নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

আসিফ শাহনেওয়াজ তুষার

শেরপুর নিউজ ২৪ নামক অনলাইন পত্রিকায় কর্মরত

আসিফ শাহনেওয়াজ তুষার › বিস্তারিত পোস্টঃ

দেশের দালাল হও

১৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:০০


রাজনীতির রঙ্গিন মাঠে
তুমি যতটা সরব,
জনস্বার্থের কথা উঠলে
তুমি কেন এতো নিরব ?

দল কিংবা নেত্রীর স্বার্থে
যতটা তুমি সোচ্চার,
জনগণের স্বার্থহানীতে
ততটাই কেন নির্বিকার?

দল তোমাকে কি মধু দেয়
যা দেশ তোমাকে দেয়না?
দেশের স্বার্থ ক্ষুন্নের বেলায়
দেশ কেন তোমায় পায়না?

দল বড় নাকি দেশ বড়
তোমার বিবেকের কাছে?
দলের দালাল হয়েকি তোমার
কোন লাভ আছে?

প্রয়োজন শেষে দল যতটা
ছুড়ে ফেলে দেয়,
দেশটা তার প্রতিটি সন্তানকে
বুকে তুলে নেয়।

জনগণের কষ্ট লাঘবে
যদি না দাড়াও পাশে
তোমার মতো পাতিনেতার
কিইবা দরকার আছে?

রাজনীতি প্রধান উদ্দেশ্য
জনকল্যাণ করা
তোমার মস্তিষ্কে কেন শুধু
দলের কল্যান ভরা?

বাংলাদেশের সম্পদ তুমি
কোন দলের নও,
দলের দালালি বাদ দিয়ে
দেশের দালাল হও।

ফুটনোটঃ আজকাল বিভিন্ন দলের বহু নেতাকর্মী (বিশেষ করে কিছু তথাকথিত উদীয়মান ছাত্রনেতাদের) দেখি দলের স্বার্থের বেলায় ব্যপক সোচ্চার। দলীয় নেতা-নেত্রীর বিরুদ্ধে কথা বললে সারাদেশে উপজেলা পর্যায় পর্যন্তও বিক্ষোভ প্রদর্শন করে । অথচ মহানবী ( স: ) এর কটুক্তিতে তারা ছিলো চুপ। তবুও দুই চারজন যতটুকু মিউমিউ করেছে, সেটা দায়সাড়া গোছের। এ ব্যপারে আর উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রদর্শনের প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেনা। একইভাবে, দেশ এবং জনগণের নানাবিধ স্বার্থহানীতে নূন্যতম প্রতিবাদটুকুও তাদের মুখ থেকে বের হয়না। তাদের স্বয়নে স্বপনে শুধুই দল, দল আর দল। ইহাই তাদের দুনিয়া। তাদের মস্তিষ্কের সম্পুর্নটা ইহার মাঝেই আবদ্ধ। হাতেগোনা চার-পাচজন ব্যতিক্রম ছাড়া বেশিরভাগই এইভাবেই চলছে। এতো বড় গোষ্ঠীর মেধা এবং শ্রম দেশের কোন কাজে আসবে সেটা আমার মাথায় ধরেনা। তাদের প্রতি ক্ষোভ থেকেই উপরের লেখাটা লিখলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।

২| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৪

সোনাগাজী বলেছেন:


আপনি যদি সঠিকভাবে লিখতে পারছেন, এর থেকে ভালো ছবি দেয়ার সুযোগ থাকতো।

৩| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনার কি মনে হয়নি যে, ছবিটা নীচু মানের, ইহা নিজের লেখার সাথে দেয়ার মতো নয়?

৪| ১৬ ই জুলাই, ২০২২ রাত ২:০১

ইফতেখার ভূইয়া বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ছাত্রদের ব্যবহার করছে ক্ষমতায় টিকে থাকার রসদ হিসেবে। ছাত্রদের উচিত পড়াশোনা শেষ করে সমাজের একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরই রাজনীতিতে আসা। অযোগ্য আর মেধাহীন ছাত্র দিয়ে দলীয় শ্লোগান দেয়া সম্ভব কিন্তু সত্যিকারের দেশের "দালাল" হওয়া সম্ভব নয়।

অবশ্য যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকগণ তাদের ডক্টরেট ডিগ্রীর থিসীসে জালিয়াতি করে সেখানে তাদের ছাত্রদের থেকে দুর্নীতি বা জালিয়াতিতে ব্যাচেলর বা মাস্টার্স তেমন কোন বড় ব্যাপার নয়। তাই হয়তো ডিগ্রী অনেকের আছে ঠিকই, কিন্তু দু'টো লাইন শুদ্ধভাবে বলার বা লিখার যোগ্যাতাও নাই।

@সোনাগাজী: আজকাল সবাই অযাচিত আর অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করছে "হিট" বা "ভিউ" পাওয়ার আশায়। বলতে পারেন এটাই এখন এক ধরনের গোল্ড স্ট্যান্ডার্ড হয়ে গেছে, মূল কন্টেন্ট আর মুখ্য নয়। আসিফ সাহেব তো তাও কিছুটা শালীন কার্টুন ব্যবহার করেছেন, অনেকেই তো কেবল নারীর অর্ধ-নগ্ন ছবি দিয়ে পার পেয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.