নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

নেপাল ভ্রমন এবং অন্যান্য - পর্ব ১

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫

আফিস হতে হঠাৎ জানাল, আমার নেপাল এর ওয়ার্কশপে যাওয়ার সম্ভাবনা আছে। খুব তাড়াতাড়িই অফিস হতে গ্রিন স্যিগনাল পেলাম। খবরটা শুনে ভালই লাগলো। আরো যখন জানলাম, সাথে ইচ্ছে করলে বউকেও নেওয়া যাবে. . আমার হাসি দু'কান অবধি লম্বা হল।



পাসপোর্ট নেই। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট করতে দিলাম। আমার বউ একদিনে পাসপোর্ট পেয়ে গেলেও আমি পেলাম না। বিডিআর বিদ্রোহের কারনে ভেরিফিকেশন ছাড়া ছেলেদেরকে পাসপোর্ট দিচ্ছিল না। টেনশনে পড়ে গেলাম। সময় খুব বেশী নেই।



৭ দিন পর ভেরিফিকেশন শেষে পাসপোর্ট পেলাম। অফিস হতেই AIR Ticket ব্যবস্হা হয়ে গেল। বাংলাদেশ বিমান, ২৮ মার্চ, দুপুর ১.১৫ ফ্লাইট। ৩ দিনের ওয়ার্কশপ, ২ দিন ছুটি নিয়ে শুক্র/শনিবার সহ ৭ দিনের লম্বা সফর। ছুটি না নিলে কিছুই দেখা হত না। এসেছি যখন ঘুরেই যাব।



নেপাল এ arrival visa'র ব্যবস্হা থাকলেও ঝামেলা এড়াতে নেপাল এম্বাসিতে ভিসার জন্য গেলাম। আমরা ৬ জনের টিম। আমার ৪ কলিগ, নুসরাত আপা, বিদ্যুৎ দা, সাব্বির ভাই, পপি আপা, আমি এবং আমার স্ত্রী।



বারিধারা লেকের পাশে নেপাল এম্বাসি, দেখলেই চেনা যায়। সকাল ১০টা হতে ১১টার মধ্যে আসতে হ্য়। আমরা পৌছালে কিছূক্ষণের মধ্যে আমার স্ত্রী এসে পৌছাল। আমাদের কাগজপত্র সব তৈরিই ছিল। ইন্টারনেট হতে ফরম ডাউনলোড করে নিয়েছি আর সাথে ওয়ার্কশপের Invitation Letter ও অফিস ID card।



পাসপোর্ট জমা দিলাম, বিকাল ৩ টায় ফেরত দিবে। সমস্যা হল বিদ্যুৎ দাকে নিয়ে। উনি ID card ফটোকপি করে আনেন নাই, বারিধারার আশেপাশে ফটোকপির দোকানও নেই। গাড়ি নিয়ে গেলেন বাঁশতলায়, ওখানে নাকি একটা ফটোকপির দোকান আছে। আমরা এম্বাসিতে অপেক্ষা করছি, উনি আর আসেননা। ফোন করি, ধরেনা। ড্রইভারকে ফোন করলাম, উনি বিদ্যুৎ দাকে খুজছেন, পাচ্ছে না। আর এদিকে বিদ্যুৎ দা ড্রইভারকে খুজে বেরাচ্ছে। অগত্যা বিদ্যুৎ দা হেটেই এম্বাসি আসলেন, কিছুক্ষণ পর ড্রইভারও আসলো। আমরা হেসেই মরি!!



সবার পাসপোর্ট জমা হয়ে গেল, বিকাল ৩ টায় পাসপোর্ট নিয়ে আসলাম।



নেপাল ভ্রমন এবং অন্যান্য - পর্ব ২



আমার পার্সোনাল ব্লগেও প্রকাশিত ..

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫

জাকির হোসেন বিডি বলেছেন: চলতে থাকুক ...... :)

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭

সব যদি আজ বদলে যেত বলেছেন: নেপাল ভ্রমণের বর্ণনা কই?

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৩

মধুমিতা বলেছেন: চলবে ..

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৭

এহসান জুয়েল বলেছেন: আমি গেছি ৩ এপ্রিল, দেখা হলোনা.............

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

ধূসর মানচিত্র বলেছেন: পরের পর্ব জন্য অপেক্ষায় রইলাম, সাথে কিছু ফটো দিয়েন।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৩

মধুমিতা বলেছেন: আমি ৩ এপ্রিল ফেরত এসেছি, আগামী পর্বে ফটো থাকবে।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১২

জামসেদ রেহমান চৌধুরী বলেছেন: গতবছর আমিও নেপাল ঘুইরা আসছি।সুন্দর দেশ।অনেকটা আমাদের রাঙামাটি বান্দরবানের মতই।পার্থক্য কেবল ওদের ভাষা,সংস্কৃতি।আর ওখানে পথে
পথে মদের দোকান,অহরহ নাইট ক্লাব,ক্যাসিনো,বার।আপনি তো বউ নিয়া গিয়া ভালোই ধরা খাইলেন,কিছুই চেখে দেখতে পারলেন না......আফসোস!

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৮

মধুমিতা বলেছেন: পথে পথে মদের দোকান,অহরহ নাইট ক্লাব,ক্যাসিনো,বার।...

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩১

মধুমিতা বলেছেন: অনেক অভিজ্ঞতাই হয়েছে.. আগামী পর্বগুলোতে থাকবে।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫১

সুবিদ্ বলেছেন: জানার অপেক্ষায়......

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

ওসমানজি২ বলেছেন: সব যদি আজ বদলে যেত বলেছেন: নেপাল ভ্রমণের বর্ণনা কই?

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২২

মধুমিতা বলেছেন: আগামী পর্বগুলোতে থাকবে।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪

ওসমানজি২ বলেছেন: অপেক্ষায় থাকলাম .. তাড়াতাড়ি কইরেন কিন্তু।

১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৭

মধুমিতা বলেছেন:
নেপাল ভ্রমন এবং অন্যান্য - পর্ব ২: Click This Link

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৪

পারভেজ বলেছেন: এরাইভ্যাল ভিসা কি কম ঝামেলার না?

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫০

মধুমিতা বলেছেন: ঝামেলা কমই, লাইনে দাড়ালেই দেয়ে দেয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.