভকামনা রইল!
১৯| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৩০
তানজির খান বলেছেন: খুব ভাল লেগেছে কবিতা। এবার কিছুদিন পিরামিড কে ছুটি দিন!
ভালবাসা নিবেন কবি
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩
ভ্রমরের ডানা বলেছেন: আপনার কথা রেখেছি কবি। কবিতার বদলে এবার গল্প লেখলাম। পিরামিড আর একখানা বানিয়েই অবসরে যাব ভাবছি। সুন্দর কমেন্টে অনেক অনেক ভাল লাগ রইল।
২০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৬
ফরিদ আহমাদ বলেছেন: নতুন ধারার কবিতা।
খুব,খুবই ভালো লেগেছে ভ্রমরের ডানা।
০৫ ই মে, ২০১৬ রাত ১:১৩
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ। পাঠকের আবেগ মন ছুঁয়ে গেল।
২১| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১৩
উর্বি বলেছেন: দারুন
০৫ ই মে, ২০১৬ রাত ১:১৩
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সহব্লগার।
২২| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব ভাল লাগা রইল কবিতায়
১১ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এভাবে কবিতায় আপনাকে পাব ভাবিনি!
কমেন্ট পড়ে মনটা ভাল হয়ে গেল।
অনেক অনেক শুভকামনা।
২৩| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ থাকব কিন্তু সামুতে কখন কোন পোষ্ট চুরি করে চলে যায় দেখতে পারিনা
১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
ভ্রমরের ডানা বলেছেন: বুঝেছি, আপনি সাহিত্য প্রিয় মানুষ। সব লেখা কারো পক্ষেই পড়া সম্ভব নয়। ব্যাপার না।
আপনাকে কবিতায় পেয়ে খুব খুশি লাগছে। অনেক অনেক ভাল থাকা হোক।
২৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এমন কবিতা জীবনে পড়িনি। এ প্রথম পড়লাম। এ আবার কোন স্বপ্ন নয়তো?
০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
বাংলা সাহিত্যে এর প্রচলন নেই বললেই চলে। ইংরেজি সাহিত্যে আছে। এভাবে পিরামিড স্টাইলে লেখে আনন্দ পেয়েছি তাই লেখা আরকি। সাহিত্যে বড়ই বিচিত্র ফরিদভাই। অনেক সময় তা স্বপ্নকেও হার মানায়।
পুরোনো কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগছে।
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ ভোর ৪:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: দারুন কস্টসাধ্য কবিতার গঠনশৈলী । ভাল লাগণ কবিতা । আগ্রায় যখন তাজমহল দেখি তখন মনে হত মমতাজ জানি দেখতে কত সুন্দর ছিল, শাহজাহান কেমনে তারে খুঁজে পেল , নিশ্চয় তার নজর ভাল ছিল ইত্যাদি কত কি যে ভাবছিলাম ।
শুভেচ্ছা রইল ।
২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক আগের কবিতায় আপনার এমন মন্তব্য পেয়ে আপ্লুত হলাম! এই কবিতা দিয়ে আমি চেষ্টা করেছি রাজ রাজ মনগুলো ছুঁয়ে দেখতে। তাজমহলের যমুনার বাতাসের মতই মিহি সে মনে প্রেম যেন থইথই যমুনার জল।
এমন একটি মন্তব্যের জন্য ধন্যবাদ সুপ্রিয় লেখক! শুভকামনা!
২৬| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতিমন্তব্যের জন্য । আগ্রার তাজমহলের নীচে যমুনার জল দেখে এখন আর তেমন মন ভরেনা , একেতো যমুনা শুকিয়ে গেছে আগের থেকে অনেক বেশি , তাছাড়া এর পানিও কিছুটা বি্বর্ণ হয়ে গেছে বিভিন্ন প্রকার বর্জের কারণে । তবে রাজ মনের সন্ধান সেখানে কিন্তু নেহাত মন্দ নয় , কেও পায় কেও পায়না , তাই তো তাজ মহলের ভিতর হতে শাহজাহানের দীর্ঘস্বাসটুকু কেবলি শুনতে পাওয়া যায় । কামনা করি রাজমনগুলি যেন ছুয়ে দেখতে পারেন । যমুনার থই থই জলে প্রেম যেন ভেসে চলে ।
শুভেচ্ছা রইল ।
২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
যমুনার জলের সাথে পাল্লা দিয়ে মনের জলও শুকিয়ে গেছে। আগেকার রাজ রাজ মন এখন আর নেই। রাজাধিরাজের গুলাবি বাগানের ফুল ঝরে গেছে, মহলের পলেস্তারা খসে গেছে, জং ধরেছে দুরন্ত কামানে, কার্নিশে বেধেছে ঘুঘু পাখি বাসা।
যমুনাতীর সে কবেই মরেছে। এই যে ভারতবর্ষ মহান সে তো শাহাজাহানের তাজমহল করেছে। এই যমুনার জল সেতো মমতাজের প্রেমবাহক। সে জলে দুবৃত্তরা বিষ ছিটিয়ে নিজেদের হত্যা করছে।
মানুষের মন থেকে প্রেম উঠে গেছে তাই তো দশা। যেগুলো মনে প্রেম বেচে আছে তারাও নিভুনিভু। প্রেমকে জাগিয়ে তুলতে আবার চাই, শ্রীকৃষ্ণকীর্তন, চর্যাপদ, জয়গুনের পুথি, দস্যু কেনারামের পালা, দেওয়ানা মদিনা, অন্নদামঙ্গল, হাতেম তায়ী।
কবিতার পাঠে ও অনুভবে আবারো অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় লেখক! ভাল থাকুন নিরবধি!
২৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:০১
ডঃ এম এ আলী বলেছেন: নোটিশ পাইনি বলে এত সুন্দর প্রতিউত্তরটি দেখতে পারিনি । শ্রীকৃষ্ণকীর্তন, চর্যাপদ, জয়গুনের পুথি, দস্যু কেনারামের পালা, দেওয়ানা মদিনা, অন্নদামঙ্গল, হাতেম তায়ী এর মধ্যে একটি বাদে সবগুলি পড়েছি । জয়গুনের পুথি অনেক খুজেছি কোথাও এখনো পায়নি তারে , এটা কি হারিয়েই গেলো । জানা মতে একজনের সন্ধানে তা ছিল, কিন্তু তিনি প্রয়াত । তিনি ছিলেন অামাদের স্ংস্কৃতের টিচার পন্ডিত স্যার , স্যারের নামটি কোনদিন্ই জানা হয় নাই, কারণ ছেলে বুড়ু সকলেই তাঁকে পন্ডিত স্যার বলেই ডাকত । স্কুলে মৌলভী সারের থাপ্পর খেয়ে গালে , পন্ডিত সারের সংস্কৃতির ক্লাশে যোগ দেয়ায় তিনি বেজায় খুশী ছিলেন আমার উপরে । ঘরে ডেকে নিয়ে মুরির লাড়ু খাওয়াতেন আদর করে । তাঁর ঘরে ছিল পুথির ভান্ডার , গাজী কালু চম্পাবতী, সোনাভান, জয়গুন বিবি, আরো কত যে ছিল নাম তার মনে নাই । যাহোক প্রতি উত্তর পাঠে স্মৃতিকে নিয়ে গেল অনেক দুরে ।
শুভেচ্ছা রইল ।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
নাথ গীতিকা, পূর্ববাংলা গীতিকা, ময়মনসিংহ গীতিকা আমাদের সম্পদ। আজকের ছেলেরা তা থেকে বঞ্চিত। সুপ্রিয় লেখক যদি সময় করে এই সব অমুল্য ভান্ডারের রিভিউ আমাদের দিতেন তবে উপকৃত হতাম। আমি নিজেও শুধু নাম জানি। বাকি সব অজানা অচেনা! ব্লগের সবাই উপকৃত হত।
কবিতা পাঠে ও সুগভীর অনুভবে এই যে স্মৃতিচারণ করে গেলেন এতে অনেক কিছুই ছবির মত ভেসে উঠল। কতই না নির্মল ছিল সুপ্রিয় লেখকের বাল্যকাল!
২৮| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:১৭
ডঃ এম এ আলী বলেছেন: প্রাচীন বাংলা সাহিত্য নিয়ে কাজ করার খুব ইচ্ছে । বড় কাকা ছিলেন বাংলা সাহিত্যের অধ্যাপক সেই ১৯৬৫ সন থেকে এক বড় কলেজে । ঘরের খেয়ে বনের মোষ তারানোর মত ছিল তাঁর কান্ড কারখানা । বাবার উপরে সব ছেড়েছুড়ে চাকরী করে মালপানি যা পাইত খালী কিনত বই । তাঁর সংগ্রহে ছিল এপার ওপারের প্রাচীন বাংলা সাহিত্যের তাবত বই , বেশী ছিল পুথি সংগ্রহ আর মঙ্গল কাব্য নিয়ে দ্বিজগনের ভুজপত্রে হাতের লিখা পুথি কাব্যগাথা , কিছু ছিল পালি , কিছু ছিল সংস্তৃত আর প্রাচীন বাংলা । দেশের বাড়ীতে কাঠের আলমারীতে বুক সেলফে বেশীর ভাগই ছিল তা সংরক্ষিত । কিন্তু কস্টের কথা, মুক্তি যুদ্ধের সময়য়ে আমাদের দেশের বাড়ীতে মুক্তি যুদ্ধা কেম্প থাকায় পাক হানাদারেরা ৩০ মিনিট ধরে বোমারু বিমান দিয়ে শেলীং করে বাড়িটি দেয় উড়িয়ে , জীবন নিয়ে কোনমতে বাচতে বাঁচতে পারলেও এ অমুল্য পুথিগুলি আগুনে যায় পুড়ে । যাহোক পড়েছিলাম যা স্বরণে আছে কিছু তা । এই সামুতেও দিয়েছি পোস্ট কয়েকটা যথা ক্ষেমানন্দের মনসা মঙ্গল , সয়ফল মুল্লুক ও বদিরুজ্জামান , শকুন্তলা আর এখন চলছে মেঘদুত । প্রাচীন বাংলা সাহিত্যে অরুচী অনেকের মন্তব্যের ভাষায় কিছুটা বুঝা যায় । যাহোক, ময়মনসিংহ গীতিকার একটি অাখ্যান কাজল রেখা নিয়ে কাজ করছি এখন , পোস্টানোর ইচ্ছা আছে। জানি পাঠক সারা তেমন পাবনা ফ্লপ হবে একে আএকে , তার পরেও লিখে যাব সাধ্যমতে ।
শুভেচ্ছা রইল ।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩
ভ্রমরের ডানা বলেছেন:
অনেক দেরীতে পপ্তিউত্তর করার জন্যে প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি!
হয়ত নোটিফিকেশন আসে নি!
আপনার মন্তব্যটি পড়লাম। আপনি বেশ কয়েকটি লেখা ব্লগে দিয়েছেন এবং সেগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আশা করি প্রাচীন বাংলা সাহিত্য নিয়ে আরো অনেক কিছুই আপনার ভাষায় ব্লগে পাব!
ধন্যবাদ শ্রদ্ধেয়!
২৯| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৩৫
আরাফআহনাফ বলেছেন: "আগ্রার তখে ঘুমায়নি সে, উত্তপ্ত দুটি চোখ,
বুকে যেন তার সেলিমনামা,অঘোষিত বিক্ষোভ"
কে হায় এখন এমনো হয়????????
সুন্দর কবিতা - ভালো থাকুন।
১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯
ভ্রমরের ডানা বলেছেন:
হয় হয়...... ওয়েট ফর রাইট ওয়ান.....
কবিতার স্বাদগ্রহণে ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৬ রাত ৩:১১
গেম চেঞ্জার বলেছেন: বাহঃ দারুণ!!