নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখে আছি, সুখে আছি সখা, আপন মনে।

সখা, নয়নে শুধু জানাবে প্রেম, নীরবে দিবে প্রাণ, রচিয়া ললিতমধুর বাণী আড়ালে গাবে গান। গোপনে তুলিয়া কুসুম গাঁথিয়া রেখে যাবে মালাগাছি। এই ব্লগের©শান্তির দেবদূত।

শান্তির দেবদূত

নিজের কথা কি আর বলবো ...... নিজে সুখী মানুষ, পৃথিবীর সবাই সুখী হওক এই কামনা করি...... কয়লার মধ্যে কালো খুঁজি না, হীরা খুঁজে বেড়াই .......

শান্তির দেবদূত › বিস্তারিত পোস্টঃ

শান্তির দেবদূতের সায়েন্স ফিকশন উপন্যাস - "আর্কোইরিচ কসমস"

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭



কুহক কমিক্স এন্ড পাবলিকেশন থেকে এক মাস আগে প্রকাশিত হলো আমার মৌলিক সায়েন্স ফিকশন উপন্যাস, "আর্কোইরিচ কসমস"। এখন 'রকমারি', 'ইবই ঘর', 'ধী বইঘর' সহ প্রায় সবগুলো অনলাইন বুকশপ থেকেই বইটি পাওয়ার যাচ্ছে। বইয়ের ভূমিকার অংশটুকু এখানে তুলে ধরলাম। আশা করি যার সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন তাদের ভালো লাগবে।

লেখকের কথা
আর্কোইরিচ কসমস’ উপন্যাসটি ‘কুহক কমিক্স এন্ড পাবলিকেশন’ হতে অতিশীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এই সায়েন্স ফিকশনটি আমার পঞ্চম বই হলেও এটি আমার লেখা প্রথম উপন্যাস। প্রথম সায়েন্স ফিকশন উপন্যাস ‘প্রজেক্ট প্রজেক্টাইল’ প্রকাশের আরও বছর তিনেক আগে, ২০১৬ সালের দিকে এই উপন্যাসটি লিখেছিলাম। তখন গল্পের মূল থিম ছিলো; আমরা, মানুষেরা কণ্ঠের সাহায্যে শব্দ তরঙ্গ তৈরি করে ভাষার মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করি। কিন্তু যদি কোনও বিশ্বে কোনও প্রাণীর বিবর্তন এমনভাবে হয় যে, তারা চিত্রের মাধ্যমে যোগাযোগ করে। সেক্ষেত্রে কণ্ঠের চেয়ে চোখ হয়ে উঠবে ভাব আদান-প্রদানের প্রধান মাধ্যম।

ফুরফুরে মেজাজে এটিকে ব্লগে প্রকাশের জন্যে পর্বে ভাগ করে গুছাচ্ছি; তখনই মাথায় যেনও আকাশ ভেঙে পড়ে। ঐ বছরেই হলিউডের একটি মুভি ‘Arrival’ বের হয়। মুভিটিতে ভিনগ্রহীদের সাথে মানুষের কালো রঙের এক ধরণের প্যাটার্নের মাধ্যমে যোগাযোগ দেখানো হয়। মুভিটি দেখা শেষ করেই বজ্রাহতের মতো বসেছিলাম কিছুক্ষণ! তারপর গল্পটিকে আর প্রকাশ না করে হার্ডডিস্কের এককোণে ফেলে রেখেছিলাম প্রায় পাঁচ বছর। অতঃপর কুহক থেকে যখন সায়েন্স ফিকশন প্রকাশের আগ্রহ প্রকাশ করা হলো, তখন এই লেখাটির কথা মনে পড়ে। তারপর এডিট করে বেশকিছু অংশ বদলে ফেলি; মূল থিম আমূল পালটে ভিন্ন একটা রূপ দেই।

ছয় বছর আগের লেখা এই ‘আর্কোইরিচ কসমস’; বিজ্ঞানের নানান বিষয়ে ধারণার জন্যে তখন অনেকের সাহায্য নিয়েছিলাম। অনেক রেফারেন্স ঘেঁটেছিলাম যেগুলোর কথা এখন আর মনে নেই। তবুও যাদের কথা ও যেসকল রেফারেন্সের কথা মনে আছে সেগুলো যুক্ত করে কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।

উইকিপিডিয়া, Quanta Magazine, Schizophrenia.com, Sabine Hossen – এর ইউটিউব চ্যানেল, - এই উৎসগুলো না থাকলে এতো সহজে আর সায়েন্স ফিকশন উপন্যাস লিখা হয়ে উঠতো না। গল্পটির বেটা রিডার ছিলেন সুলেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পী ভাই। উনার সুচিন্তিত মতামত গল্পটির সমৃদ্ধিতে অনেক অবদান রেখেছে।

অবশেষে পাঠকবৃন্দের প্রতি রইল অনেক শুভেচ্ছা। গল্পের ভেতর যেকোনও ধরণের অসামঞ্জস্য, তথ্যগত ভ্রান্তি নজরে আসলে নির্দ্বিধায় জানাবেন। আশা করি সকলে কল্পবিজ্ঞানের পুরো সাদ এই গল্পে আস্বাদন করতে পারবেন। সকলকে ধন্যবাদ।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৩

শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যাবাদ ভাই। আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সাইফুল ভাই। আপনি অনেক উঁচুদরের একজন সায়েন্স ফিকশন লেখক। দেশের বিখ্যাত সায়েন্স ফিকশন (নাম বললে আপনি লজ্জা পান, এজন্য লিখলাম না) লেখকের চাইতেও আপনার লেখা আমার কাছে অধিক বুদ্ধিদীপ্ত ও তীব্র মনে হয়। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৫

শান্তির দেবদূত বলেছেন:
অনেক অনেক ধন্যাবাদ ভাই। অনেকদিন পর! আশা করি সুস্থ আছেন।
চেষ্টা করছি সায়েন্স ফিকশনের জগতে উল্লেখযোগ্য কিছু কাজ করে যেতে। বাকীটা আল্লাহর ইচ্ছা।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৯

শেরজা তপন বলেছেন: আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি -শুভ কামনা!

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৬

শান্তির দেবদূত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার জন্যেও রইলো অনেক অনেক শুভকামনা।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪২

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া।

মাঝে তোমার একটা বিপদের খবর জেনেছিলাম। পরে জেনেছিলাম ভালো আছো।

জুনিয়র দেবদূত কেমন আছে ভাইয়ামনি?

নিশ্চয় অনেক ভালো আছে।

বড়ও হয়েছে অনেক খানিই। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭

শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ আপু। জুনিয়র দেবদূত ভালো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বড় হয়ে গেছে তো। ক্লাশ ফোরে পড়ে। :-)

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন। শুভ কামনা।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই। শুভকামনা রইলো।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৮

অপু তানভীর বলেছেন: আমি তো কিনেছি সবার আগে । যদিও পড়া শুরু করি নি এখনও ।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৪

শান্তির দেবদূত বলেছেন: পড়া হলে কেমন লাগলো জানাইও কিন্তু

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪১

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৫

শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইলো।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: আমি আপনার প্রি অর্ডারেই বই কিনেছে। কিছুদিন পরে কুহক থেকেই আমার কলুষ আসছে।
আপনি সামুর ব্লগার এটা আমি জানতাম না। অভিনন্দন আপনাকে।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৮

শান্তির দেবদূত বলেছেন: আপনিও সামুর ব্লগার? বাহ! দারুন। ভালো লাগলো আপনাকে পেয়ে।
আপনার বইয়ের জন্যে অগ্রীম শুভকামনা।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৬

মেহবুবা বলেছেন: শান্তির দেবদূত আবার এমন কঠিন জটিল নামের বই লিখতে পারে?
এর চেয়ে বিবাহনামা ভাল ছিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৯

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা, ভালো বলেছেন আপু। শুভকামনা রইলো অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.