![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাহাড়ের শিশির জলে ভেসে..
বাঁধভাঙা জোয়ার প্লাবিত দুকূল,
থইথই বানে পদ্মা মেঘনা বেয়ে..
সাগর মোহনার মিলন বাসরে..
আমি হতে চেয়েছিলাম..
দুরন্ত ইরাবতীর ডানা।
অজস্র ঝাউবন ফেলে,
যে পথ তোমার সমুদ্র বুকে-
সেই বনের আঁচলে -
হতে চেয়েছি গোধূলির অনুপ্রভা!
হতে চেয়েছি ডুবন্ত সূর্য বিম্ব...
টুপ করে ঝরে যেতে..
তোমার ঐ নীলাভ নীলে।
হতে চেয়ে প্রবালপ্রাচীরে লেপ্টে থাকা
লোহিত সারগাসাম, বাহারি রঙের কোরাল!
যে পরশে বিশুদ্ধতার জল,
তাতে আমি সমুদ্র হতে চেয়েছিলাম,
বাতাসের পরশ ছুঁয়ে ফেনিল ধারাপাত,
ঢেউগোনা জলে ধুয়ে দিতে চেয়েছিলাম-
তোমার রাঙা দুটি চরণ!
বালুকাবেলায় চিকচিক করা খনিজ
নোলক ভূমে, চুমে দিতে চেয়েছি
অতলান্তিক প্রেম বার্তাবহ !
আর এভাবেই,
আমি সমুদ্রমেখলা ওপারের বুকে,
হিমালয় শৈলজ তলে,
এঁকে যেতে হয়েছি ভোরের পাতায় জল।
শ্রান্তির তমসাবৃত্ত ভেঙে...
আবছা চাঁদনী রাত,
অজস্র ঢেউয়ের চিঠি হাতে,
কোন এক একাকী মানবীর জানালায়,
বিরান সমুদ্র বক্ষস্থলে দুফোটা অশ্রুজল-
হতে চেয়েছি শ্রাবণমেঘের ঢল..
হতে চেয়েছি সমুদ্র ঘুর্ণির বল..
ফুটিয়ে দিতে হৃদয়ের পদ্মকোমল!
তাই, উদ্ভাসিতার প্রেম অনিন্দ্য শতদল,
হতে চেয়েছিল সমুদ্র বুকের অনল!
সর্বস্বত্ব সংরক্ষিত
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার প্রথম অনুভবে একরাশ সমুদ্রজল শুভেচ্ছা! ভাল থাকুন নিরন্তর! শুভকামনা!
২| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬
জুন বলেছেন: অনেক ভালোলাগা রইলো আপনার চমৎকার কবিতায় ভ্রমরের ডানা ।
+
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৭
ভ্রমরের ডানা বলেছেন:
এভাবে কবিতায় প্লাস দিয়ে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ জুন আপু! সমুদ্রের মিষ্টি বাতাস আর গর্জনে ভরে থাক আপনার মন! শুভকামনা!
৩| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৮
রাবেয়া রাহীম বলেছেন: কোন এক একাকী মানবীর জানালায়,
বিরান সমুদ্র বক্ষস্থলে দুফোটা অশ্রুজল-
হতে চেয়েছি শ্রাবণমেঘেরর ঢল,
--অপূর্ব কথামালা ভাল লাগলো ।
শুভেচ্ছা রইল কবি।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৬
ভ্রমরের ডানা বলেছেন:
শীতলা বাতাসের মতই সমুদ্রতটের
ভুরভুরে নোনাভূমি বালুচর ঘ্রাণের মত,
আপনার কমেন্ট, উদাসী মনের দুয়ার খুলে লেখকের অনুপ্রেরণা!
কবিতা পাঠে ও অনুভবে অনেক ধন্যবাদ কবি রাবেয়া রাহীম! শুভকামনা!
৪| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর। চমৎকার শব্দের মেলা। সাজানো গুছানো।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:০৮
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার এমন চমৎকার মন্তব্য লেখকের জন্য অনুপ্রেরণার! অনেক ভালথাকা হোক অরুনি মায়া!
৫| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না! পুরাতন কথা ।
নারী আর গাড়ী কারো জন্য অপেক্ষা করতে নেই। যেটা আগে আসবে .....আধুনিক কথা।
হতে চেয়েছিলাম, হতেও তো পারে !!
স্বপ্নের মাঝে শুধু আঁধার অতঃপর বিলীন। এ স্বপ্ন না দেখাই ভালো।
কবিতা বুঝি আর না বুঝি কিন্তু কিছু শব্দ শিখে গেলাম ।
ধন্যবাদ জানবেন।
++++
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
আধুনিক পুরোনো ভুলে, মনের কথায় চলি! শাশ্বত প্রেমের মাঝে খুঁজে পাই নিজের আশ্রয়! সে চাওয়া সে পাওয়া কোন লেনদেন নয়। সে এক অনাবিল ঢেউ যার তরঙ্গ পথে প্রেমিকের সমুদ্র। তাই সে স্বপ্নবৎ কল্পনা নয়। আমোঘ বাস্তব চিত্র!
শব্দ শিখে গেলেন, প্লাসও দিয়ে গেলেন সে জন্য ধন্যবাদ ও শুভকামনা শাহরিয়ার কবীর! ভাল থাকুন!
৬| ১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮
ক্লে ডল বলেছেন: "এঁকে যেতে হয়েছি ভোরের পাতায় জল।"
হয়েছি এর স্থলে চেয়েছি হবে সম্ভবত।
চমৎকার লিখেছেন! সাথে ছবিটাও নজরকাড়া!
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
না ক্লে ডল, হয়েছি হবে! ভোরের পাতার জল হয়েছি সমুদ্র হতে চাই, ঘুর্নির বল হতে চাই, শ্রাবণমেঘের ঢল হতে চাই।
আর সে হতে চেয়েছিল সমুদ্র বুকের অনল!
আর হ্যা, ছবিটা আমি এডিট করেছি। কবিতায় পাঠে ও চমৎকার অনুভবে ধন্যবাদ ক্লে ডল! শুভকামনা!
৭| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৩
আসমা সুলতানা বলেছেন: আপনার পদ্ম কোমলের সৌরভে সুরভিত হোক সবাই।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১
ভ্রমরের ডানা বলেছেন:
জানি নে পদ্মকোমল হতে কি করতে হয় তবে লহরীর মতই ভেসে যেতে জানি। জলের সাথে মিশে বয়ে যেতে জানি দিঘির অলিন্দ নিলয়ে। খুঁজে পেতে আশ্রয়!
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ আসমা সুলতানা! শুভেচ্ছা!
৮| ১৩ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। অনেক ভালোলাগা জানালুম।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ভাল লাগা পেয়ে খুব খুশি লাগছে! চমৎকার মন্তব্যে অনুপ্রাণিত হয়েছি! শুভেচ্ছান্তে!
৯| ১৩ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২
শরতের ছবি বলেছেন:
বাহ ! মন জুড়িয়ে যাওয়া কথামালার কাব্য ।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার মন্তব্যে অশেষ ধন্যবাদ শরতের ছবি! শুভকামনা জানবেন!
১০| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২১
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
দুটি কথায় মনে দোলা দিয়ে গেলেন! খুব ভাল থাকুন সুপ্রিয় লেখক! শুভকামনা!
১১| ১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
ধ্রুবক আলো বলেছেন: বালুকাবেলায় চিকচিক করা খনিজ
নোলক ভূমে, চুমে দিতে চেয়েছি
অতলান্তিক প্রেম বার্তাবহ !
++++ মন মুগ্ধকর লেখনি.,, অভিনন্দন
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪০
ভ্রমরের ডানা বলেছেন:
ধ্রুবক আলো, কবিতা পাঠে ও চমৎকার মন্তব্যে অনেক ধন্যবাদ! অভিনন্দন সাদরে গ্রহণ করলাম! শুভকামনা!
১২| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৪
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনি যা হতে চেয়েছেন, কবিতায় তা হয়েই গিয়েছেন বৈকি
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
তাই নাকি!! সৌভাগ্য বটে!!
সম্পূরক প্রশ্ন -
তা আমি তো কবি হতে চেয়েছি, তো কবিতা কি কবিতা হয়েছে?
যাক গে, আপনার অনুভবের জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল! শুভকামনা!
১৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৫
আফসানা মিমি বলেছেন: বাহ চমৎকার
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২২
ভ্রমরের ডানা বলেছেন:
আফসানা মিমি,
এক শব্দের মন ভরিয়ে গেলেন!
শুভকামনা!
(আপনার প্রথম লেখা পাতায় একটা কমেন্ট রেখেছিলাম। সময় হলে দেখে নিতে পারেন)
১৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:৪২
চঞ্চল হরিণী বলেছেন: চমৎকার শব্দমালায় ভারী একটি কবিতা। ভালো লাগলো। সমুদ্রের বুকে অনল স্থায়ী হতে পারে না। তাইতো সে চেয়েছিলো অনল হতে, কিন্তু জ্বলতে পারেনি। " এঁকে যেতে হয়েছি ভোরের পাতায় জল" এখানে যদি এমন হত " দ্যুতি এঁকে যেতে হয়েছি ভোরের পাতায় জল" তাহলে হয়তো বাক্যটা নিয়ে সংশয় থাকতো না। অনেক শুভকামনা এবং ধন্যবাদ রইলো।
১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৬
ভ্রমরের ডানা বলেছেন:
এইতো আপনি সুন্দর বুঝে নিলেন। এঁকে যেতে হয়েছিল ভোরের পাতায় জল সে এক রহস্যসিক্ত জল, কুহেলীর চিত্র আঁকা! পাঠকের মনে কিছু ঝড়, কিছু প্রশ্ন, কিছু রহস্য, কিছু আনন্দ, কিছু বেদনা, কিছু অভিজ্ঞতা, কিছু জীবনেতিবৃত্ত না আঁকলে জমবে কি করে! তাই তো এই লাইন এই অক্ষর নক্ষত্রপাত, সমুদ্রনেমি ছুঁয়ে! এভাবে ভারী একটি কবিতার সুনিপুণ ব্যবচ্ছেদে প্রীতি ও শুভেচ্ছা চঞ্চল হরিনী! অনেক অনেক ভাল থাকুন! নিরবধি!
১৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২২
নীলপরি বলেছেন: তাই, উদ্ভাসিতার প্রেম অনিন্দ্য শতদল,
হতে চেয়েছিল সমুদ্র বুকের অনল!
সুন্দর শব্দের সমাহার মুগ্ধ করলো । ++
১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
এভাবে প্লাসে ও মন্তব্যে অনুপ্রাণিত করে গেলেন। কবিতার পেক্ষাপটে যে সমুদ্রতট, সে কোন মানবীর জানালায় দুফোটা জল না হলেও শিশিরজল হয়েছে। আজ তাই দেখেছি।
কবিতার অনুভবে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। ভালবাসা জানবেন!
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
সামিয়া বলেছেন: সুন্দর
১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ!
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
সাহসী সন্তান বলেছেন: ডানা ভাই কেমন আছেন? ব্যস্ততায় আপনার উচ্চমর্গীয় কাব্য গুলো মিস হয়ে যাচ্ছে বলে খারাপ লাগছে!
কবিতা খুব ভাল লাগলো! শুভ কামনা জানবেন!
১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫১
ভ্রমরের ডানা বলেছেন:
উচ্চমর্গীয় কাব্য গুলো মিস হয়ে যাচ্ছে বলে খারাপ লাগছে আহা! এতো টেনশন নিয়েন না! জীবনের জন্য কবিতা, কবিতার জন্য নয়! অবসর পেলে, ভাল লাগলে পড়বেন! তবে আপনি যে এত ব্যস্ততার মাঝেও এলেন কবিতা পড়লেন, অনুভবে আবার মন্তব্য করে গেলেন সে তো এক বিশাল অনুপ্রেরণা!
কবিতার অনুভবে শুভেচ্ছা ও শুভকামনা সাহসী ভাই!
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি যে ভালো লেগেছে তা’নাহয় নাইবা বল্লাম! অনেক চমৎকার।
১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
সুপ্রিয় ব্লগার, আপনার সনেট গুলো মিস করতেছি! আরো লেখিয়েন।
আর কবিতার এমন অনুভবে সত্যি মুগ্ধ হলাম! ভাষা নেই অনুভূতি প্রকাশের! শুভকামনা!
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভ্রমরের ডানা লিখে উন্নত কবিতা। পড়তে লাগে বেশ। দূর হয় মনের ক্লান্তি অশেষ। তাই বলি ভালো থাকুন, সকলের ভালোবাসা নিয়ে। অনেক শুভেচ্ছা।
১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০১
ভ্রমরের ডানা বলেছেন:
উন্নত কিনা জানি নে তবে নতুনত্ব আনার চেষ্টা করি। বৈচিত্র্যময় ও স্টাইলিশ কবিতা লেখতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
আর সেখানে যখন দেখি কারো কবিতাটি ভাল লেগেছে তখন খুব ভাল লাগে! কবিতায় আপনাকে এমন অনূভুতি দিতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হল! ভাল থাকুন!
কবিতা পাঠে ও অনুভবে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা!
২০| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯
হাসান মাহবুব বলেছেন: সেইন্টমার্টিন ঘুরে আসার পর এই কবিতাটি অন্যরকম একটা প্রভাব ফেললো আমার ওপর।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৪
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি আপনাকে প্রভাবিত করেছে জেনে খুব খুশি লাগছে। বিশ্বাস করুন আর নাই করুন আমি এখনো সেইন্ট মার্টিন যাই নি!
কবিতা পাঠে ও অনুভবে ধন্যবাদ সুপ্রিয় হামা ভাই!
২১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৫১
আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা,
থইথই বানে বুকের অনল পদ্মা মেঘনা হয়ে ভেসে গেছে সুদূরে ...................।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:০৭
ভ্রমরের ডানা বলেছেন:
থই থই বানে এভাবেই ভেসে যাক সকল অনল সুখ.....
মুছে যাক সমুদ্র জলের অশ্রুকণা ...
অগনিত ঢেউ চিঠি...
যদি আশকারা দেয়
জানালার পাশে থাকা মানবী চোখে..
তবে তাই হোক...
দুয়ার খোলাই আছে..
জল কাব্য ৯ পাঠে ও অনুভবে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি!
২২| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার মন্তব্যে ধন্যবাদ প্রামাণিক ভাই!
২৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
সব ভালোলাগা, সব ইচ্ছা, সব প্রেমের আবির্ভাবের মুলে রয়েছে আমাদের প্রকৃতি
১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
ভ্রমরের ডানা বলেছেন:
প্রকৃতির প্রভাব নিবিড় একান্তে, অবসরের একাকী পেয়ালায় অথবা যৌবন হেমলকে!
পথচারী ধনকুবেরের টুংটাং মুদ্রাদোষ, সে প্রভাব প্রকৃতির নয়, কুবেরর প্রকৃতির প্রতি।
তবুও প্রেম জেগে থাকে ধু ধু বালুচরে,
রাখালের বাশির মত কেটে যায় পবন!
প্রেম এখানে এমন!
২৪| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:১১
এম এইচ খালেদ বলেছেন: অনেক সুন্দর লেখেন, শৃঙ্খলতায় পরিপূর্ন
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
শৃঙ্খল স্নিগ্ধ জীবন!
কবিতাটি পাঠে ও অনুভূতি জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:২৯
ডঃ এম এ আলী বলেছেন: কবিতায় মুগ্ধ ।
কবিতাটি
ফুটিয়েছে হৃদয়ে পদ্মকোমল।
শুভেচ্ছা রইল