নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

বেকারত্ব এবং শ্মশান ঘাট

২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩২



"চার বছরের কলেজজীবনে আমি যতটুকু শিখেছি তার চেয়ে বেশি শিখেছি নিজে অন্য বই পড়ে ।একটার পর একটা ক্লাসে বসে অধ্যাপকদের লেকচার শোনার কোন আগ্রহ ছিল না । ভগ্নস্বাস্থ্য বাবার পাশে দাড়িয়ে তাকে সাহায্য করা উচিত এই বোধটাও ততদিনে জেগেছে । শুরু হল চাকরি খোঁজা । কিন্তু কোথায় চাকরি?
হু হু করে বাড়ছে বেকারের সংখ্যা । বিভিন্ন অফিসে ছাটাই তো আছেই ।নতুন কোন পদই তৈরি হয়না ।বেকারদের এরকম করুন অবস্থা নিয়েও নানা রকম রসিকতা চালু হয়েছিল ।
যেমন কিছু কিছু বেকার ছেলে শ্মশান ঘাটে বসে থাকত ।কোনও মাঝবয়সি মড়া এলেই তারা শববাহকদের গিয়ে জিজ্ঞেস করত , দাদা ,ইনি কোন অফিসে চাকরি করতেন? কি পোস্ট ছিল? ' । তারপরই ছুটে গিয়ে বাড়িতে বসে দরখাস্ত লিখত - স্যার লার্নিং ফ্রম দ্য বারনিং ঘাট দ্যাট এ পোস্ট ইজ লাইয়িং ভেকান্ট ইন ইয়োর অফিস.........।"

সুনীল গঙ্গোপাধ্যায়ের ''অর্ধেক জীবন" থেকে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

কাওসার চৌধুরী বলেছেন:


ছোট্ট লেখাটি সত্যি মন ছুয়ে গেল ।

২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেকারত্ব যে কতো মারাত্মক সমস্যা, সেটা বেকারই ভালো জানে।

৩| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

করুণাধারা বলেছেন: খুব কষ্টের জীবন কথা। ভালো লাগলো যে এটা শুধুই একটা কাহিনী থেকে উদ্ধৃতি দিয়েছেন। বেকারত্বের এই যন্ত্রণা যেন কাউকে বইতে না হয়!!

৪| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: বেকারদের যে কি কষ্ট তা আমার চেয়ে ভালো আর কে জানে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.