![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারনে সংখ্যালঘুদের উপর কোনপ্রকার নির্যাতন হওয়ার কথা কেউ বলতে পারে নি। কিন্তু আজ একটা ভিডিওতে দেখলাম, প্রিয়া সাহার নামের এক মহিলা আমেরিকায় বসে, মিসইন্টারপ্রিটেশন, মিসকনসেপসন এবং নিজের মনগড়া তথ্য উপাত্ত দিয়ে ট্রাম্পের মতো বিশ্বনেতার সামনে ধর্মীয় নির্যাতন এর অভিযোগ করেন যে "বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।" সংখ্যালঘুরা তাদের বাড়িঘর হারিয়েছে বলে তিনি অভিযোগ করেন। রাজনৈতিক মদদ পুষ্ট মৌলবাদিরা এসব করেছে বলে জানান। সরকারি হিসাবে, বাংলাদেশের জনসংখ্যার ১০ শতাংশ হলো ভিন্ন ধর্মাবলম্বী। সে হিসাবে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ নিখোঁজ হয় কিভাবে? তার এ বক্তব্য সম্পূর্ণ বানোয়াট। তার বক্তব্য রাষ্ট্রোদ্রোহী এবং তকে বিচার এর আওতায় আনার দাবী জানই। পরিশেষে, ৭১ এর ঘাতক দালাল দেখিনি, কিন্তু ২০১৯ এ দেশের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখেছি।
২০ শে জুলাই, ২০১৯ রাত ১:০৭
Xehad বলেছেন: স্বাগতম জানানোর জন্য ধন্যবাদ।
রোহিঙ্গারা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতির জন্য দুঃচিন্তার কারন হতে পারে। যেখানে আমাদের দেশের দারিদ্রতার সংখ্যা নেহাত কম নয়। আবার সামাজিক প্রেশার, পারিবেশ দূষন, দেশের প্রতিরক্ষার জন্য নেগেটিভ ভূমিকা পালন করতে পারে। রোহিঙ্গার বিষয়টা আমার কাছে নেগেটিভ ।
২| ২০ শে জুলাই, ২০১৯ রাত ১:১৩
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও ইরান থেকে কোটী কোটী অন্য ধর্মের লোকেরা পালিয়ে গেছেন; এই ব্যাপারে আপনার মতামত কি?
৩| ২০ শে জুলাই, ২০১৯ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: একজন ইডিয়ট মহীলাকে দিয়ে দুষ্টচক্র এসব কথা বলিয়েছে। কোটি অর্থ মহীলার জানার কথা নয়। যে দেশে রোহিংগারা স্থান পায় সেখানে দেশ থেকে বেড় করে দেয়ার ঘটনা বিরল এবং বানোয়াট। এ মিথ্যাচারের কঠিন শাস্তি হওয়া উচিৎ রাষ্ট্রীয় আইনে ।
৪| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৮:০০
নীল আকাশ বলেছেন: এর চরিত্র আমি আমার পোস্টেই বলব। দুধ কলা দিয়ে সাপ পুষলে এর চেয়ে ভাল আর কি বা আশা করতে পারেন? এই মহিলা এতদূর এক্সেস পেলেন কিভাবে সেটা ভাবুন?
৫| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: দেশ ভাগের পর থেকে আজও সংখ্যালঘুদের ওপর নানান রকম অত্যাচার চলছেই।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
ব্লগে স্বাগতম।
তৃতীয় বিশ্বের সংখ্যালঘুরা ভয়ংকর ভয়ের ভেতর পুরো জীবন পার করে থাকেন; পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও ইরান থেকে কোটী কোটী অন্য ধর্মের লোকেরা পালিয়ে গেছেন; এটা আপনি জানেন? মহিলাটি মোটামুটি ইডিয়ট, উনার জন্য চিন্তিত হওয়ার কিছু নেই।
এখন ১২ লাখ রোহিংগা যখন বাংলাদেশে এসেছে, আপনার চিন্তাভাবনা কি?