নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

শ্যামলিমা আমার (৩).......

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৪





ইট কাঠ পাথরের নিচে একটি শরতের কংকাল..
দেখেছিল বহু আগে হরিপদ পাল..
তখনো সেই কংকালে একটুকরো নীল মেঘ..
বেনামীসব ফুলের দোলা,
কুলুকুলু নদীর জলে একটি নৌকার পালে
বসে ছিল একটি টিয়া আলাভোলা..
অবশ্য কেউ কেউ বলেছিল তারও বহুআগে
দাফন কার্য সম্পন্নে পতিত শরত শুভ্রমালা...
মাটির শতহাত নিচে যত্ন করেই তাকে পুঁতে দিয়েছিল
শহরের কিছু মাল্টিপ্লেক্স দানব আর মেদভুড়িওয়ালা..

সেদিন বৃদ্ধা শরতের মৃত্যুতে শহরের কেউই কাঁদেনি..
জুই চামেলি, বকুল, হেনা, কেউই নয়..
শীততাপনিয়ন্ত্রত ঘরে বসে
বেশ ভালই লাগছিল ক্যামেলিয়ার...
ঘরের নিয়ন্ত্রিত শরতের ফোয়ারায় আহ,কি হাসি মুখ!
আর তাই একটি ঋতুর ময়নাতদন্তে কেউ আসেনি,
সবাই খুঁজেছে উপভোগ্য নগর..
মান্টিপ্লেক্স সুখ..
সাজিয়েছে ইট,কাঠ, এসবেস্টস সীসা ক্রোমিয়াম...

অবশ্য কিছু নামহীন গোত্রহীন বনস্পতির আর্তনাদ অবিরাম...
শুনেছিল হরিপদ পাল ....
হায়রে অভাগা কপাল ..
চেয়ে দেখে ত্রাসে..
একে একে বসন্ত বৈশাখ হেমন্ত সব ভোগের গ্রাসে..

জীয়নকাঠি ছুঁয়ে..
কংকাল জীবিত করার কোন অমৃত কেউ খুঁজে পায়নি..
আর তাই শরতের সাথে সবুজ টিয়াপাখিটিও আজ নিখোঁজ....
তাই হরিপদ ব্যথিত নয়নে চেয়ে থাকে
শরৎ মেঘের তরে..
অসহায় শ্যামলিমার চোখ ফেটে অশ্রুবারি ঝরে...



.
.
.
.
.
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৫৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রকৃতি আর নগরায়নের এক নির্মম সত্য!
শ্যামলিমার হারিয়ে যাওয়া!
অথচ আমরা বুঝেও অবুঝ আত্মহত্যার নেশায় যেন নেশাগ্রস্থ!
ক্ষনিকের জন্য ব্যাপকতার বিসর্জন!

ফিরিয়ে দাও অরণ্য! ফিরিয়ে দাও শ্যামলিম!
লহ এ নগর!

++++

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন:



কবি,

সবুজ ফিরে আসুক আমাদের মাঝে! আমাদের জীবনে সবুজের, শরতের, টিয়াদের হরিয়ালির সম্ভার ফিরে চাই... সবুজের টিয়া ছড়িয়ে পড়ুক নগরে বন্দরে...


সবুজের দাবীতে সকল প্রাণে বাজুক একই কলতান... সবুজের শুভেচ্ছা রইল! প্রীতি ও ভালবাসা জানবেন!

২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: আগে বলেন, চলে গিয়েছিলেন কেন ??? X(( X(

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:




সুপ্রিয় সুমন দাদা,

সরি, ভুল হয়ে গেছে! একটু অভিমান করেছিলাম নিজের উপর! আর করব না কথা দিচ্ছি, চলেও যাব না! ভুল বুঝে সাথে সাথেই ফিরে এসেছি! ফিরে আসতেই হয়! আপনার ভালবাসা এড়িয়ে দূরে থাকা মুশকিল!অধমকে ক্ষমা করবেন!


আপনার স্নেহাস্পদ
ভ্রমরের ডানা

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: নগরায়ন মানে উন্নতি। যে উন্নয়নে সামিল হতে আমরা ছুটে আসছি নগরে আর নগর ছুটে চলছে গ্রামে। ফলে একদিন সর্বাধিক সংখ্যক লোক নগরবাসী হবে আর নগরেরও আয়তন হবে সর্ববৃহৎ, গ্রাম নিশ্চিহ্ন হবে। প্রকৃতিও হারাবে তার বৈষম্যতা। আর তখনই কবির কথাকে সত্য করতে একটা ভয়ংকর বা মহাপ্রলয় সবকিছুকে লন্ডভড করে সত্যকে প্রতিষ্ঠীত করবে - দাও ফিরিয়ে সে অরণ্য, লহ এ নগর।

শুভকামনা প্রিয়কবিবরকে।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

ভ্রমরের ডানা বলেছেন:


নগরায়ন উন্নতি হলেও গ্রামের পরিবেশের অবনতি এই শহরের হাতেই রচিত! গ্রামের পরিবেশে কীটনাশক, রাসায়নিক সার, পলিথিন, বিষাক্ত গ্যাস ঢেলে দিচ্ছে শহর। বিপর্যস্ত হচ্ছে গ্রামীন বাস্তুতন্ত্র, হারিয়ে যাচ্ছে ঋতু! জলবায়ু পরিবর্তনে এই শহর ছড়িয়ে চলেছে কার্বন, সিএফসি, সীসা, ক্রোমিয়াম! হারিয়ে যেতে বসেছে টিয়া, ময়না দোয়েল শ্যামা...

প্রকৃতির বৈচিত্রতা ধরে রাখতে, শ্যামলিমাকে নবরূপে সাজাতে, শহরের জুই শিউলি ক্যামেলিয়াদের জেগে উঠতে হবে...



কাব্যের অনুভবে অনন্ত শুভেচ্ছা সুপ্রিয় সহব্লগার.... ভাল থাকুন, সবুজেই বাচুন!

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

রাকু হাসান বলেছেন:

আপনার কবিতা কেমন তা নতুন করে বলার কিছূ নেই । ‘শ্যামলিয়া আমার’ পর্ব কে মিস করি । কখন পোস্ট হবে । নির্দিষ্ট করে বললে শেষ স্তবক টা বেশি ভাল লাগলো অামার । আপনার সুখ সন্ধানের পথ টা খুব কম মানুষ ভাবে । যদিও সেটাই সঠিক পথ হওয়া উচিত । আপনার মত কিছু কবিরা এমন গান সময় গায় । শুভকামনা । ++++

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:




কেউ যখন আমার কবিতার অপেক্ষায় প্রহর গুনেন, তখন মনে হয় হয়ত কিছু লিখেছিলাম! আপনি সেই অনুভবের পালে অজস্র অনুপ্রেরণা পবনগতি দিলেন। পরিবেশ নিয়ে কবিতা লেখতে খুবই ভাল লাগে। বিশেষ করে কবিতায় গ্রামকেন্দ্রিক আবহ, ভালবাসা মাখা প্রেম তুলে আনতে প্রচেষ্টা করি! আমি অনুভব করেছি গ্রাম শুখিয়ে যাচ্ছে অনবরত! অথচ সবুজ আমাদের জীবন! সেই জীবন পথেই হোক আমাদের সুখের সন্ধান! সকল পাখি, সকল কবির কন্ঠে বাজুক একই সুর-



ভাল থাকুন, সবুজে বাঁচুন!





সুন্দর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা সুপ্রিয় সহব্লগার! শুভেচ্ছা অফুরান!!

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা, ভালো লাগলো ভাই
প্রকৃতি খোঁজার সময়ের খুব অভাব বর্তমান মানুষের।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:




গ্রাম বাচলে মানুষ বাচবে! গ্রামের সবুজ মাঠ হোক আরো সবুজ! নয়ত একদিন বসুন্ধরা অক্সিজেন সিলিন্ডার কিনে জীবন চালাতে হবে!




অনুভবে শুভেচ্ছা কবি!! ভাল থাকুন নিরবধি নদীর মতন!

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০২

কথার ফুলঝুরি! বলেছেন: এক কথায় চমৎকার, ভাইয়া । সত্যি বলছি ।

আমি যদি পারতাম এমন সুন্দর একটি কবিতা লিখতে :(

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ২:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:




কথার ফুলঝুরি নিয়ে একি বললেন সুপ্রিয় সহব্লগার! শুরুতে আমার লেখা কি যে ছিল তার নাইবা বললাম! আরো আরো লেখুন! আপনি আমার চেয়ে আরো ভাল লিখবেন আমি নিশ্চিত! কথার ফুলঝুরি ফুটুক, আমরাও পুষ্পের ঘ্রাণে ছুটে যাব সে মঞ্জরীতে ভ্রমর ডানায় ভর করে.....




সুন্দর মনকাড়া মন্তব্যে কি যে ভাল লাগা বলে বোঝাতে পারবনা। শুভেচ্ছা রইল কথার ফুলঝুরি! ভাল থাকুন অনন্তকাল! অশেষ ধন্যবাদ!

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:






নগরায়নে প্রকৃতি হারাচ্ছে রং। বসবাসের জন্য ঘর বানাচ্ছে বসবাস অযোগ্য পরিবেশ গড়ে তুলে!

সুন্দর কবিতা। প্রকৃতি ফিরে আসুক।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



সত্যকথাই বলেছেন। এই সমাজে পরিবেশ নিয়ে যাদের ভাবার কথা তারা টাকা গুনছে আর ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে!

এর বিহিত চাই!



অনুভবে শুভেচ্ছা কবি! ভাল থাকুন নিরন্তর!

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫০

সুমন কর বলেছেন: হুম, ক্ষমা কবুল করা হইলো !! এমনটি আর যেন না হয় !! সাথেই থাকুন।

হরিপদ কিন্তু আমার দাদুর নাম.... ;) উনি আগেই এ পৃথিবীর পাট চুকিয়ে নয়ন বুঝে নিয়েছেন।।

কবিতা পড়তে বেশ লেগেছে। যে গরম পড়েছে, শীততাপনিয়ন্ত্রিত ঘর হলে মন্দ হতো না...... ;)

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



আর্জি কবুল করার জন্যে ধন্যবাদ সুমন দাদা! এমনটি আর ভুলেও হবে না। সাথে আছি আপনার! আর আপনার দাদুর নামটি আমি জানতাম না। বিষয়টা কাকতালীয়! উনার আত্মার শান্তি কামনা করছি! কবিতায় উনার নামটি অজান্তে এসেছে। তবে এসে ভালই হল!



কবিতা ভাল লেগেছে জেনে ভালো লাগছে। আর শীততাপনিয়ন্ত্রিত ঘরে সিএফসি ছড়ায়। এটা ওজোনস্তরকে ধ্বংস করছে। ফলে গ্রীন হাউস ইফেক্টে তাপমাত্রা বাড়ছে। শীততাপনিয়ন্ত্রক যদি পরিবেশবান্ধব হয় তবেই তা ভাল....


শ্যামলিমা বাচুক, কাব্য অনুভবে শুভেচ্ছা দাদা! ভাল থাকুন নিরন্তর!!

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমা দ

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:


তাফালিং

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমা দ্

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১১

ভ্রমরের ডানা বলেছেন:
ঘসালিং

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমা দ্বারা কি কবিতা বোঝা হইবে না????:(





সালার মোবাইলে মন্তব্য করাও ঝামেলার। টাইপ করা শেষ না হতেই, টাচ লেগে...... ;)

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

ভ্রমরের ডানা বলেছেন:








কি যে কন না কিছুই ন বুঝি! এই কবিতা না বোঝলে পানিত ডুইবা মরেন.....


আর মোবাইলে এত ঝামেলা হইলে আছাড় দেন। মিশা সওদাগরের কির টাচ স্কিন ঠিক হুই যাইবো গা......

১২| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন:

একদম মনের কথাগুলো লিখিয়াছেন, যদিও আমি কবিতা বুঝি কম। ;)

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:








আপনার মনে যে সুর বাজে, মাঝেমাঝে তার সুর আমিও শুনি..... ভাইজান, হৈসে আর কইয়েন না... কবিতা আপনি ঠিকই বুঝেন!




অনুভবে শুভেচ্ছা লইবেন! অশেষ ধন্যবাদ!!

১৩| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮

জাহিদ অনিক বলেছেন:
মাল্টিপ্লেক্সের ঝা চকচকে এই মসৃণ গৃহতল
মাথার উপরের এই প্যালেস্তরা - মার্বেল পাথর -
এসব আমার না-
হে সাম্রাজ্যবাদ, হে ধাবমান গতিদানব -
এসো,
আমাকে গতিহীন করে দাও-

১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

ভ্রমরের ডানা বলেছেন:




হে সাম্রাজ্যবাদ, হে ধাবমান গতিদানব -
এসো,
আমাকে গতিহীন করে দাও-
- এই শহর আমার অভিশাপ!





অনুভবে শুভেচ্ছা কবি! ভালবাসা নিরন্তর!!

১৪| ১৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৪:০১

স্বপ্ন কুহক বলেছেন:
নগরায়নের ফলে প্রকৃতির বিনাশ !
অর্থবহ সুন্দর লেখায় ভাল লাগা

১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:




আবার সবুজের দাবীতে জেগে থাকা চাই দিনরাত.... শ্যামলিমায় সবুজের অভাব আসার আগেই সচেতন হঊন! সবুজে বাচুক, সবুজে নাচুক প্রতিটি প্রাণ....



আপনার মন্তব্যে অশেষ ভাল লাগা ও কৃতজ্ঞতা রইল! শুভেচ্ছা সবসময়!

১৫| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৪

কাওসার চৌধুরী বলেছেন:



আমার সকালটা ভরিয়ে দিল; কবিতার শক্তি আসলেই অনেক। ভাল কবিতার সুরটাই স্পেশাল ।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

ভ্রমরের ডানা বলেছেন:





আপনার মুল্যবান অনুভব, কবিকে আত্নবিশ্বাসী করেছে! মন্তব্যে শক্তিশালী করেছেন!কবিতায় এভাবে অনুপ্রাণিত করে ধন্য করলেন! কবিতা লেখা স্বার্থক হল। অনন্ত শুভেচ্ছা রইল! ভাল থাকুন নিরন্তর!

১৬| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৫১

ভ্রমরের ডানা বলেছেন:




জ্বী আলহামদুলিল্লাহ! ইউনিক কিছু পেলাম! ধন্যবাদ ভাই!

১৭| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

এ.এস বাশার বলেছেন:




ইট পাথরের শহরে-
নেই শরত, হেমন্ত- বসন্ত।
আছে শুধু গ্রীষ্ম, বর্ষা- শীতের
দাবদাহ, প্রবাহ তিব্রতা অফুরন্ত!!

সুন্দর লেখেছেন ডানা ভাই.......

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


আপনিও বেশ ভালই লিখেছেন মন্তব্য ঘরে। শুভেচ্ছা সুপ্রিয় এ এস বাশার ভাই! ভাল থাকুন নিরন্তর!!

১৮| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

অপ্রকাশিত কাব্য বলেছেন: প্রকৃতি প্রেমিক, কবিতায় ভীষন ভালো লাগা জানবেন।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৭

ভ্রমরের ডানা বলেছেন:



কবিতায় ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। কবিতার বুকেও নামুক সবুজের বান! শুভেচ্ছা অফুরান....

১৯| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পেছনের ইতিহাস কে মনে রাখে? সবাই তো অগ্রগামী।

২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

ভ্রমরের ডানা বলেছেন:





অগ্রগামী সিগ্রেটের চুল্লিতে ধ্বংস অনিবার্য! এই অগ্রগতি ধ্বংস ডেকে এনেছে! পেছনের ইতিহাস কিছু শালিক, টিয়া, ময়না জীবন দিয়ে মনে রেখেছে!



অনুভবে শুভেচ্ছা কবি! আন্তরিক ভালবাসা জানবেন। আপনার সুস্থতা কামনা করছি!

২০| ১৯ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

চঞ্চল হরিণী বলেছেন: হরিপদের যে উপলব্ধি, নামগোত্রহীন বনস্পতিদের যে উপলব্ধি সেটি যতক্ষণ শহরের জুঁই, চামেলি, ক্যামেলিয়াদের না হবে ততক্ষণ এই সীসা, কার্বন, এসবেস্টসের ধ্বংসলীলা চলতেই থাকবে। যতক্ষণ তারা না বুঝবে উন্নয়নের নামে, আধুনিকতার নামে এই মেকি শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসিতা কোন প্রলয়ের মধ্যে নিয়ে যাচ্ছে মানুষকে ততক্ষণ এভাবেই শেষ হয়ে যেতে থাকবে সব ঋতু, ময়না, টিয়া, শ্যামা, শ্যামলিমা। আর এসবের ময়নাতদন্ত হরিপদ করবে না, করবে তাঁরাই যাদের এই দায়িত্ব। ওইসব জুঁই, চামেলিদের মেকি বিলাসিতার লাগাম টেনে ধরতে হবে। নিজেরা যেহেতু নিজেদের লোভ সংবরণ করতে পারে না তাই জোরপূর্বক করাতে হবে। উন্নত দেশগুলোতে দেখছি যারা অনেক বেশি উন্মত্ত হয়ে হয়ে কংক্রিটের বিলাসবহুল লোভাতুর নগর বানিয়েছিল তারা নিজেরাই এখন কৃত্রিম শ্যামলিমা বানানোর চেষ্টা করছে। কি দরকার এদেশের মানুষের সেই অবস্থায় গিয়ে ফিরে আসার। অপরুপ সুন্দর শ্যামলিমার যে প্রাকৃতিক সম্পদ আমাদের আছে সেগুলো ধ্বংস না করে বোঝা দরকার আধুনিকায়ন কিভাবে প্রকৃতিকে ভালোবেসে তাঁর বন্ধু হয়ে করা যায়, প্রকৃতিকে ধ্বংস করে নয়। কিন্তু বিলাসিতার লোভগ্রস্ত মনে এই বোধ হবে না। শুদ্ধ হওয়া প্রয়োজন মানুষের মনের। শুদ্ধ হওয়া প্রয়োজন যাদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাঁদের।

কবিতাটা এত ভালো লেগেছে যে অটোম্যাটিক যেন এই বিশাল মন্তব্য বেরিয়ে এলো। আপনার এমন অনুভূতিগুলো খুবই পবিত্র এবং সুন্দর। অনেক অনেক ভালোলাগা এবং অভিনন্দন নেবেন বন্ধু।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:


বন্ধু,
আপনার মন্তব্যের প্রথম লাইনেই বোঝা গেল কবিতার সাথে আপনার সম্পর্ক আত্নিক! অনেকটা গভীরে গিয়েই কাব্যের সারগর্ভ তুলে এনেছেন! এই জন্যে প্রথমেই মোবারকবাদ জানাই। আপনার মন্তব্য পড়ে ভেবেছি, এত কাছে এসে কেউ মন্তব্য করতে পারে! কিভাবে সম্ভব? সবুজপ্রেমী মন ছাড়া কবিতায় এমন মন্তব্য সত্যি কেউ করেনি! দীর্ঘ সময় নিয়ে এমন একটি মন্তব্যের জন্যে শুভেচ্ছা ও ভালবাসা!


আপনি ঠিকই বলেছেন-

অপরুপ সুন্দর শ্যামলিমার যে প্রাকৃতিক সম্পদ আমাদের আছে সেগুলো ধ্বংস না করে বোঝা দরকার আধুনিকায়ন কিভাবে প্রকৃতিকে ভালোবেসে তাঁর বন্ধু হয়ে করা যায়, প্রকৃতিকে ধ্বংস করে নয়। কিন্তু বিলাসিতার লোভগ্রস্ত মনে এই বোধ হবে না। শুদ্ধ হওয়া প্রয়োজন মানুষের মনের। শুদ্ধ হওয়া প্রয়োজন যাদের হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাঁদের।


আমাদের সকলের সবুজের প্রতি আরো সচেতন আরো দ্বায়িত্বশীল হতে হবে। অর্থের রনঝনাঝন দূষণ থেকে শ্যামলিমাকে বাঁচাতে সকলের এগিয়ে আসতে হবে!


দেরিতে মন্তব্যের জবাবে দুঃখিত! দুদিন আগেই উত্তর করতাম। কিন্তু আপনি ব্লগে ছিলেন না। আর তাই, আজ প্রতিউত্তর করছি। কেননা নোটিফিকেশন বিভ্রাটে প্রতিউত্তর পাওয়া বেশ মুস্কিল!

২১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

নীলপরি বলেছেন: শ্যামলিমা সিরিজটা খুব সুন্দর হচ্ছে আপনার । কবিতায় +++

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন:



শ্যামলিমা সিরিজ আপনার ভাল লেগেছে জেনে উৎসাহিত হয়েছি! কবিতায় গ্রাম, সবুজ, গ্রামীণ আবহ প্রাধান্য পাবে! সবুজের প্রতি আপনার ভালবাসা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছে কবি! শুভেচ্ছা রইল! প্লাসে কৃতজ্ঞতা!!

২২| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

শাহারিয়ার ইমন বলেছেন: টিয়া আমার প্রিয় পাখি , কবিতাটা ভাল লেগেছে ভাই +++

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



ভাল লাগায় শুভেচ্ছা ইমন ভাই! প্রকৃতি আমাদের মা! আসুন তাকে বাচাই!




ধন্যবাদান্তে.....

২৩| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৬

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: দুঃখজনক যে আজকাল অনেকেই বড় বড় কবি ! তাদের তথাকথিত কবিতায় ২-১ লাইনে ছন্দ মেলে আর বাকি লাইনগুলো হয় গদ্যের মত ছন্দবিহীন। হ্যা, এগুলোই আজকালকার কবিতা। হতাশাজনক ! :(

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৪

ভ্রমরের ডানা বলেছেন:


তাদের তথাকথিত কবিতায় ২-১ লাইনে ছন্দ মেলে আর বাকি লাইনগুলো হয় গদ্যের মত ছন্দবিহীন। হ্যা, এগুলোই আজকালকার কবিতা। হতাশাজনক !


কবিতা কাঁঠাল পাতার মত মোলায়েম নহে। উহা কখনো চাকু, কখনো গুলাব, কখনো গদ্য, কখনো পদ্য ওকে!


ভাগ্যিস কমেন্ট কম করা হয়। নইলে অন্য ব্লগাররা বুঝে নিত মাথায় আছেটা কি!

লা হাউলা ওয়া কুতুবি

২৪| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫৫

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: এমন কবি যে আসল নামে কবিতা লেখার অবস্থা নেই, লিখতে হয় 'ভ্রমরের ডানা' নামের ছদ্মনামে ! আজ পর্যন্ত আপনার ১টাও কবিতার বই বের হয়েছে কী না সন্দেহ ! আর বের হলেও কজন কিনেছে, সেটি প্রশ্নের উদ্রেক করে ! আবার লা হাউলা মাউলা কুতুবি ফুতুবি না কী সব আওড়াচ্ছেন! হাস্যকর !

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

ভ্রমরের ডানা বলেছেন:




নিজের নামে কবিতা লেখতে হবে এই আজগুবিকথা কে বলেছে আপনাকে? নাম নান্দনিক, কিন্তু চিন্তাজগত কুৎসিত, বুদ্ধিহীন! দুটো মন্তব্যেই বোঝা গেল!


আরে দূরে গিয়া মরেন.... প্লিজ!

২৫| ২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪২

নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: বেকার লোকজন দিনরাত ব্লগে কবিতা লিখে বেড়ায়। এই যুগে ভাল একটা পেশা থাকলে তথা পেশাগত ব্যস্ততা থাকলে কেউ দিনরাত এসব ছাইপাশ লিখে মূল্যবান সময় নষ্ট করবে না - এটা সামান্য কমন সেন্স থাকলেই বোঝা যায়।

২১ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:









নান্দনিক বুদ্ধিপ্রকর্ষ বলেছেন: বেকার লোকজন দিনরাত ব্লগে কবিতা লিখে বেড়ায়।



হা হা হা.....

কমন সেন্স বুইঝা লইলাম.... এতোই যদি পেশাদার ব্যস্ততা তো ম্যানেজার সাহেব, আপনি ব্লগে কি করছেন? যান যান, গিয়ে মালিকের পদলেহন করেন।

২৬| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

বাকপ্রবাস বলেছেন: সবুজকে শুধু হত্যা করা হয়না, তিলে তিলে কষ্ট দেয়া হয় বনসাই বানিয়ে

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:


তাইতো দেখছি! গ্রাম উজাড় করে শহরের গোড়াপত্তন ! আফসোস কবি! দীর্ঘশ্বাস!!



সবুজের তরে হোক আগামীর পথযাত্রা! শুভেচ্ছা রইল!

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

রাকু হাসান বলেছেন: শ্যামলিয়া (৪) কোথায় ? :( ..।সত্যি পর্বটির পাঠক হয়ে গেছি । অপেক্ষায় থাকলাম যদি আসে । আপনি কি কোনো কারণে ব্যস্ত ! ই্দানিং কবিতা কম পাচ্ছি ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



শ্যামলিমা ৪ দ্রুতই লেখব! আপাতত ব্যস্ততা ঘিরে রেখেছে! শুভেচ্ছা সবসময়! ভাল থাকুন নিরন্তর!

২৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

খায়রুল আহসান বলেছেন: শ্যামলিমা বিসর্জন দিয়ে আমরা ধূসরতা প্রতিষ্ঠা করছি। একদিন এর জন্য চরম মূল্য দিতে হবে।
খুব সুন্দর কবিতা। শ্যামলিমার মতই সুন্দর। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.