![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল রাতে প্রায় ১২০০০ ইউজারের প্রিয় টরেন্ট সাইট "DaruchiniBD" বন্ধ করে দিয়েছে RAB ও আইন- শৃঙ্খলা বাহিনীর সদ্যসরা। টরেন্ট সাইটির বিরুদ্ধে "কপিরাইট ও পাইরেসি" - এর অভিযোগ আনা হয়েছে ।
Facebook ও অন্যান্য সূত্র থেকে জানা যায় যে, কাল রাতে RAB BDcom এর অফিস যায় এবং DaruchiniBD- এর নামে মামলা করে। বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো বাংলা গান, নাটক , চলচিত্র্ ইত্যাদি share বা copy করা দন্ডনীয় অপরাধ। কিন্তু সাইটিতে কোনো রকম নিয়ম না মেনে বাংলা গান, নাটক , চলচিত্র্ share করা হত। তাই এই সাইটির বিরুদ্ধে "ইমপ্রেস টেলিফিল্ম" মামলা করে। এছাড়া আরো কিছু টরেন্ট সাইটের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে । ইতিমধ্যে tepantorbd, click n download বন্ধ করে দিয়েছে। যদিও আমার জানা মতে, click n download সাইটি হ্যাক হয়েছিল।
সর্বশেষ তথ্য আনুযায়ী, DaruchiniBD-এর owner-কে গ্রেফতার ও তাদের server block করে দিয়েছে পুলিশ। বাংলাদেশে এরকম আরো দুই-একটা সাইট আছে যাদের বিরুদ্ধে তারা কোন ব্যবস্থা নিতে পারেনি, কারণ এদের server বাইরের দেশের থেকে নিয়ন্ত্রণ করা হয়। DaruchiniBD- এর সদস্যরা ঠিক এ রকম কিছুই চিন্তা-ভাবনা করছে যে তারাও বিদেশি কোন server এর আন্ডারে এসে সাইটি আবার সচল করার। এছাড়া বাংলা ক্যাটাগরিটি পুরোপুরি বাদ দিয়েও সাইটি চালু করা চিন্তা করা হচ্ছে। DaruchiniBD তে বাংলা ছাড়াও অন্যান্য ভাষার ও দেশের মুভি, গান, গেমস্, সফটওয়ার,ফান, ডকুমেনটারি ইত্যাদির বিশাল কালেকশন গড়ে তুলেছিল এর ইউজাররা। BDcom, smileBD, link3 সহ বেশ কিছু IPS ইউজার daruchini থেকে 200-500 kbps স্পিডে ডাউনলোড করত।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪২
তামিম সামদানী সাইমন বলেছেন: jak oi shob lucky member ra ekhon bujhbe je onno torrent site theke download korte kemon pain khaite hoi....

including u....