![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে এখানে আমি
শব্দের কোলাহলে
টুপটাপ বৃষ্টির গানে, নীরবচারী নিনাদ,
তবু জাগ্রত মিষ্টিচোখ-
এভাবেই আমি মোহাচ্ছন্নতায় ডুবেছি,
তোর ভোরের কোলাহলে
স্মৃতি মায়াময়ী কোলাজে আকা দলছুট
সব পাখিরা জাগ্রত আজো!
উড়ে চলে কালের পর কাল
স্মৃতি ডালের এই নীড়ে সেই নীড়ে।
এভাবেই কেটে যায় কয়েকটি শতাব্দী
টিকটাক টিকটাক ছন্দে ছন্দে,
ভোরের সিধ কেটে ঘরে ভাসে
একটুকরো মেঘের নগর।
আমি তো একাকীই ছিলাম বেশ,
তবুও প্রথম মেঘেরডাক শুনেই
গুবাক সারির মত ওই চোখের
পাপড়ির বাগান দেখে,
আমি হতে চেয়েছিলাম, ভোরের ধ্রুবতারা।
হতে চেয়েছি কিছুটা ক্লান্তজল,
হতে চেয়েছি তন্দ্রাহত রাত,
হতে চেয়েছি ভোরের ডাহুক পাখি।
আবছা আলোতে, নক্ষত্রের মঞ্জুরীর
মত তোর খোঁপার বেলি,
ভুলেছি আমার মনের গলির পথ, ভুলে গেছি যত
শ্রাবনের টুপটাপ ঝরা বৃষ্টির গান,
তোরি প্লাবনে ভেসে গেছে যাক
শ্রাবনের ধারার বান!
ক্ষতি নেই, ভেসে যাক আমার সাধের
ডিঙি নাও,
ক্ষেতের পাড়ে খেলছে স্মৃতি, অঝোর
ঝরে যাও।
তুই প্লাবন, তুই জল,
এই ধু ধু চরে বয়ে নিয়ে এলি সহসা
নদী টলমল টলমল!
সোদা সোদা ভুরভুরে মাটির গন্ধে
ক্রমশ ভারী হয়ে ওঠা চারিপাশ,
কেওড়া বনের কদমফুলের জলবিন্দুটির মত;
তোর ওই চোখের তারার বনে,
দেখেছিলাম প্রথম শ্রাবণমাস,
প্রথম বৃষ্টিকনা, প্রথম ঘন মেঘ আর
প্রথম মহাপ্লাবন!!
দিগন্ত বিস্তৃত ওই সূদুর সমুদ্রজলে
ডুবে যাওয়া সুর্যের মত,
আমি ডুবে গেছি গহীন জলের তলে!
মিলনের মহাপ্লাবনের বুদবুদে
বন্দি বায়বীয় কনার সাথে বন্দিনী
স্মৃতির মেঘেরা আজকাল ভেসে ভেসে
ওঠে এই প্লাবন জলে।
ঘনকাল মেঘের আঁচলে
সৌদামিনীর চপলা চাহনি,
থেকে থেকে জাগে প্লাবন জলে।
আমি একা দাঁড়িয়ে রই
মেঘবালিকার ভেলার কোলে।
বসে বসে ভাবি,
এই দুয়ার খুলে
তুই এলি বলে,
ভাবি, এই ভাসবি বুঝি
আমায় নিয়ে শ্রাবন জলে।
ভাবি, চোখের কনার অশ্রুমুছে
বলবি আমায় পাগলছেলে,
প্লাবন দেখে কেউ কি কেঁদে ফেলে!
বলবি, এতদিন মানঅভিমানের শতসহস্র
সব জলকবিতা,
বিন্দু বিন্দু করে যা জমিয়েছিস
ওই চোখের ঘন আসমান কোলে,
গর্জে ওঠ, ঝরিয়ে ফেল আমার প্লাবন জলে!
সবভুলে গিয়ে
আমিও তখন ছন্দ তুলে;
কোরাস গাব দিল খুলে হায় জগৎ ভুলে!
তাই, এমন দিনে ঝরবে বলে
মেঘ ভাসিল হেলেদুলে।
যা ঝরে যা,তাকধিনাধিন ময়ূর ডানায় পেখম মেলে;
কুমড়ো বনে; মাধবী লতায়; ফিঙে ফুলে।
ঝিরঝিরিয়ে দে ভিজিয়ে দুষ্টু ছেলে,
ফোটায় ফোটায় যা ঝরে যা প্রিয়ার গালে!
রুমঝুমাঝুম তা থৈ তা থৈ দ্বৈত তালে!
ছবিঃ গুগল
উৎসর্গঃ প্রথম সেই বৃষ্টি ফোটাকে যাকে অনুভব করেছি গভীরভাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত।
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৬
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও প্রথম কমেন্টে উষ্ণতা ভরা ধন্যবাদ ভিগু ভাই!
২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৪
হাসান মাহবুব বলেছেন: আসলেই, গভীর।
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮
ভ্রমরের ডানা বলেছেন: গভীরতম ভালবাসায় পলি জমে বেশি, তাই জল ঘোলাটে!
ব্যক্তিগত অভিজ্ঞতা!
পাঠে ও কমেন্টে অনুপ্রানিত হলাম হামা ভাই!
৩| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৪
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, শুভকামনা!
৪| ১৩ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬
কল্লোল পথিক বলেছেন:
তুই প্লাবন, তুই জল,
এই ধু ধু চরে বয়ে নিয়ে এলি সহসা
নদী টলমল টলমল!
সুপার লাইক।
১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯
ভ্রমরের ডানা বলেছেন: কল্লোল ভাই,
কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা!
৫| ১৩ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১
জুন বলেছেন:
আমি তো একাকীই ছিলাম বেশ,
তবুও প্রথম মেঘেরডাক শুনেই
গুবাক সারির মত ওই চোখের
পাপড়ির বাগান দেখে,
আমি হতে চেয়েছিলাম, ভোরের ধ্রুবতারা।
হতে চেয়েছি কিছুটা ক্লান্তজল,
হতে চেয়েছি তন্দ্রাহত রাত,
হতে চেয়েছি ভোরের ডাহুক পাখি।
হতে চাইলেই কি আর কেউ কিছু হতে পারে ভ্রমরের ডানা? এ শুধু পাখা ঝাপটানো। অনেক ভালোলাগা রইলো কবিতায়।
+
১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১
ভ্রমরের ডানা বলেছেন: লেখক হুমায়ুন আহমেদ বলেছিলেন, একা থাকা একটা যোগ্যতা। সবাই পারে না।
আমি মানব, একা থাকতে পারলে হতাম হিমুর মত মহামানব! সে পথে যাবার ইচ্ছে ইহজনমে নেই!
তবে যারা গেছে তাদের প্রতি অনেক শ্রদ্ধা রইল!
আপনার বিশ্লেষণ খুব ভাল লেগেছে আপু। অনেক অনেক ভাল থাকবেন! শুভ কামনা!
৬| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ লিখেছেন। +
১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ রাজপুত্র ভাই।
আপনার পিক (ব্লগ প্রোফাইল পিক) যতবার দেখি মন ভাল হয়ে যায়।
৭| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন: হা হা।
সেতো ভালো।
তাহলে বারবার আসবো।
১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
ভ্রমরের ডানা বলেছেন: দুষ্ট মিষ্টি হাসিসিজম!
হা হা হা
৮| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০
সুমন কর বলেছেন: ভালো লাগল। তবে একটু বড় করে লিখেছেন।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: আবেগে যতটুকু এসেছে ঝেড়ে দিয়েছি।
এত বড় লেখার ইচ্ছে ছিল না। কিন্তু না লেখে পারিনি। পড়ে শুধরে নেব সুমন ভাই।
কবিতায় আপনার উপস্থিতি আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদান্তে
ভ্রমরের ডানা!
৯| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর লাগছে কবিতা ডানা ভাই! শুভ কামনা জানবেন!
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৬
ভ্রমরের ডানা বলেছেন: সাহসী ভাই,
কবিতায় আপনাকে পেয়ে খুব ভাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ জানবেন।
১০| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৮
জেন রসি বলেছেন: প্রেম এবং প্রকৃতি আপনার কবিতায় সবসময় মিলেমিশে থাকে। কবিতা ভালো লেগেছে ডানা ভাই।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪২
ভ্রমরের ডানা বলেছেন: আপনার বিশ্লেষণ যথার্থ! প্রকৃতি আর প্রেম একই সুতোয় গাথা। তাই না লেখে উপায় আছে বলুন! জীবনানন্দ, রবি ঠাকুর, কাজী নজরুল সবাই এভাবেই লিখেছেন। হালের নির্মলেন্দু থেকে আমাদের সেলিম ভাই সকলেই প্রকৃতি আর প্রেমকে গেঁথেছেন একই সুতোয়।
আমি কোন ক্ষেতের মুলো যে ধারার পরিবর্তন করব।
হা হা হা!
আপনার কমেন্ট ও কবিতায় উপস্থিতি সবসময় অনুপ্রেরণাদায়ক। খুব খুশি হলাম।
ঝিরিঝিরি বর্ষার শুভেচ্ছা জানবেন!
১১| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬
দেবজ্যোতিকাজল বলেছেন: মোটামোটি b+
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১
ভ্রমরের ডানা বলেছেন: এখানে মুড়ি নেই দাদা!
১২| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯
দেবজ্যোতিকাজল বলেছেন: মোটামোটি b
১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
ভ্রমরের ডানা বলেছেন: সত্যি নেই!
১৩| ১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৬
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
মায়াময় কবিতা ।
সব পাখিরা জাগ্রত আজো!
উড়ে চলে কালের পর কাল
স্মৃতি ডালের এই নীড়ে সেই নীড়ে।
পাখিরা এভাবেই উড়ে উড়ে যায় । বৃষ্টি ফোঁটার মতো মিলায় অবশেষে ।
১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: আপনার উপলব্ধির সাথে মিল রেখে বলি,
যারে উড়ে যাবি যা,
পিঞ্জির খুলে রেখেছি
যাবি উড়ে যদি যা!
মুক্ত পাখির মত, জাগ্রত সৌন্দর্য আরকি কোথাও কিছু আছে!
আকাশেই ওদের বাস, সেখানেই কবিদের নিশ্বাস, ঝড় হয়ে মেঘ আনে, বৃষ্টি নামায়। বিষয়টা প্রাকৃতিক!
১৫ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪০
ভ্রমরের ডানা বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমার জন্য বিশেষ কিছু পাওনা সুহৃদ জী এস ভাই!
কবিতা পাঠে ও আন্তরিক বিশ্লেষণ, লেখকের জন্য সবসময় অনুপ্রেরণার। হৃদয় নিংড়ে আপনি সেরাটা বের করে আনতে জানেন।
১৪| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০৩
খায়রুল আহসান বলেছেন: স্মৃতি মায়াময়ী কোলাজে আকা দলছুট
সব পাখিরা জাগ্রত আজো! - অসাধারণ হয়েছে এ দুটো চরণ।
আমি হতে চেয়েছিলাম, ভোরের ধ্রুবতারা।
হতে চেয়েছি কিছুটা ক্লান্তজল,
হতে চেয়েছি তন্দ্রাহত রাত,
হতে চেয়েছি ভোরের ডাহুক পাখি। - আপনার এই চাওয়াগুলো মনের মাঝে অনুরণন রেখে গেলো!
কবিতা ভালো লেগেছে।
১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৭
ভ্রমরের ডানা বলেছেন: কবিতার লাইনে লাইনে খুটে খুটে দেখা একজন নিখুঁত পাঠককে কবিতায় পেয়ে ধন্য হলাম। কবিতায় আপনার উপস্থিতি, সর্বদা আমার জন্য বিশেষ কিছু। সতত শুভকামনা প্রিয় লেখক!
১৫| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৯
মনিরা সুলতানা বলেছেন: অসাধারন অসাধারন!!
২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১৩
ভ্রমরের ডানা বলেছেন: আর যাই বলুন আপু, আপনার কবিতা থেকে যা পাই তার কাছে এসব নস্যি মনে হয়।
কবিতায় আপনাকে পেয়ে মনে হয় স্বার্থক হয়েছি। ব্লগের কবিতাদি বেশি দিন হয়নি পড়েছি যে সব তবুও কবিতার রাজ্যে আপনাকেই মনে হয় রাজেস্বরী।
শুভকামনা আপু!!!
১৬| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দরতম কবিতায় মুগ্ধতা রইল। +++ এর সাথে ভাল লাগা।
এভাবেই আমি মোহাচ্ছন্নতায় ডুবেছি,
তোর ভোরের কোলাহলে
স্মৃতি মায়াময়ী কোলাজে আকা দলছুট
সব পাখিরা জাগ্রত আজো!
০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: দিলে হালকা হাওয়া বইয়ে দিলেন ভায়া!
ধন্যবাদ!!
১৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: কথামালা কিন্তু অস্থির । পড়ে তো বৃষ্টিতে ভেজার শখ জাগলো!
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: এই সময় ভিজিয়েন না! সর্দি লাগবে!
কবিতা পাঠে অনেক ধন্যবাদ সাধু ভাই!
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
প্রথমকথা বলেছেন:
ক্ষতি নেই, ভেসে যাক আমার সাধের
ডিঙি নাও,
ক্ষেতের পাড়ে খেলছে স্মৃতি, অঝোর
ঝরে যাও।
খুব উদাস ভাব আছে লেখায়, ভাল লেগেছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
ভ্রমরের ডানা বলেছেন: হুম, অস্বীকার করব না, কবিতা উদাসী হয়েই লেখা।
আপনি ধরে ফেলেছেন।
যাকগে, ভাল লাগল আপনার কমেন্ট পড়ে।
শুভকামনা রইল!!!
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৬ রাত ১:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!
![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)
ভাসছিলাম ডবছিলাম আবার ভাসছিলাম...
অনুভবের গভির তালে লয়ে নিরবিচ্ছিন্ন আবেগে ধরে রাখা উতল অনুভবে
+++++++++++++++++++++