নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

কেনাকাটা সম্পর্কে ।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০


সৈয়দ শামসুল হকের (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) অনুগল্প ।

কেনাকাটা সম্পর্কে ।

বস্তুতপক্ষে আজকাল তার কোনো প্রকাশক নেই। লেখাটা শেষ করে মাহমুদ এখন দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই বলল, 'আরও একটা ভার বৃদ্ধি হলো।'
বাইরে তাকিয়ে সে দেখতে পেল, দুপুরের আলোয় ফিকে গোলাপি আভা। এখন ঠিক ঠিক বাজে একটা ঊনত্রিশ মিনিট। এখুনি সূর্যাস্তের রঙ ধরে গেছে। দেখতে দেখতে সমস্ত আকাশ কেমন রক্তাভ গোলাপি হয়ে গেল। মাহমুদ ভাবল, আত্মরক্ষার জন্যে একটা পিস্তল কিনতেই হয়।

বন্দুকের দোকানে গিয়ে একটা পিস্তল পছন্দ করে রাখলে মন্দ হয় না। লাইসেন্স পাওয়া গেলে তখন কেনা যাবে। লেখাটায় স্বাক্ষর করে তুলে রাখতে যাবে, হঠাৎ কলমটা পড়ে গিয়ে নিব ভেঙে গেল। অনেকদিন সঙ্গী কলমটা। সেও এখন তাকে ছেড়ে গেল। ফেরার পথে একটা কলম কিনতে হবে।

বাইরে আলোটা এখন যে মাত্রায় গোলাপি হয়েছে। দেখে মনে হয়, সূর্যের সামনে কে একটা রঙিন পরকলা পরিয়ে দিয়েছে।

বন্দুকের দোকানে মাহমুদের পছন্দ হলো ঝিনুক বসানো বাঁটওয়ালা ছোট একটা পিস্তল। -'আচ্ছা, লাইসেন্স হয়ে গেলে এটা নিয়ে যাবো।'

'আপনি এখুনি নিতে পারেন।'

দোকানদারের কথায় অবাক হলো মাহমুদ। দোকানদার তখন দেয়ালে নোটিশের দিকে মাহমুদের দৃষ্টি করিয়ে বলল, 'ঐ দেখুন, সরকার আগ্নেয়াস্ত্রের ওপর থেকে লাইসেন্স তুলে নিয়েছেন। আজ সকাল থেকে।'

পিস্তলটি পকেটে পুরে বেরুলো মাহমুদ।

এই তো কলমের দোকান। সোনার, রুপোর, নানা রঙের, নানা মাপের কলম। একেবারে ঝকঝক করছে। একই কোম্পানির কলম সে সারা জীবন ব্যবহার করে আসছে। তাই পছন্দ করতে সময় লাগল না। অবিকল আগের মতোই একটা কলম দেখিয়ে দাম জিজ্ঞেস করল সে। বছর দশের আগের চেয়ে দাম এখন দ্বিগুণ। তা তো হবেই। টাকার দাম কমছে বই বাড়ছে না।
দিন এটা।
দোকানদার জিজ্ঞেস করল, 'লাইসেন্স আছে?'
আরও একবার দোকানদার তার দৃষ্টি আকর্ষণ করল দেয়ালে ঝোলানো নোটিশের দিকে। এটাও আজ সকালে জারি হয়েছে। ঘন গোলাপি আলোতেও স্পষ্ট পড়া গেল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

বিজন রয় বলেছেন: পরকলা কি?

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিজন দা,
পরকলা - [বিশেষ্য পদ] চশমার কাচ, আয়না। [র্ফা‌সি]।,

লেখককে ধন্যবাদ। ভালো লাগলো সব্যসাচী লেখকের জন্মদিনে স্মৃতিচারণ

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট অগোছালো লাগল।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট অগোছালো লাগল।

কেন অগোছালো লাগলো ভাইয়া ?
এখনতো পিস্তল থেকে কলম অনেক বেশী শক্তিশালী অস্ত্র
তাই পিস্তল নয় কলমের লাইসেন্স দরকার হয়। সাংবাদিকরা
নির্যাতনের শিকার হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.