| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াচডগ৫৭
প্রতি, রাজনীতিবিদ আমলা থানা-পুলিশ হাইকোর্ট-সুপ্রীমকোর্ট ..আমাদের চোখ খোলা আছে!!!
মঙ্গোলিয়ার গোয়েন্দা সংস্থা National Security Agency বাংলাদেশে গনতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি জনপ্রিয় সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে একই এজেন্সির জনৈক এজেন্টকে ঢাকাস্থ বিরোধী দলীয় নেতার মালিকানাধীন পানের দোকান হতে পান খাইতে দেখা গেছে। দৈনিক আমাদের সময়ের স্থানীয় সংবাদদাতা জানাচ্ছেন তিনি নিজ কানে শুনেছেন হাসিনা সরকারকে উৎখাতের বিস্তারিত বিবরণ। বলাই বাহুল্য বিরোধী দলীয় সেই নেতা এখন পলাতক। তাকে ধরার জন্য দেশের গোয়েন্দা সংস্থা ব্যাপক অভিযান চালাচ্ছে। পলাতক অবস্থায় মালিটোলা জাতিয়তাবাদী ঠেলাগাড়ি দলের সহকারী দপ্তর সম্পাদক জানাচ্ছেন কথিত সেই পান ক্রেতা আসলে মঙ্গোলিয়ান কেউ নন, পার্বত্য চট্রগ্রামের তঞ্চংগ্যা গোত্রের নাক বোচা কিসিম ভাং। সম্পর্কে তার ভায়রা ভাই।
আর হাসিনাকে উৎখাত সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তিনি গোটা ব্যপারটাকেই ভুল বুঝাবুঝি হিসাবে আখ্যায়িত করেন। তার মতে কিসিম ভাং ঢাকায় এসেছিল স্ত্রীর সাথে ফয়সালা করতে। স্ত্রী গত তিন মাস আগে জনৈক যুবকের হাত ধরে বাড়ি হতে পালিয়ে যায়। আলাপ কালে রাগের মাথায় স্ত্রীকে পৃথিবী হতে বিদায় করার হুমকিও দেয়। উল্লেখ্য, তার স্ত্রীর নামও হাসিনা...
২|
১৭ ই মে, ২০১৬ সকাল ৯:১০
চাঁদগাজী বলেছেন:
ওয়াচডগ নামে ব্লগিং করার পারমিশন কি আপনার আছে?
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৬ সকাল ৯:০৮
কলাবাগান১ বলেছেন: আসলাম সাহেব পান খেতেই ভারত গিয়েছিলেন কেননা বাংলাদেশের পান উনার এখন ভাল লাগে না...
জর্জ মিয়ার কথা বলেও এভাবে হালকা করার চেস্টা হয়েছিল সেটা আমরা ভুলি নাই