নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

কর মুক্ত শিক্ষা চাই!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

সময়ঃ সকাল ১১ টা; আগামীকাল ১০-০৯-১৫ ; স্থানঃ বসুন্ধরা গেট!
নর্থ সাউথ ইউনিভার্সিটির কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছে বসুন্ধরা গেট এলাকায়। শান্তিপূর্নভাবে তারা সারিবদ্ধ হয়ে সরকারের ৭.৫% অবৈধ ভ্যাটের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।
তীব্র প্রতিবাদের কারনে বিশ্বরোড থেকে বাড্ডা-লিঙ্করোড পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ। সেখান থেকে রামপুরা ব্রীজ এলাকার দায়িত্ব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা নিয়ে নিয়েছে। লিঙ্করোড-গুলশান ১-মহাখালি এলাকায় রাস্তায় থাকবে ব্রাক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। মহাখালি- কামাল আতাতুর্ক এভিনিউ এলাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা দাঁড়িয়ে আছে হাতে প্লাকার্ড এবং মুখে #no_vat_on_education শ্লোগান নিয়ে।
ধানমন্ডি ৩২ নাম্বারে ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্ররা তাদের প্রতিবাদ জানাচ্ছে। তাদের সাথে ইস্টার্ন ইউনিভার্সিটির শত শত ছাত্রছাত্রী।
পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দিচ্ছে বারবার! ছাত্ররা কিছুই পরোয়া করছে না। একতার শক্তিতে তারা অবিচল-অটল।


এরকম করাটা কি খুব কঠিন? একজনের পক্ষে হয়ত অসম্ভব কিন্তু দেশের লক্ষ লক্ষ ছাত্রের কাছে এটা কিছুই না।
চলে আসুন আগামীকাল। দেখিয়ে দিন আমরা একা নই!
শিক্ষার উপর ভ্যাট শুধু অন্যায় না, আমাদের জন্য অপমানজনকও বটে। তাই যারা ভাবছেন ৭.৫% ভ্যাটে তাদের কিছু আসবে যাবে না তাদেরকে বলছি একবার ভাবুন যে আপনি ভ্যাট দিয়ে শিক্ষাগ্রহন করতেছেন! ব্যাপারটা নিশ্চয়ই অপমানজনক।
তাই সবাইকে অনুরোধ করছি আগামীকাল সকাল ১১ টায়। যে যেখানে পারেন যোগ দেন।
(হাতে করে গোলাপ নিয়ে আসবেন। সুন্দরী মহিলা পুলিশদের ইমপ্রেস করতে হবে! ভালবাসার অনন্য নজীর স্থাপন করব আমরা )

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

মারুফ তারেক বলেছেন: চিন্তা করতে পারেন, আজ ছাত্র-ছাত্রীদের উপর গুলি চালানো হল! আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: কি আর বলব ভাই! স্বাধীণ দেশে পরাধীন ভাবে বাস করছি আমরা

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

ফাহাদ মুরতাযা বলেছেন: গোলাপের আইডিয়া খারাপ না , তয় সাবধান, ওসি গুলা থেইকা সাবধান!!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: মজা করে লিখছি। তবে কাল যদি কেউ এইরকম করতে চায় তাহলে তারে সাপোর্ট দেয়ার ব্যাবস্থা করব

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৮

আমি আবুলের বাপ বলেছেন: তবে অবশ্যই খেয়াল রাখতে হবে,এই সুযোগে কেউ যেন জ্বালাও পোড়াও ভাংচুর না করে।তাহলে পুলিশ বিশাল সুযোগ পেয়ে যাবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: কোন ভাবেই সেটা করতে দেয়া হবে না কাউকে। বিশেষ খেয়াল রাখা হবে। ধন্যবাদ পরামর্শের জন্য

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫১

ফাহাদ মুরতাযা বলেছেন:

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০০

ফাহাদ মুরতাযা বলেছেন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"

উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?

উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?

উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।[/sb
-সংগ্রহ।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৮

ফাহাদ মুরতাযা বলেছেন: শাহবাগে কয়েকজন মাত্র মানুষের চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার!
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?

কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?


এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া ।
যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন
আর পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন।

থু থু থ

- আহত ছাত্র।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৪

ফাহাদ মুরতাযা বলেছেন:





আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.