নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

চাই মানবতার পদাতিক বন্ধন

০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০



আমি জানি,
মানবতার দুয়ার বন্ধ তোমাদের,
ভয়েরচিহ্ন তোমাদের প্রতিটি লোমকূপে।
শিরায় শিরায় এড্রেনালিন।
জংগল শাবকের লেলিহান লালাস্রাবে
ঝলসে গেছে তোমার কণ্ঠস্থ এপিগ্লোটিস,
বোবার থেকেও বোবা তোমরা!

পাথরের জগদ্দল পায়ের পাতায় বেধে
যে সভ্যতার পথে আলোর মশাল হাতে,
তাতে নিজেই তোমরা অন্ধ-খোঁড়া নও কি?

ইউনিভার্সিটি চত্বরে যে মানুষগুলো
রক্তের চাপাতি দেখে মুখ ফিরিয়ে নিয়েছ
দুকদম ফেলনি, পিঠ দেখিয়েছ,
তোমরা পাপী,
তোমাদের পাপীয়সী হাতে
মানবতা রক্তাক্ত,
এরপর যারা বাকরূদ্ধ কণ্ঠে হাজারো বিলাপ
করছিলে, শতশত ক্যামেরা তাক করে
ত্রস্ত হরিনের মত দিগভ্রান্ত ছুটেছিলে,
তোমরা, হ্যা তোমরাই নির্মমভাবে
মাটির শত শত হাত নিচে,
গভীর থেকে আরো গভীরে, পুতে দিয়েছ,
তোমাদের বিবেক, শক্তি, সাহস,মানবতা।

আমি বিশ্বাস করি, যে মানবতাকে তোমরা
মোবাইল ক্যামেরায় ধরতে চেয়েছ,
কম্পনশীল থরথর হাতে,
সে এখন কলেজ পড়ুয়া উদ্ধারকারী
এক যুবকের রক্তমাখা সাহসী শার্টে,
এঁকে দিচ্ছে মানবতার বিজয় চুম্বন!
লজ্জা! সে মানবতা তোমাদের নয়।
তোমাদের সুযোগ ছিল,
বীরের মত এগিয়ে অসুরদলনের।

এভাবে আর কত?
নিজের পিঠ বাঁচিয়ে, উটপাখি জীবন।

তোমাদের একটি বন্ধন, মানবতার বন্ধন,
একটি শপথ, রুখে দেওয়ার শপথ।
তারুণ্যের বুকের অপরাজেয় বাংলার কসম,
একটি ঝড় ফেসবুক বা টুইটারে নয়,
ঝঞ্ঝা বিক্ষুব্ধ মাঠেঘাটে দেখতে চাই।
ভয়ে কুঁকড়ানো, কাপুরুষতা নয়,
চাই সাহসী দীপ্তিময় পদাতিক বন্ধন দেওয়াল।
তারুণ্য, তোমাদের দুয়ার খোল,
রুখে দাও নারী নির্যাতক পিচাশদের,
এই দেশমাতৃকার,
একটাই আদেশ, একটাই দাবি, একটাই অনুরোধ।

পুনশ্চ- মানবতার জয় হোক।

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


শক্তিশালী পংক্তি ও ভাষায় মানুষের মহান ধর্ম, মানবতাকে উপরের স্তরে নেয়ার প্রচেস্টা করা হয়েছে, সুন্দর

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:

এভাবে চোখের সামনে নিরীহ মানুষ মারতে দেখাও এক ধরনের বর্বরতা, পৈচাশিকতা। কেউ এগিয়ে গেল না। এটাতে খুব কষ্ট লাগছে। খুব।

২| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৮

বিলিয়ার রহমান বলেছেন: পুনশ্চ- মানবতার জয় হোক, পশুত্ব নিপাত যাক। ;)

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন:

মনটা খারাপ বিলি ভাই।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৩০

বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় লাইক!! :) :)

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


এত গুলো মানুষ একা একটা জানোয়ারকে রুখে দিতে পারল না। আফসোস!

৪| ০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: মরে নি। একটা শ্বাস তলানিতে পড়ে আছে।

০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:

বুঝেছি আপনার কথা। আমি কিন্তু ক্লিমিনাল বা ভিক্টিমদের নিয়ে কিছু লেখিনাই। আমি লেখেছে যারা উইটনেস, যারা ৫ জন অপরাধীকে লক্ষ্য করে জাস্ট একটা ডামি দৌড় দিলে অপরাধী সে যেই হোক না কেন পালাত। কিন্তু সেটা হচ্ছে কই। যারা সেদিন ঘটনা দেখে ও মাই গড ও মাই গড করেছে, (ছেলে মেয়ে বুঝিনা, ইউনিভার্সিটিতে আবার ছেলেমেয়ে কি) জাস্ট একটা দৌড় দিত তাহলে গায়ে ৩-৪ টা কোপ কম খাইত। বাচার চান্স বাড়ত। একটা মেয়েকে যখন সবার সামনে একটা পিচাশ কুপায় সেটা কাদের দোষ?

এই ঘটনার সাথে ইন্ডিয়ার চিড়িয়াখানায় পড়ে মারা যাওয়া ওই লোকটার বিশেষ মিল আছে। দুটি ঘটনায় একটা মিল পেয়েছি। সেটা হল কেউ রিস্ক নেয়নি।

বরং ভিক্টিমের আরো ক্ষতি করেছে। এটা মানেন কি?

০৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:
বুঝছি খালি ছবি দেখছেন। চেঞ্জ করে দিলাম।

৫| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:২৭

সুমন কর বলেছেন: আমরা সবাই বাকরূদ্ধ হয়ে আছি !!

কবিতা ভালো হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:
এমন আর কত দিন! এসব দেখতে মোটেই ভাল লাগে না।

৬| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা অসাধারণ জয়েছে ।
চাই সাহসী দীপ্তিময় পদাতিক বন্ধন দেওয়াল।
রুখে দাও নারী নির্যাতক পিচাশদের।

পুনশ্চ- মানবতার জয় হোক।


সবার উপরে থাকুক মানবতা ।
শুভেচ্ছা রইল

০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন:

ঘটনাটি শুনে ও ইউটিউবে দেখে হতবিহব্বল হয়ে পড়েছি। খুব কষ্ট লাগছে।

কবিতা পাঠে ধন্যবাদ!

৭| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩১

নীলপরি বলেছেন: খুব ভালো বিশ্লেষন করেছেন । ভালো লাগলো ।

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

বিশ্লেষণ করতে গিয়ে খুব কষ্ট পেয়েছি।
ধন্যবাদ নীলপরি। ভালবাসা জানবেন।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৪

সাহসী সন্তান বলেছেন: ডানা ভাই, যে দেশে চেতনা আর মানবতা সাংঘর্ষিক, সে দেশে বেঁচে থাকার চেয়ে বোধহয় মরে যাওয়াই ভাল! সামনে কোন বিপদ দেখলে ফটোস্যুট আর ভিডিও করাটা এখন আমাদের কালচারে পরিণত হয়ে গেছে! :(

আফসোস, জানি না কোনদিনও আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো কিনা! :(

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৫

ভ্রমরের ডানা বলেছেন:
একদিন সব ভুল ভেঙে যাবে। সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। মানবতা বিবর্জিত মানবও একদিন অনুভব করবে প্রেমময় জীবন, সেদিন তার থেকে বেশি মানবতা কেউ বুঝবে না। কিন্তু সাধারন মানুষ, যারা রাস্তায় হাটছে, চলছে, ফিরছে, তারা ঘুমিয়ে আছে। এর গভীরে গিয়ে যদি দেখি তবে অনেক কিছুই বেড়িয়ে আসে। একদিন সে জেগে উঠবে, এগিয়ে যাবে। তাকে যেতেই হবে। নইলে যে কাদাজল তৈরি হবে তাতে একদিন সে অথবা তার প্রিয়জন কেউ সেই কাদায় পড়তে পারে। এটা বুঝতে হবে। সবাই কে যার যার অবস্থান থেকে মানবতার ডাকে সাড়া দিতে হবে। তবেই একদিন মুক্তি!

কবিতা পাঠে ধন্যবাদ সুপ্রিয় সাহসী ভাই।

৯| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১১

adil mahbub বলেছেন: জেগে উঠুক মানবের ঘুমন্ত মনুষ্যত্ব। শব্দাঘাত নতুন করে কড়া নেড়ে গেল। প্রশংসনীয় (y)

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:১৫

ভ্রমরের ডানা বলেছেন:
আপনিও লেখুন। একমাত্র কিছু লেখনীই পারে মানুষের বিবেককে নাড়া দিতে। কিছু শব্দাঘাত সময়ের দাবী।

১০| ০৮ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



সামাজিক অবিচার, অনিশ্চয়তা, রাস্ট্রের অন্যায়, প্রশাসনের অবিচার মানুষকে মানবিক গুণ থেকে দুরে সরে, 'নিজকে বাঁচাও' অবস্হানে নিয়ে গেছে, ঐক্য ভেংগে দিয়েচে রাস্ট্র

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:

জনগনের জন্য রাষ্ট্র, রাষ্ট্রের জন্য জনগন নয়। আমরা যারা সাধারণ জনগন তারা বিচ্ছিন্ন, হাজার হাজার টুকরো হয়ে শকুনের খাবার। দুই লাইন পড়া গ্রামের মানুষরাও জানে গ্রামে বাঘ আসলে সেটাকে একজোট হয়ে তাড়াতে হয় আর আমাদের ইউনিভার্সিটি গ্রাজুয়েট আর পিএইচডিরা এমন ঘটনায় পিস পিস হয়ে কেউ হাই তুলছে কেউ ভয়ে উটপাখি হয়ে ধুতুরা বাজাচ্ছে। গ্রামে কিছু মানবিক গুন এখনো আছে কিন্তু শহরে আছে ভদ্রতা। মানবিক গুণাবলি কি জিনিস ভদ্ররা সে কথা জানেন না। তাইতো ঢাকার রাস্তায় শতশত মানবতা ডাস্টবিনে খাবার খুঁজে। এই লজ্জা পুরো নিপাট ভদ্র সমাজের।

১১| ০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




মানবতার জয় হোক বলতে খুব ইচ্ছে করে কিন্তু ঐ যে চাঁদগাজী যেমন বলেছেন, সামাজিক অবিচার, অনিশ্চয়তা, রাষ্ট্রের অন্যায়, প্রশাসনের অবিচার মানুষের মানবিক গুণকে দূর থেকে দূরে নিয়ে গেছে যেখান থেকে তার আর ফিরে আসার পথ নেই ......

০৯ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
মুল্যবোধ, মানবিক গুণাবলীর জন্য কোন পুরস্কার নেই। সব পুরস্কার যোগ্যতা আর সফলতার। সফল হতে গিয়ে আমরা কি করছি? শিক্ষা অর্জন করতে গিয়েই বা আমরা কি করছি?

চোখের সামনে কোন অন্যায় দেখে চেপে যাওয়া, সেকি পাপ নয়। এ দেশের মানুষ সাহসী না হলে দেশের স্বাধীনতা আনতে পারত না। সেই সাহসী মানুষগুলো আজ দরকার। এই নারী নির্যাতনকারী কুলাঙ্গারদের রুখে দিতে মানবতা গুণ জাগ্রত করা দরকার। পেপার পত্রিকায় হানাহানি মারামারি হাইলাইট করে মানবতা আসবে না। সে জন্য চাই অনুপ্রেরণা মূলক কথা, লেখা। সমাজের শিকড় থেকে মানবতার কথা বলতে হবে। সবাই কে। শুধু শুধু নেগেটিভ ভেবে সমাধান আসবে না।


তরুনরা পানির মত। যে পাত্রেই রাখবেন সে আকার নেবে। কথা হল তাদের অনুপ্রাণিত করার লেখা কই, গল্প কই! সিনেমা কই?


আয়নাবাজিতে দেখলাম মুখোশধারী এক অপরাধীর জয়জয়কার। এমন শিক্ষা ছড়ালে ব্যাবসা হবে কিন্তু সামাজিক দায়বদ্ধতা মিটবে না। সবাই সবার যায়গা থেকে সে চেষ্টা কই?

জী এস ভাই, আপনার প্রতি উত্তরে মূলত নিজের হতাশা গুলো শেয়ার করেছি। কিছু মনে করবেন না।

ভাল থাকুন সুপ্রিয় ব্লগার।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৮

জুন বলেছেন: তোমাদের একটি বন্ধন, মানবতার বন্ধন,
একটি শপথ, রুখে দেওয়ার শপথ।
তারুণ্যের বুকের অপরাজেয় বাংলার কসম,
একটি ঝড় ফেসবুক বা টুইটারে নয়,
ঝঞ্ঝা বিক্ষুব্ধ মাঠেঘাটে দেখতে চাই।


আশায় বুক বেধে রইলাম ভ্রমরের ডানা।
+

০৯ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

ভ্রমরের ডানা বলেছেন:
আশাই জীবন। আপনার আমার আশা সকলের আশা পুর্ণ হোক। মানবতা বেচে থাকুক।

সময় করে এই ক্ষুদ্র লেখকের কবিতা পাঠ করার জন্য ধন্যবাদ আপু।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:২৮

অদৃশ্য বলেছেন:




দারুন প্রকাশ...

শুভকামনা...

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ।

শুভকামনা আপনার জন্যও!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.