![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের কোন মানে খুজে পাচ্ছি না। জীবনটা তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে।কখন যে জীবনের সবটুকু সেীন্দর্য হারিয়ে ফেলেছি বুজতেই পারিনি।সামান্য কোন সমস্যাকে ও অনেক বড় মনে হয়।কখন যে নতুন করে আবার ঘুরে দাড়ানোর শক্তি পাবো জানি না।সবার কাছে দোয়ার দরখাস্ত রইল। যেনো নিজের মধ্যে একটা নতুন বিপ্লব আনতে পারি।যেনো নতুন করে আবার সব কিছু শুরু করতে পারি।প্রতিটা মুহূর্তকে সঠিক ভাবে কাজে লাগাতে পারি।আমি যেনো শুধু "আমার" মধ্যে সীমাবদ্ধ না থাকি।আমার সমাজ আমার এলাকার মানুষ, আমার দেশ, আমার জাতী,বিশেষ করে সমগ্র মানব জাতীর জন্য যেনো ভাল কিছু করতে পারি । সবার কাছে এই কামনা রইল।
©somewhere in net ltd.