নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

জ্যা জ্যাক রুশোর The Confessions - জীবন এবং দর্শনের যুগল মিথস্ক্রিয়া

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০০

রুশোর মাতা যথেষ্ট রূপবতী ছিলেন যার ফলে তার পাণিপ্রার্থীদের তালিকাটি ছিল বেশ দীর্ঘ । ছিলেন খোদ তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট লা ক্লোজারও ।এই প্রেমিককুলকে প্রতিরোধে রুশোর বুদ্ধিমতি মাতা তার বাবাকে তুরস্কের সুলতানের চাকরি ছেড়ে জেনেভায় প্রত্যাবর্তনের আদেশ করেছিলেন। ।পিতার প্রত্যাবর্তনের দশ মাস পর একটি দুর্বল শিশুর জন্ম হয় এবং তার জননীর মৃত্যু ঘটে । রুশো বলেন -
'' আমার জীবনের শত দুর্ভাগ্যর প্রথম দুর্ভাগ্যটি ছিল আমার জন্ম ।''
আর নিজের জন্ম রহস্য নিয়ে প্রকৃতি এবং সাধারনের প্রতি তার রয়েছে উন্মুক্ত বাহাস । রুশো বলেন -
''প্রকৃতি যে ছাঁচে আমাকে তৈরি করেছে ,সে ছাঁচটি আমাকে তৈরি করার পরে ভেঙে ফেলে সে কোন অন্যায় করেছে কি করেনি তা কেবল আমাকে পাঠ করার পরেই জানা যাবে এর আগে নয় ।''
অপরের সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে নিজেকে আলাদা কিংবা অন্যকে ছাড়িয়ে যাওয়ার দাবিতে রুশো অষ্টাদশীর বাঁধা না মানা যৌবনের মতই একরোখা । বয়ানটি এইরকম -
''আমি কারো চাইতে উত্তম না হতে পারি কিন্তু আমি তাদের চাইতে ভিন্ন।''
নিজের অন্তর্জগৎ নিয়ে রুশো বলেন -
''আমি যা ছিলাম তা উন্মোচন করেছিঃ একটা ক্ষুদ্র ,ঘৃণ্য ,মন্দ নয় ভাল একটা প্রাণী যার অন্তরের উচ্চতা কম নয় ।''
পুস্তকটি লেখার কারন বর্ণনাটি আরও উর্বর । নিজেকে চিনার সাহসী দাবি কেবল রুশোই করতে পারেন মনে হয় ।-
'' সমকালের সহযাত্রীদের সম্মুখে একটি মানুষকে আমি অনাবৃত করতে চাই । স্বভাবে এবং সততায় ।এই মানুষটিকে আমি আদ্যোপান্ত চিনি। যার নাম রুশো ।''

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: গভীর ভাবে উপলব্দি করলাম।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

করুণাধারা বলেছেন: আরেকটু বেশি লিখতে পারতেন- যেমন রুশো কে, কবে জন্মেছেন ইত্যাদি। যেটুকু লিখেছেন তা ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.