![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে পড়ে সদা গুবাক সারির দল
তার ধারে ঠায় বাখান নদীর বিল,
শ্যাম অভ্রে হাসি জোছনা তারার ঢল,
সন্ধ্যারাগে খেলিত জোনাকির মিছিল।
মাটির পাঁজরে লেখা চাষাভূষা গান,
ভোরের পাখির গানে সুরেলা সে সুর,
হাজার বছরে গাথা শেকড়ের টান,
কলবের মাঝে শুনি মারিল চিকুর!
শ্যামল কোমল মাখা বাংলার এ গ্রাম,
লতাপাতায় ঘেরা স্বপ্ন অমরাবতী,
শত ক্রোশ দূরদেশী হেরিনু সে দ্যুতি,
মনোহর রুপে শুনি সহস্র সুনাম।
এপার-ওপার স্মৃতি বেশ ডাকাডাকি,
ছায়া ঠোঁটে নিয়ে গেল ভিনদেশী পাখি!
উৎসর্গেঃ বাংলার গ্রাম
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
রাত্রি ৮ টা ৪২ মিনিট
১৭ সেপ্টেম্বর, ২০১৬
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩০
ভ্রমরের ডানা বলেছেন: ত্রয়ী! তিনদিনে তিনটে ছানা!
এই তো একটু আগে এটা দিলাম। কাল আরেকটা পরশু আরেকটা! আগে এসব লেখার ফুসরত পেতাম না রাজপুত্র ভাই!
ভাল হয়নি দেখে গালি দিয়েন প্লিজ! চেষ্টা করছি আরকি!
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১
ধ্রুবক আলো বলেছেন: বাহ্! চমতকার লেখনি
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৪
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ!
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অশেষ ধন্যবাদ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৫
পথহারা মানব বলেছেন: ভাই আমি মাইকেল, পেত্রাক কিংবা শেক্সপিয়র কারো সাথেই আপনার তুলনায় যাচ্ছি না আর আপনি নিজেও সেটা পছন্দ করবেন না!!! কিন্তু এভাবে প্রতিদিন সনেট লেখতে থাকলে আমার মনে হয় না, আপনি সনেট লেখকদের অন্তত সংখ্যায় পিছনে ফেলতে পারবেন না!!!
সুন্দর হয়েছে..যদিও আমি ঠিক বুঝিনা!!! বিশেষ করে সনেটের শেষ লাইনের যে একটা বিশেষত্ব থাকে তা বেশ ভালভাবেই ফুটে ঊঠেছে বলে আমার মনে হয়!
একটা অনুরোধ করি, একটা আঠারো লাইনের সনেট কি লেখা যায়????
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২২
ভ্রমরের ডানা বলেছেন:
দেখুন, কাজের কথা দিয়েই শুরু করছি, ১৮ লাইনের যে সনেট সেটাকে ইংরেজিতে বলা হয় হিরোয়িক সনেট। এই সনেটে শেষ সর্গে আরো চারটি লাইন জুড়ে আরেকটি স্টাঞ্জা তৈরি করা হয়। এধরনের সনেট বিশ্বে অনেকেই লিখেছেন। বাংলায় আছে কিনা জানা নেই।
কেন লেখা যায় না অবশ্যই যায়!!
সনেট লেখার প্রায় ১০-১২ টি স্টাইল আছে। সেক্সপিয়ার, জন ওয়াইক্লিফ, মিল্টন, থমাস ইয়াট, কুচার এক এক জন এক এক স্টাইলে লেখতেন। পেত্রার্কীয় ও মাইকেলের লেখা সনেটগুলো অবশ্য ভিন্নতর এবং আকর্ষক!
অষ্টক ও সষ্টক গঠন রীতি এক এক জন এক এক স্টাইল ফলো করেন।
সনেট লেখার কিছু প্রথাগত নিয়ম আছে।
যেমন পেত্রার্কীয় বা ইটালিয়ান ফরমেটে আঠারো লাইন, আঠারো অক্ষর, দুইটি ভাগ ইত্যাদি। বাংলায় তো মাইকেল বলয়ের বাইরে গিয়ে সনেট লেখেন নি। বাংগালী তাই ঐ সব চিনে না।
যাক গে, আমার অষ্টক লেখার স্টাইল হল-
কক খখ কক খখ
আর সষ্টক লেখার স্টাইল হল-
গ ঘ ঘ গ ঙ ঙ
যাই হোক আপনার কথায় ভাল লাগল। কোন লক্ষ্য নিজের সামনে নিচ্ছি না। যতদিন পারব চেষ্টা করব।
কবিতা পাঠে ও মুল্যবান মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ!
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১
অরুনি মায়া অনু বলেছেন: সনেটে শেকড়ের টান। বেশ ভাল লেগেছে। আরও পড়ার অপেক্ষায় রইলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
শেকড়কে ভুলে থাকা চলে কি করে!
দায়বদ্ধতা বলতে পারেন। তাই এ ক্ষুদ্রপ্রয়াস!শুভকামনা!
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২
পথহারা মানব বলেছেন: ভাইরে আমায় এত জ্ঞান দিলেন!!! আমি যে এসব তেমন বুঝি না, এমনি বলে ফেললাম আটারো লাইনের কথা, অল্প বিদ্যা ভয়ংকরী হলে যা হয় আর কি!! হে হে...প্লিজ কিছু মনে কইরেন না!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
ভাই, আপনাকে জ্ঞান দেইনি এই গুগলের যুগে কেউ কারো থেকে কম জানে না। যেমন এই মুহূর্তে পটলের কেজি কত আমি জানি না কিন্তু যে বাজার করে সে জানে। তবে জানা টা ভাল।
বিষয়টা নিয়ে তাই জাস্ট আপনার সাথে আলোচনা করলাম। বিষয় গুলা ক্লিয়ার থাকা ভাল। তাহলে বুঝতে সবার সুবিধা হয়। আর কমেন্টগুলো অনেকেই আছেন পড়তে ভালবাসেন। লেখক সম্পর্কে আইডিয়া নেন। তাদের জন্যও তো কিছু রাখা উচিত।
আমি চাইলেই পাঠে কমেন্টে ধন্যবাদ দিয়ে কাজ শেষকরে দিতাম কিন্তু আপনি ব্লগে আমার সিনিয়র তার উপর আবার ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে জানতে চাইলেন সেটার প্রতি সন্মান জানিয়ে উত্তরটি করা। দয়াকরে ভুল বুঝবেন না ভাই!
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০০
বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার লেখনি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ বিলিয়ার ভাই!
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: পুরাই ফর্মে আছেন দেখতাসি!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১২
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় হামা ভাই, লেখে মজা পাচ্ছি তাই কিছু স্বাদ নিয়ে নিলাম!
আর আমার লেখা গুলা যদি আপনাকে ভাললাগা দিতে পারে সেই তৃপ্তি!
যাকগে, আমারো কেন জানি মনে হইতেছে, হাল্কা পাতলা ফর্মে আছি, কিন্তু ২২ গজে থাকলে সেঞ্চুরি না হলেও ফিফটি হত বলে মনে হচ্ছে!
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২
ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও সাথে থাকার জন্য ধন্যবাদ সুমন ভাই।
অনেক শুভকামনা!
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫
খায়রুল আহসান বলেছেন: বাঙলার শ্যামলিমা নিয়ে রচিত এ সনেট খুব ভালো হয়েছে।
এপার-ওপার স্মৃতি বেশ ডাকাডাকি,
ছায়া ঠোঁটে নিয়ে গেল ভিনদেশী পাখি! -- চমৎকার!
কবিতায় + +
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
বাংলার শ্যামলিমায় মুগ্ধ হয়ে ও ভীনদেশী পাখির ছায়া ঠোঁটের উৎপীড়নের প্রতিবাদে লেখাটি লেখা!
প্লাসের জন্য কৃতজ্ঞ হলাম!
সুপ্রিয় লেখক, কবিতাটি পাঠে ও কমেন্টে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা!
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩১
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,
মাটির পাঁজরে লেখা চাষাভূষা গানের মতোই হৃদয়হারিনী সনেট ।
শ্যামলিমায় মাখা কোমল বাংলার যে রূপ আমাদের টানে, তা হাজার বছরে গাথা শেকড়ের টান ।
অতি সুন্দর !
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭
ভ্রমরের ডানা বলেছেন: শ্যামলিমার সে রূপ সবার নজরে পড়ে না, সুরম্য অট্টালিকার ঘোরে বিভোর মানুষ তুলে দিয়েছে তার সব কিছু ভীনদেশী পাখির ঠোঁটে!!
সুহৃৎ জী এস ভাই,
কবিতায় আপনাকে পেয়ে উজ্জীবিত ও অনুপ্রাণিত হলাম!
শ্যামলিমায় মাখা কোমল বাংলার যে রূপ আমাদের টানে, তা হাজার বছরে গাথা শেকড়ের টান ।
আসলেই তাই! বাংলা জেগে উঠুক স্বমহিমায়! জয় বাংলা!
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ডানা,
এগুলো কি আগে লেখা নাকি ইদানীং লিখছেন?